This is an education site.
? নিচের ছবিগুলো কীসের?
সমাধান?:
প্রদত্ত ছবিগুলো বাংলাদেশি ধাতব মুদ্রা যেগুলোকে পয়সা বলা হয়।
১. উপরের ছবিতে কী কী পয়সা আছে খুঁজে বের করি।
সমাধান১:
উপরের ছবিতে ১, ১০, ৫, ২৫ ও ৫০ পয়সা আছে।
২. ছবি দেখে অঙ্কে লিখি।
সমাধান২:
(ক) ৫০০ টাকা ৭৫ পয়সা
(খ) ২০০ টাকা ৩০ পয়সা
(গ) ৫১০ টাকা ৬০ পয়সা
(ঘ) ২০৫ টাকা ৭৫ পয়সা
৩. পড়ি এবং অঙ্কে লিখি।
ক) বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা
খ) পাঁচ শত টাকা বাষাট্টি পয়সা
গ) সাত শত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা
ঘ) এক হাজার দুই শত টাকা পঞ্চাশ পয়সা
ঙ) নয় শত পঞ্চান্ন টাকা ত্রিশ পয়সা
চ) তিন হাজার আট শত পঁচিশ টাকা বত্রিশ পয়সা
সমাধান৩:
অঙ্কেঃ
ক) ১২ টাকা ৪৫ পয়সা
খ) ৫০০ টাকা ৬২ পয়সা
গ) ৭২৫ টাকা ৭৫ পয়সা
ঘ) ১২০০ টাকা ৫০ পয়সা
ঙ) ৯৫৫ টাকা ৩০ পয়সা
চ) ৩৮২৫ টাকা ৩২ পয়সা
২. সমাধান করি
(১) ৫ টাকার ২০টি নোট = ______ টাকা
(২) ৫০ টাকার ৪টি নোট = ______ টাকা
(৩) ২০ টাকার ১০টি নোট = ______ টাকা
(৪) ১০ টাকার ৫টি নোট = ______ টাকা
(৫) ১ টাকার ১০০টি নোট = ______ টাকা
(৬) ২ টাকার ৫০টি নোট = ______ টাকা
(৭) ১০০ টাকার ৫টি নোট = ______ টাকা
(৮) ৫০০ টাকার ২টি নোট = ______ টাকা
(৯) ১০ টাকার ______ টি নোট = ২০০ টাকা
(১০) ১০০ টাকার ______ টি নোট = ১০০০ টাকা
(১১) ৫ টাকার ______ টি নোট = ১০০ টাকা
(৯) ২০ টাকার ______ টি নোট = ২০০ টাকা
(১) ৫ টাকার ২০টি নোট = ১০০ টাকা
(২) ৫০ টাকার ৪টি নোট = ২০০ টাকা
(৩) ২০ টাকার ১০টি নোট = ২০০ টাকা
(৪) ১০ টাকার ৫টি নোট = ৫০ টাকা
(৫) ১ টাকার ১০০টি নোট = ১০০ টাকা
(৬) ২ টাকার ৫০টি নোট = ১০০ টাকা
(৭) ১০০ টাকার ৫টি নোট = ৫০০ টাকা
(৮) ৫০০ টাকার ২টি নোট = ১০০০ টাকা
(৯) ১০ টাকার ২০ টি নোট = ২০০ টাকা
(১০) ১০০ টাকার ১০ টি নোট = ১০০০ টাকা
(১১) ৫ টাকার ২০ টি নোট = ১০০ টাকা
(৯) ২০ টাকার ১০ টি নোট = ২০০ টাকা
১. হিসাব করি
(১) ৫ পয়সা + ৫ পয়সা + ১০ পয়সা + ২৫ পয়সা + ৩ টাকা
(২) ১ পয়সা + ১০ পয়সা + ৫০ পয়সা + ২ টাকা + ৫ টাকা
(৩) ২০ টাকা + ২৫ পয়সা + ৫০ পয়সা + ৩০ টাকা
(৪) ৫ পয়সা + ২৫ পয়সা + ১০ টাকা + ২ টাকা + ১০ পয়সা
= (৫+৫+১০+২৫) পয়সা + ৩ টাকা
= ৪৫ পয়সা + ৩ টাকা
= ৩ টাকা ৪৫ পয়সা
= (১+১০+৫০) পয়সা + (২+৫) টাকা
= ৬১ পয়সা + ৭ টাকা
= ৭ টাকা ৬১ পয়সা
= (২৫+৫০) পয়সা + (২০+৩০) টাকা
= ৭৫ পয়সা + ৫০ টাকা
= ৫০ টাকা ৭৫ পয়সা
= (৫+২৫+১০) পয়সা + (১০+২) টাকা
= ৪০ পয়সা + ১২ টাকা
= ১২ টাকা ৪০ পয়সা
১. বাবুল ৬৫ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি বই কিনল। ২০ টাকা, ১০ টাকা, ৫ টাকা ২ টাকা এবং ৫ পয়সা, ১০ পয়সা ও ২৫ পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে?
মূল্য পরিশোধ করতে পারবে নিন্মোক্ত মুদ্রা দিয়ে-
(ক) ২ টাকা ৫টি, ৫ টাকা ১টি, ১০ টাকা ১টি, ২০ টাকা ২টি এবং ২৫ পয়সা ৩টি
(খ) ২ টাকা ৩০টি, ৫ টাকা ১টি এবং ২৫ পয়সা ৩টি
(গ) ৫টাকা ১৩টি এবং ১০ পয়সা ৭টি, ৫ পয়সা ১টি
(ঘ) ১০ টাকা ৬টি, ৫টাকা ১ট এবং ৫ পয়সা ১৫টি
(ঙ) ২০ টাকা ৩টি , ৫টাকা ১টি এবং ২৫ পয়সা ২টি, ৫ পয়সা ৫টি ইত্যাদি
২. যোগ করি
(১) ৩৫ টাকা ৫৫ পয়সা + ২৮ টাকা ৩৪ পয়সা
(২) ৭৭ টাকা ৪৯ পয়সা + ৪২ টাকা ৮৫ পয়সা
(৩) ২৫৯ টাকা ৭৫ পয়সা + ১৩৭ টাকা ৬৫ পয়সা
(৪) ২১৫৫ টাকা ৩৫ পয়সা + ৭৮৫ টাকা ৯০ পয়সা
(৫) ৪৭৪০ টাকা ৫৫ পয়সা + ৩৮৯ টাকা ৬৫ পয়সা
= (৩৫+২৮) টাকা + (৫৫+৩৪) পয়সা
= ৬৩ টাকা + ৮৯ পয়সা
= ৬৩ টাকা ৮৯ পয়সা
= (৭৭+৪২) টাকা + (৪৯+৮৫) পয়সা
= ১১৯ টাকা + ১৩৪ পয়সা
= ১১৯ টাকা + ১ টাকা + ৩৪ পয়সা [যেহেতু, ১০০ পয়সা = ১টাকা]
= ১২০ টাকা + ৩৪ পয়সা
= ১২০ টাকা ৩৪ পয়সা
= (২৫৯+১৩৭) টাকা + (৭৫+৬৫) পয়সা
= ৩৯৬ টাকা + ১৪০ পয়সা
= ৩৯৬ টাকা + ১ টাকা + ৪০ পয়সা [যেহেতু, ১০০ পয়সা = ১টাকা]
= ৩৯৭ টাকা + ৪০ পয়সা
= ৩৯৭ টাকা ৪০ পয়সা
= (২১৫৫+৭৮৫) টাকা + (৩৫+৯০) পয়সা
= ২৯৪০ টাকা + ১২৫ পয়সা
= ২৯৪০ টাকা + ১ টাকা + ২৫ পয়সা [যেহেতু, ১০০ পয়সা = ১টাকা]
= ২৯৪১ টাকা + ২৫ পয়সা
= ২৯৪১ টাকা ২৫ পয়সা
= (৪৭৪০+৩৮৯) টাকা + (৫৫+৬৫) পয়সা
= ৫১২৯ টাকা + ১২০ পয়সা
= ৫১২৯ টাকা + ১ টাকা + ২০ পয়সা [যেহেতু, ১০০ পয়সা = ১টাকা]
= ৫১৩০ টাকা + ২০ পয়সা
= ৫১৩০ টাকা ২০ পয়সা
৩. বিয়োগ করি
(১) ৯৫ টাকা ৬০ পয়সা – ৪২ টাকা ২০ পয়সা
(২) ৩৬০ টাকা ৮০ পয়সা – ২১৫ টাকা ৩৫ পয়সা
(৩) ৭৫৫ টাকা ৪৫ পয়সা – ৩৪৫ টাকা ২০ পয়সা
(৪) ৪৭৫ টাকা ১৫ পয়সা – ৯৯ টাকা ৭৫ পয়সা
(৫) ৮০ টাকা – ৩৭ টাকা ৫০ পয়সা
(৬) ৮২৪ টাকা ৪৫ পয়সা – ৩০৭ টাকা ৭৫ পয়সা
(৭) ৯০০ টাকা – ২৭৯ টাকা ৫৫ পয়সা
= (৯৫-৪২) টাকা + (৬০-২০) পয়সা
= ৫৩ টাকা + ৪০ পয়সা
= ৫৩ টাকা ৪০ পয়সা
= (৩৬০-২১৫) টাকা + (৮০-৩৫) পয়সা
= ১৪৫ টাকা + ৪৫ পয়সা
= ১৪৫ টাকা ৪৫ পয়সা
= (৭৫৫-৩৪৫) টাকা + (৪৫-২০) পয়সা
= ৪১০ টাকা + ২৫ পয়সা
= ৪১০ টাকা ২৫ পয়সা
= ৪৭৪ টাকা ১১৫ পয়সা – ৯৯ টাকা ৭৫ পয়সা
= (৪৭৪-৯৯) টাকা + (১১৫-৭৫) পয়সা
= ৩৭৫ টাকা + ৪০ পয়সা
= ৩৭৫ টাকা ৪০ পয়সা
= ৭৯ টাকা ১০০ পয়সা – ৩৭ টাকা ৫০ পয়সা
= (৭৯-৩৭) টাকা + (১০০-৫০) পয়সা
= ৪২ টাকা + ৫০ পয়সা
= ৪২ টাকা ৫০ পয়সা
= ৮২৩ টাকা ১৪৫ পয়সা – ৩০৭ টাকা ৭৫ পয়সা
= (৮২৩-৩০৭) টাকা + (১৪৫-৭৫) পয়সা
= ৫১৬ টাকা + ৭০ পয়সা
= ৫১৬ টাকা ৭০ পয়সা
= ৮৯৯ টাকা ১০০ পয়সা – ২৭৯ টাকা ৫৫ পয়সা
= (৮৯৯-২৭৯) টাকা + (১০০-৫৫) পয়সা
= ৬২০ টাকা + ৪৫ পয়সা
= ৬২০ টাকা ৪৫ পয়সা
১. বক্সে কত টাকা ও পয়সা আছে?
(ক) ১ম বক্সে আছে (১+১+৫+৫+১০+২৫+২৫+৫০) পয়সা = ১২২ পয়সা।
(খ) ২য় বক্সে আছে (৫+১০+১০+২৫) পয়সা + (৫০+১০) টাকা = ৬০ টাকা ৫০ পয়সা।
২. নিচের হিসাবগুলো করি
ক) ৪৫ টাকা ৭৫ পয়সা + ৩৫ টাকা ৮০ পয়সা = ______
খ) ৩৭ টাকা ২০ পয়সা – ২১ টাকা ৭০ পয়সা = ______
গ) ৬৯ টাকা ৩৫ পয়সা
ঘ) ৮৯ টাকা ৪২ পয়সা
ঙ) ৭৮ টাকা ৫০ পয়সা
চ) ২০০ টাকা ২০ পয়সা
ক) ৪৫ টাকা ৭৫ পয়সা + ৩৫ টাকা ৮০ পয়সা = ৮১ টাকা ৫৫ পয়সা
খ) ৩৭ টাকা ২০ পয়সা – ২১ টাকা ৭০ পয়সা = ১৫ টাকা ৫০ পয়সা
৩. উষার ৬৫ টাকা ৭৫ পয়সা ছিল। তার মা তাকে খাতা কেনার জন্য ৮২ টাকা ৭৫ পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো?
উষার ছিল ৬৫ টাকা ৭৫ পয়সা
মা দিলেন ৮২ টাকা ৭৫ পয়সা
∵ এখান উষার আছে
= ৬৫ টাকা ৭৫ পয়সা + ৮২ টাকা ৭৫ পয়সা
= ১৪৮ টাকা ৫০ পয়সা
৪. জুবায়ের ৭৮ টাকা ২৫ পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে ১০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে?
সমাধান৪:
দোকানদার ফেরত দেবে
= ১০০ টাকা – ৭৮ টাকা ২৫ পয়সা
= ২১ টাকা ৭৫ পয়সা।
৫. দুইটি খাতার দাম ৮০ টাকা এবং একটি কলমের দাম ২৫ টাকা ৭৫ পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য ২০০ টাকার একটা নোট দিল। দোকানদার আরশিকে কত টাকা ফেরত দেবেন?
শিমুল ৮৫ টাকা ৭৫ পয়সার চাল এবং ৪৫ টাকা ৫৫ পয়সার সবজি কেনে। সে মোট কত টাকা খরচ করে?
সমাধান৫:
খাতা ও কলম বাবদ আরিশার মোট খরচ
= ৮০ টাকা + ২৫ টাকা ৭৫ পয়স
= ১০৫ টাকা ৭৫ পয়সা
আরিশা দোকানদারকে দিল ২০০ টাকা
∵ দোকানদার আরিশাকে ফেরত দেবেন
= ২০০ টাকা – ১০৫ টাকা ৭৫ পয়সা
= ৯৪ টাকা ২৫ পয়সা
আবার,
শিমুল চাল ও সবজি বাবদ খরচ করে
= ৮৫ টাকা ৭৫ পয়সা + ৪৫ টাকা ৫৫ পয়সা
= ১৩১ টাকা ৩০ পয়সা
৬. মিতুর ১৩৫ টাকা ২৫ পয়সা ছিল। তার বাবা তাকে ৬৫ টাকা ৭৫ পয়সা দিলেন। তার কত টাকা হলো?
তামান্না ৩৫ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনল। সে দোকানদারকে ৫০ টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল?
মিতুর ছিল ১৩৫ টাকা ২৫ পয়সা;
বাবা দিল ৬৫ টাকা ৭৫ পয়সা;
∵ এখন মিতুর আছে
= ১৩৫ টাকা ২৫ পয়সা + ৬৫ টাকা ৭৫ পয়সা
= ২০১ টাকা
তামান্না বিস্কুট কিনল ৩৫ টাকা ৭৫ পয়সার;
দোকানদারকে দিল ৫০ টাকা;
∵ দোকানদার তামান্নাকে ফেরত দিল
= ৫০ টাকা – ৩৫ টাকা ৭৫ পয়সা
= ১৪ টাকা ২৫ পয়সা
৭. লিলি ৩০০ টাকা নিয়ে দোকানে গেল। সে ১২০ টাকা ৬৫ পয়সা দিয়ে একটি জুতা কিনল। তার কাছে কত টাকা রইল?
সমাধান৭:
লিলির কাছে রইল
= ৩০০ টাকা – ১২০ টাকা ৬৫ পয়সা
= ১৭৯ টাকা ৩৫ পয়সা
৮. ডেভিডের ৫৪২ টাকা ৭৮ পয়সা আছে। তার মামা তাকে আরও ৩০০ টাকা ৫৫ পয়সা দিল। এখন ডেভিডের মোট কত টাকা হলো?
সমাধান৮:
ডেভিডের আছে ৫৪২ টাকা ৭৮ পয়সা;
মামা দিলেন ৩০০ টাকা ৫৫ পয়সা;
∵ এখন ডেভিডের মোট টাকা হলো
= ৫৪২ টাকা ৭৮ পয়সা + ৩০০ টাকা ৫৫ পয়সা
= ৮৪৩ টাকা ৩৩ পয়সা
৯. ১২৮ টাকা ৫০ পয়সা – ৭৭ টাকা ২৫ পয়সা = ……টাকা ……পয়সা। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি।
সমাধান৯:
রাজুর ১২৮ টাকা ৫০ পয়সা ছিল। সে তার বোন মিতুকে ৭৭ টাকা ২৫ পয়সা টাকা দিল। এখন রাজুর কাছে আর কত টাকা আছে?
১০. রিয়া ১০০ টাকা নিয়ে দোকানে গেল। সে ৬৯ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা রইল?
সমাধান১০:
বই কিনার পর রিয়ার কাছে টাকা রইল
= ১০০ টাকা - ৬৯ টাকা ৭৫ পয়সা
= ৩০ টাকা ২৫ পয়সা
১১. রতন ৪৫ টাকা ৫০ পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে ১০০ টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল?
দোকানদার রতনকে ফেরত দিবে
= ১০০ টাকা – ৪৫ টাকা ৫০ পয়সা
No comments:
Post a Comment