পঞ্চম শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য প্রশ্নপত্রের নমুনা 2024
১। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও ১ *২০ = ২০
(১) ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ১২টি ডিমের দাম কত ?
(২) যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে ?
(৩) গুন্য*গুণক = কোনটি ?
(৪) ১১০০ *২৩০= কত
(৫) তিন অংকের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত ?
(৬) পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বয়স ৩০ বছর হলে পুত্রের বয়স কত ?
(৭) যে কোনো সংখ্যার গুণিতক কয়টি ?
(৮) ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?
(৯) কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৭ বিয়োগ করলে বিয়োগফল ১৫ ও ১৮ দ্বারা নি:শ্বেষে বিভাজ্য হবে ?
(১০) কোণ কাকে বলে ?
(১১) পূরক কোণের সংজ্ঞা দাও ।
(১২) দশমিক সংখ্যার দশমিক বিন্দুর ডান দিকের স্থানের নামগুলো লেখ।
(১৩) নি:শেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সুত্রটি লিখ ।
(১৪) ৩২ এর গুনণীয়ক গুলি লিখ ।
(১৫) সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্রটি লিখ ।
(১৬) পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি লিখ ।
(১৭) খোলা বাক্য বলতে কী বুঝ ?
(১৮) গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত ?
(১৯) যে সামন্তরিকের একটি কোণ এক সমকোণ তাকে কী বলে ?
(২০) এক কুইন্টাল চালের দাম ৫৬০০ টাকা হলে প্রতি কেজি চালের দাম কত ?
২। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা ( নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ) ১*৮ = ৮
(ক) একটি কারখানায় ৫ দিনে ২৪৫০ টি বাই সাইকেল তৈরি হয় , ৪ সপ্তাহে ঐ কারখানায় কতটি বাই সাইকেল তৈরি হবে ?
(খ) ১২ টি বিস্কুট ও ৩০ টি চকলেটের মূল্য একত্রে ১৯২ টাকা । একটি বিস্কুটের মূল্য ৬ টাকা হলে একটি চকলেটের মূল্য কত ?
৩। লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) দুইটি ঘণ্টার একটি ১২ মিনিট এবং অপরটি ৫ মিনিট পরপর বাজে। যদি ঘণ্টা দুটি একসাথে বিকাল ৩টার সময় বাজে , তবে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে।
(খ) একজন শিক্ষক ৪০ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোন শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রত্যেক দলে কত জন ছাত্র ও ছাত্রী থাকবে তা নির্ণয় করো।
৪। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) রফিক সাহেব বাজারে গিয়ে মুদি দোকানে কেজি মুগ ডাল ,
কেজি মসুর ডাল , চিকন চাল কেজি মোটা চাল ক্রয় করলেন । তিনি মোট কত কেজি চাল ও ডাল ক্রয় করলেন ।
(খ) একটি জাতীয় পতাকার বাঁশের অংশ লাল , হলুদ এবং বাকী অংশ সাদা রয়েছে। বাঁশটির কত অংশ সাদা রয়েছে ?
৫। গড় সম্পর্কিত সমস্যা
( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) ৫ম শ্রেণির ৩০ জন ছাত্রের মোট ২১০০ টাকা আছে । তাদের গড় টাকার পরিমাণ নির্ণয় করো ।
(খ) গত জুন মাসে ঢাকার গড় বৃষ্টিপাত ছিল ২৬ মি মি ঐ মাসে ঢাকার মোট বৃষ্টিপাত কত ছিল ।
৬। দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) এক মিটার লোহার দণ্ডের ওজন ২.৩ কেজি । দণ্ডটির দৈর্ঘ্য ১.৪ মিটার হলে এর ওজন কত ?
(খ) একটি আমের দাম ১০.৭৫ টাকা এবং একটি লিচুর দাম ৪.৯৩ টাকা হলে ১৫ টি আম ও ৫০ টি লিচুর দামের সমষ্টি কত ?
৭। শতকরা সম্পর্কিত সমস্যা
( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )
(ক) একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
(খ) শরীফ সাহেব ব্যাংক থেকে ৪৫০০০ টাকা ঋণ নিলেন । বার্ষিক ৮% মুনাফা আসলের উপর ধার্য্য করা হলে কত বছর পরে মোট মুনাফা ২৫২০ টাকা ?
৮। জ্যামিতি সম্পর্কিত সমস্যা
( যেকোনো দুইটির চিত্রসহ বৈশিষ্ট্য লিখ ) (৩+৩ ) * ২ = ১২
(ক) কম্পাস ব্যবহার করে ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অংকন করো ।
(খ) যে কোনো দুইটির সংজ্ঞা লিখ: আয়ত , ট্রাপিজিয়াম , রম্বস ।
৯। পরিমাপ সম্পর্কিত সমস্যা ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে) ৮
(ক) একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য ১২০০ মিটার ও প্রস্থ ৭৫০ মিটার । পুকুরটির ক্ষেত্রফল কত এয়র ?
(খ) একটি ড্রামে ৫৩ কেজি ৯ হে.গ্রা ৮ ডেকা . গ্রা , ৭ গ্রাম আটা রাখা যায় । এরূপ ৯ টি ড্রামে কী পরিমাণ আটা রাখা যাবে ?
১০। সময় সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর
দিতে হবে ) ৪
(ক) চৌধুরী সাহেব প্রতিদিন সকালে ২ ঘণ্টা ২০ মিনিট করে হাঁটেন । জুন মাসে তিনি মোট কত মিনিট হাঁটবেন ?
(খ) ১০০০ ঘণ্টাকে মাস , দিন এবং ঘণ্টায় প্রকাশ করো ।
১১। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) একটি গ্রামের আয়তন ১৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১,৮০০ জন । ঐ গ্রামের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো ।
(খ) নিচের সারণীতে তালুক শাখাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের “ক” শাখার শিক্ষার্থীদের বাড়ীর কাজ জমা দেয়ার উপাত্ত দেওয়া হলঃ
বাড়ীর কাজ জমা দেয়ার শ্রেণি ব্যবধান সংখ্যা
৫-৯ ২ জন
১০-১৪ ১ জন
১৫-১৯ ৩ জন
২০-২৪ ৫জন
২৫-২৯ ৭ জন
মোট = ১৮ জন
সারণি অনুসারে একটি স্তম্ভলেখ তৈরি করো। তুমি কীভাবে স্তম্ভলেখটি অংকন করলে তা ধারাবাহিকভাবে উল্লেখ করো ।
No comments:
Post a Comment