যেভাবে জমির মালিকানা তল্লাশি দিবেন আপনার মোবাইল ফোন থেকে !
ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা পেতে শুরু করেছি আমরা। এখন অনেক তথ্যই সংগ্রহের জন্য আর স্বশরীরে কোথাও উপস্থিত হতে হয় না। হয়না খুব বেশি শ্রম ব্যয় অথবা অর্থ ও সময় ব্যয়। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এখন আমরা যেকোনো তথ্য ঘরে বসেই সংগ্রহ করতে পারি। এজন্য এখন আর কম্পিউটার থাকা বা চালানো শেখার প্রয়োজন পড়ে না। এখন বাংলাদেশে হাজারে একজন পাবেন না যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালাতে জানেন না। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন না এমন লোকও খোঁজে পাওয়া দুষ্কর। তাহলে আর ভাবনা কি? শুধুমাত্র অক্ষরজ্ঞান থাকলেই যে কেউ অতি সহজেই তার নিজের জমির মালিকানা ঠিক আছে কিনা তল্লাশি দিয়ে দেখতে পারবেন।
এই অনুচ্ছেদে আমি একটি বিদ্যালয়ের দখলে থাকা জমির মালিকানা সম্পর্কে তল্লাশি দেব। প্রথমে আপনার মোবাইল ফোনের ডেটা কানেকশন অ্যাকটিভ করে নিন। এবার আপনার মোবাইলে থাকা ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করুন। আমার মোবাইলে গুগল ক্রোম ইন্সটল করা আছে, তাই আমি গুগল ক্রোম ওপেন করলাম।
গুগল সার্সবার অথবা অ্যাড্রেসবারে লিখুন - rsk.land.gov.bd
অথবা এই লিংকে ক্লিক করুন : rsk.land.gov.bd
নিচের ছবির ন্যায় একটি পেইজ আসবে।
উক্ত পেইজটি স্লাইড করে সম্পূর্ণ একবার ভাল করে দেখে নিন। আপনাকে লগইন করতে হবে না। শুধুমাত্র নিচের ফরমটি পূরণ করুন। প্রথমে বিভাগ নামের টেক্সটবক্সের ড্রপ ডাউন অ্যারো প্রেস করুন। বিভাগের লিস্ট চলে আসবে।
আপনার বিভাগ সিলেক্ট করুন। এভাবে জেলা, উপজেলা ও মৌজার নাম সিলেক্ট করুন। নিচে চারটি অপশন আসবে। অপশন চারটি হলো খতিয়ান নং অনুযায়ী, দাগ নং অনুযায়ী, মালিকানা নাম অনুযায়ী, পিতা/স্বামীর নাম অনুযায়ী। এই অপশনগুলোর মধ্যে খতিয়ান নং অনুযায়ী অপশনটি সবচেয়ে উপযুক্ত। খতিয়ান নং অনুযায়ী অপশনটি সিলেক্ট করুন। নম্বর লেখার একটি টেক্সটবক্স আসবে নিচে। এবার টেক্সটবক্সে আপনি তল্লাশি করতে ইচ্ছুক এমন জমির খতিয়ান নম্বর লিখুন। নিচে যোগফল প্রদান করুন টেক্সটবক্সে উপরে প্রদর্শিত নম্বর দুইটির যোগফল কত হয় তা লিখুন।
পেইজটি স্লাইড করে উপরের দিকে তুলুন। নিচে “খুজুন” নামক একটি বাটন দেখতে পাবেন।
এবার “খুজুন” বাটনে ক্লিক করুন। নিচে ফলাফল প্রদর্শিত হবে।
পেইজটি স্লাইড করে উপরের দিকে উঠিয়ে তথ্যগুলো পড়ে নিন।
এভাবে আপনি বাংলাদেশের যেকোনো অঞ্চলের জমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারেন। আপনি জমি কিনবেন? তাহলে যে জমিটি কিনতে চান তার খতিয়ান নম্বর সংগ্রহ করে নিজেই দেখে নিন জমিটির মালিক কে। অলসতায় নিজের সর্বস্ব খুঁইয়ে নেয়ার আগে একবার ভেবে দেখুন। জমির কোনো অসাধূ দালালের খপ্পরে যেন আপনি নিঃস্ব না হন তার জন্যই আমার এ লেখা। এই সামান্য কাজের জন্য আপনি ভুমি অফিসে তল্লাশি দিতে যাবেন তো আপনাকে গুনতে হবে অর্ধ থেকে এক হাজার টাকা। অথচ এটা আপনি করতে পারেন পাঁচ টাকারও কম খরচে আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে আর দেরি কেন? এখনি দেখুন। পোস্টটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নিজে শিখুন, নিজেকে সমৃদ্ধ করুন, অপরকে শেখার সুযোগ করে দিন।
No comments:
Post a Comment