*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

তুই বিনা নালিশের জায়গাও নাই।

 

ওরে দয়াল একি তোমার ওরে নিঠুর খেলা

আমি কার কাছে বিচার চাই

ভবে তুই বিনে নালিশের জায়গাও নাই

ও দয়াল মুর্শিদও ভবে তুই বিনা নালিশের জায়গাও নাই।

রাস্তায় যেমন পাগল ঘোরেরে বান্ধব আমার দশাও তাই

হায়রে রাস্তায় যেমন পাগল ঘোরেরে দয়াল আমার দশাও তাই

ভবে এ মতো ঘোরাবি কত জনমের মতো বিদায় চাই

দয়াল জনমের মতো বিদায় চাই। আর আমার নালিশের জায়গাও নাই।

দয়াল মুর্শিদও ভবে তুই বিনা নালিশের জায়গাও নাই।

বটবৃক্ষের ছায়া দেখেরে দয়াল দৌড়াইয়ে যাই

হায়রে বটবৃক্ষের ছায়া দেখেরে মুর্শিদ দৌড়াইয়ে যাই

সেও আমায় দিলো না ছায়া মুর্শিদও

দয়াল সেও আমায় দিলো না ছায়া

কোথায় গিয়ে আমার প্রাণ জুড়াইরে

দয়াল কোথায় গিয়ে আমার প্রাণ জুড়াই ।

আর আমার নালিশের জায়গাও নাই

দয়াল মুর্শিদও আর আমার নালিশের জায়গাও নাই।

আরে মায়ের কোলে ছেলে কান্দে যেমন আমার দশাও তাই।

হায়রে মায়ের কোলে ছেলে কান্দে যেমন আমার দশাও তাই।

এ মতো কান্দাবি কত তোমার কাছে আমি ক্ষমা চাই।

দয়াল তোমার কাছে আমি ক্ষমা চাই। আর আমার নালিশের জায়গাও নাই।

দয়াল মুর্শিদও আর আমার নালিশের জায়গাও নাই।

কমল বলে পারের ঘাটে যেন তোমার দেখা পাই

হায়রে কমল বলে পারে ঘাটেরে যেন মুর্শিদ তোমার দেখা পাই।

অকুলে ভাসাইলাম তরি, দয়াল ও

দয়াল অকুলে ভাসাইলাম তরি

পার করিয়া নিও মালেকসাই আমায় পার করিয়া দিয়ো দয়ালসাই। আর আমার নালিশের জায়গাও নাই।

দয়াল মুর্শিদও আর আমার নালিশের জায়গাও নাই।

দয়াল এ কি তোমার নিঠুর খেলা এই কি তোমার নিঠুর খেলা?

কার কাছে এর বিচার চাই? ভবে তুই বিনা নালিশের জায়গাও নাই।

ও দয়াল মুর্শিদও ভবে তুই নালিশের জায়গাও নাই।

তুই নালিশের জায়গাও নাই।

 

No comments:

Post a Comment