নবম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
প্রধান উপকরণ কোনটি?
Computer
মোবাইল
ইন্টারনেট√
টেলিফোন
২। ই-বুককে প্রধানত কয়ভাগে
ভাগ করা যায়?
২
৩
৪
৫√
৩। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত
যে কোন তথ্য ও শব্দকে কি বলে?
অ্যানিমেশন
গ্রাফিক্স
ডিজিটল কনটেন্ট√
ডিজিটাল টেক্সট
৪।বর্তমানে ভিডিও সম্প্রচার
করা হয়-
i) এনালগ মাধ্যমে ii) ডিজিটাল
মাধ্যমে iii) সাউন্ড ওয়েব হিসেবে
নিচের কোনটি সঠিক?
i, ii √
i, iii
ii, iii
i, ii
৫। নিচের উদ্দীপকটির আলোকে
সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।
আ: করিম আউটসোর্সিং এর কাজ করবে বলে সিদ্ধান্ত নিলেন। আ: করিমের সিদ্ধান্ত
বাস্তবায়নের জন্য সুবিধাজনক মাধ্যম কোনটি?
লোকাল এরিয়া নেটওয়ার্ক
ইন্টারনেট সমৃদ্ধ মোবাইল
কম্পিউটার ও ইন্টারনেট √
কম্পিউটার ও ফ্যাক্স
৬। আ: করিমের মতো অন্যদেরকেও
উক্ত কাজে যুক্ত করতে পারলে –
i) বেকারত্বের হ্রাস ঘটবে
ii) জনগণের মাথাপিছু গড় আয়
বাড়বে
iii) কম্পিউটার গেমখেলার
এক্সপার্ট বাড়বে
নিচের কোনটি সঠিক?
i, ii √
i, iii
ii, iii
i, ii
৭। ইন্টারনেটে কোনো তথ্য
দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কী?
ফেসবুক
ই-মেইল
টুইটার
সার্চ ইঞ্জিন √
৮। কিন্ডল কী?
ভাইরাস
এন্টিভাইরাস
ই-বুক রিডার √
কম্পিউটার গেম
৯। ইন্টারনেটে কোনো ঘটনার
ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলে?
লাইভ ভিডিও
লাইভ ব্রডকাস্ট
ভিডিও স্টিমিং √
লাইভ টেলিকাস্ট
১০। Band-width কী?
ডেটা পরিমাণ
তথ্য ডাউনলোডের উপায়
ডেটাপ্রবাহের গতি √
স্টোরেজ
১১। ওয়েবিনার কী?
Web basic seminar
Web based seminar √
Web basical seminar
Web basic smarter
১২। মুদ্রিত বইয়ের মতো ই-বুকগুলো
কোন ফরমেটে প্রকাশিত হয়?
Epub
PDF √
HTML
APPS
১৩। কোনটিতে ত্রিমাত্রিক
ছবিযুক্ত থাকে?
ই-বুক √
ই-পাব
চৌকস ই-বুক
আই বুক
১৪। ল্যাপটপ ও স্মার্টফোনের
মাঝামাঝি যন্ত্রের নাম কী?
CD-Rom
ট্যাবলেট √
PDF
আইফোন
১৫। ভিডিও যুক্ত করা যায়
কোন ই-বুকে?
ইনফো-গ্রাফিক্স
মুদ্রিত বইয়ের ই-বুকে
ওয়েবিনায়েতে
চৌকস ই-বুকে √
১৬। কোথায় বিনামূল্যে বই
পাওয়া যায়?
দোকানে
লাইব্রেরিতে
ইন্টারনেটে
স্কুলে √
১৭। E-Learning কোনটির সাথে
সম্পর্কযুক্ত?
মোবাইল
অ্যাপস
ইন্টারনেট √
ই-পাব
১৮। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির
জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?
শেইপ
বুলেট
ক্লিপ আর্ট
ফন্ট √
১৯। স্পেডশিটে গুণ করার সূত্র
কোনটি?
A1/B1
A1⤫B1
A1⧵B1
A1*B1 √
২০। লেখালেখির জন্য
Computer এ কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
MS Access
MS Excel
MS word √
MS Power point
২১। চিঠিপত্র লেখার জন্য
উপযুক্ত প্রোগ্রাম কোনটি?
MS Access
MS word √
MS Excel
MS Power point
২২। নতুন প্যারাগ্রাফ তৈরী
করতে কীবোর্ডের কোন কী চাপতে হবে?
শিফট কী
কন্ট্রোল কী
এন্টার কী √
ডাউন এরো কী
২৩। সারি ও কলামের সমন্বয়ে
কী তৈরী হয়?
সেল √
সেলপয়েন্টার
রো
কলাম
নিচের উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট
প্রশ্নগুলোর উত্তর দাও। আকাশ Computer এর মাধ্যমে লেখালেখি করে থাকে। লেখার বানান ভুল
করার পরও সে দেখতে পেল তার বানান স্বয়ংক্রিয়ভাবে সঠিক হয়ে গেছে।
২৪। আকাশ তার লেখালেখির কাজে
কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
ওয়ার্ড প্রসেসর √
স্প্রেডশিট
গ্রাফিক্স
ডেটাবেজ
২৫। উদ্দীপকে আকাশের লেখার
বানান সংশোধন করা হয়েছে কীসের মাধ্যমে?
প্রুফরিডার
স্প্রেডশিট
স্পেলচেকার √
উইকিপিডিয়া ।
No comments:
Post a Comment