This is an education site.
অনুশীলনী-১০
১. নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করো।
ক) 14, 3, 19, 17, 4, 9, 16, 19, 22, 15, 18, 17, 12, 8, 16, 11, 3, 11, 0, 15
সমাধানঃ
তথ্যরাশির সর্বোচ্চ মান = 22 এবং সর্বনিন্ম মান = 0
∵ পরিসর
= (সর্বোচ্চ মান – সর্বনিন্ম মান)
= (22-0)
= 22
খ) 48, 70, 58, 40, 43, 55, 63, 46, 56, 44
তথ্যরাশির সর্বোচ্চ মান = 70 এবং সর্বনিন্ম মান = 40
= (70-40)
= 30
গ)
এখানে, সর্বশের্বষ শ্রেণির উচ্চসীম = 155 ও প্রথম শ্রেণির নিম্নসীমা = 95
= 155 – 95
= 60
২। নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।
ক) 8, 15, 53, 49, 19, 62, 7, 15, 95, 77
গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়:
গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করিঃ
এখন, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে,
গড় ব্যবধান, M.D(X̅)
= 272/10
= 27.2
মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়:
প্রদত্ত তথ্যরাশিকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
7, 8, 15, 15, 19, 49, 53, 62, 77, 95
∵ মধ্যক Me = (19+49) ÷ 2 = 34
মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করিঃ
গড় ব্যবধান, M.D(Me)
খ) 10, 15, 54, 59, 19, 62, 98, 8, 25, 95, 77, 46, 36
Xi (তথ্যরাশির মান)
X̅ (গাণিতিক গড়)
|xi- X̅|
10
= ∑xi/n
= 604/13
= 46.46 (প্রায়)
এখানে,
n = তথ্যরাশির মানের সংখ্যা
∑xi = তথ্যরাশির মানগুলোর যোগফল
36.46
15
31.46
54
7.54
59
12.54
19
27.46
62
15.54
98
51.54
8
38.46
25
21.46
95
48.54
77
30.54
46
0.46
36
10.46
n=13; ∑xi = 604
∑|xi- X̅| = 332.46
= 332.46/13
= 25.57 (প্রায়)
8, 10, 15, 19, 25, 36, 46, 54, 59, 62, 77, 95, 98
∵ মধ্যক Me = 46
= 332/13
= 25.5384615
৩। প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।
গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করি।
∵ গড় ব্যবধান, M.D(X̅)
= 118.14/100
= 1.1814
আবার,
মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করি।
∵ গড় ব্যবধান, M.D(Me)
= 117/100
= 1.17
৪। প্রতিদিন রিক্সায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে 50 ও 80 টাকা খরচ হয়।
ক) সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো।
সবুজ ও মৌলির খরচ যথাকরমে 50 ও 80 টাকা।
এই তথ্য থেকে নিচের সারণিটি তৈরি করিঃ
এখন,
ভেদাঙ্ক, σ2
= (∑x2/n) – (∑x/n)2
= (8900/2) – (130/2)2
= 4450 – 4225
= 225
∵ পরিমিত ব্যবধান, σ = √(σ2) = √225 = 15
খ) দেখাও যে, উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক।
= 30/2
= 15
এবং,
পরিসর = 80 – 50 = 30
∵ উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক [দেখানো হলো]
৫। থানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসাসেবা নিতে আসা কোনো এক দিনের রোগীর সংখ্যার তথ্য নিম্নরূপ:
ক) ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয়? ব্যাখ্যা করো।
xi এর মানগুলো যখন তাদের গাণিতিক গড় X̅ এর অধিক নিকটবর্তী হয় তখন ভেদাঙ্কের মান সর্বনিন্ম হয়।
ব্যখ্যাঃ
ভেদাঙ্ক নির্ণয়ে ∑(xi - X̅)2 কে আমরা তুলনা করে উপরোক্ত তথ্যের সত্যতা ব্যাখ্যা করতে পারি। কারণ এখানে xi ও X̅ এর মান যত কাছাকাছি হবে xi - X̅ বা ∑(xi - X̅)2 এর মানও ততো ছোট হবে।
খ) উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো।
গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করিঃ
= 1293.6/50
= 25.872
পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করিঃ
∴ ভেদাঙ্ক, σ2
= {(∑fd2/n) – (∑fdx/n)2} × h2
= {(176/50) – (19/50)2}× 152
= (3.52 – 0.1444)×152
= 759.51
∵ পরিমিত ব্যবধান, σ = √(σ2) = √759.51 = 27.559 (প্রায়)
৬। নিচের গণসংখ্যা নিবেশন সারণির গাণিতিক গড় 33.2 । গাণিতিক গড় নির্ণয় করে p এর মান নির্ণয় করো।
গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করিঃ
∵ গাণিতিক গড়, X̅
= a + (∑fiui/n) × h
= (25p+2820)/(P+80)
শর্তমতে,
X̅ = 33.2
বা, (25p+2820)/(P+80) = 33.2
বা, 25p+2820 = 33.2(p+80)
বা, 25p+2820 = 33.2p+2656
বা, 25p-33.2p = 2656-2820
বা, -8.2p = -164
বা, p = 20
[বিদ্রঃ পাঠ্যবইয়ে এই প্রশ্নে গাণিতিক গড় ব্যবধান 33.2 বলা হয়েছে, কিন্তু পাঠ্যবইয়ের আলোচনার ক্ষেত্রে গড় ব্যবধানকে কখনো গাণিতিক গড় ব্যবধান বলা হয় নাই, আর এই ক্ষেত্রে আমাদের কাছে এই প্রশ্নটাকে কমপ্লিকেটেড মনে হয়েছে, তাই আমরা গাণিতিক গড় ধরে আমাদের মত করে সমাধান করেছি, তোমাদের মতামত জানিও-আমরা আরও যাচাই করব ভবিষ্যতে।]
৭। নিপার একটি ফুলের বাগান আছে। বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। গাছগুলোর উচ্চতার (সেন্টিমিটিারে) মধ্যক 28.5 ।
ক) x ও y এর মান নির্ণয় করে সারণিটি পূরণ করো।
এখানে, n = গাছের সংখ্যার সমষ্টি = 5+y+15+20+x+5 = x+y+45
আবার, দেওয়া আছে n = 60.
∵ x+y+45 = 60
বা, x+y = 60-45
বা, x+y = 15 …… (i)
আবার, দেওয়া আছে,
মধ্যক Me = 28.5 যা নির্দেশ করে এই মান উচ্চতা শ্রেণি 20-30 এ বয়েছে।
তাহলে, এখানে,
20-30 শ্রেণির নিন্মসীমা, L = 20;
n/2 = 30;
20-30 এর পূর্বের শ্রেণির ক্রমজোজিত গাছের সংখ্যা, Fc = 5+x;
শ্রেণি ব্যবধান, h = 10;
20-30 শ্রেণিতে গাছের সংখ্যা, fm = 20
∵ Me = L + (n/2 – Fc) × h/fm
বা, 28.5 = 20 + (30-5-x) × 10/20
বা, 28.5 = 20 + (25-x) × 1/2
বা, (25-x) × 1/2 = 28.5-20
বা, (25-x) × 1/2 = 8.5
বা, (25-x) = 17
বা, -x = 17-25
বা, -x = -8
বা, x = 8
এখন, x=8, (i) নং এ বসিয়ে পাই,
8+y = 15
বা, y = 15-8 = 7
∵ x ও y এর মান নির্ণয় পূর্বক সারণিটি নিন্মরুপঃ
খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো।
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য নিচের সারণিটি প্রস্তুত করিঃ
∵ সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড়
= 35 + (-34/60)×10
= 35 – 5.67
= 29.33 (প্রায়)
গ) গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।
দেওয়া আছে, গাছগুলোর উচ্চতার মধ্যক, Me = 28.5
মধ্যক থেকে গড় ব্য্যবধান নির্ণয়ের জন্য নিচের সারণিটি তৈরি করিঃ
∵ মধ্যক হতে নির্ণিত গড় ব্যবধান
= 641/60
= 10.68 (প্রায়)
ঘ) গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো।
খ থেকে পাই, গাছগুলোর উচ্চতার গড়, X̅ = 29.33
উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য নিচের সারণি তৈরি করিঃ
= 10473.33/60
= 174.5555
∴ পরিমিত ব্যবধান, σ = √σ2 = √174.5555 = 13.2119 (প্রায়)
৮. পাশের ছবিটি লক্ষ করো। ছবিতে ছয় জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে।
শিক্ষার্থীদের উচ্চতার –
ক) গড় ও মধ্যক নির্ণয় করো।
ছবি হতে প্রাপ্ত ছয় জন শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমেঃ 161, 163, 140, 170, 173, 150
∴ উচ্চতার গড়
= 957/6
= 159.5 সেমি
উচ্চতাগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
140, 150, 161, 163,170, 173
∴ উচ্চতার মধ্যক
= 162
খ) গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো।
ক হতে পাই, গড়, X̅ = 159.5
গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণি তৈরি করিঃ
∴ গড় ব্যবধান, MD(X̅)
= 58/6
= 9.667 (প্রায়)
ক হতে পাই, মধ্যক, Me = 162
মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণি তৈরি করিঃ
∴ গড় ব্যবধান, MD(Me)
= 55/6
= 9.167 (প্রায়)
গ) গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো।
গড় হতে পরিমিত ব্যবধান নির্ণয়ে সারণি তৈরি করিঃ
= 777.5/6
= 129.583333
∴ পরিমিত ব্যবধান, σ = √σ2 = √129.583333 = 11.3834 (প্রায়)
মধ্যক হতে পরিমিত ব্যবধান নির্ণয়ে সারণি তৈরি করিঃ
= 815/6
= 135.833333
∴ পরিমিত ব্যবধান, σ = √σ2 = √135.833333 = 11.6547 (প্রায়)
৯। দশ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে 9.5 এবং 2.5। পরে 15 মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো। তাহলে, এগারো সদস্যবিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো।
এগারো সদস্যবিশিষ্ট নমুনার গাণিতিক গড় নির্ণয়ঃ
দেওয়া আছে,
10 সদস্যের নমুনার গাণিতিক গড় = 9.5
∴ 10 সদস্যের নমুনার মানের সমষ্টি = 9.5×10 = 95
এখন, 15 মানের আরও এক সদস্যের নমুনা যোগ করলে, নমুনার মানের সমষ্টি হয় = 95+15 = 110
∴ 11 সদস্যের ক্ষেত্রে গাণতিক গড় = 110/11 = 10
এগারো সদস্যবিশিষ্ট নমুনার পরিমিত ব্যবধান নির্ণয়ঃ
σ = 2.5
বা, σ2 = 6.25
বা, 1/10(x12+x22+….+x102) – (95/10)2 = 6.25 [∴ 10 সদস্যের নমুনার মানের সমষ্টি = 9.5×10 = 95]
বা, 1/10(x12+x22+….+x102) – 90.25 = 6.25
বা, 1/10(x12+x22+….+x102) = 96.5
বা, (x12+x22+….+x102) = 965
বা, x12+x22+….+x102 + 152 = 965 + 152 [উভয়পক্ষে 152 যোগ করে]
বা, x12+x22+….+x102 + 152 = 1190
বা, x12+x22+….+x112 = 1190 [∴11 তম পদ 15]
আবার, 11টি নমুনার সমষ্টি = 95+15 = 110 [প্রথম অংশে দ্রষ্টব্য]
অর্থাৎ, x1+x2+….+x11 = 110
∴ এগারো সদস্যবিশিষ্ট নমুনার ভেদাংক
= 1190/11 – (110/11)2
= 108.1818 – 100
= 8.1818 (প্রায়)
∴ এগারো সদস্যবিশিষ্ট নমুনার পরিমিত ব্যবধান
=√8.1818 = 2.86 (প্রায়)
১০। 100 টি কোম্পানির বার্ষিক মুনাফার (কোটি টাকায়) তথ্য নিচে দেওয়া হলো:
উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো।
প্রদত্ত উপাত্ত হতে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করি।
∴ গাণিতিক গড়, X̅
= 35 + (-29/100) × 10
= 35 – 2.9
= 32.1
উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ঃ
এর জন্য নিচের সারণিটি প্রস্তুত করি যেখানে, X̅ = 32.1
∴ গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান
= 1102.2/100
= 11.022
উপাত্তের গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান নির্ণয়ঃ
∴ σ2
= 18059/100
= 180.59
∴ গাণিতিক গড় হতে নির্ণীত পরিমিত ব্যবধান = √180.59 = 13.438 (প্রায়)
No comments:
Post a Comment