*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

BCS Preliminary Model Test 02

title

BCS Preliminary Model Test 02

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. 'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?



2. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?



3. পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন---



4. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ?



5. 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন



6. 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন-



7. 'অনীক' শব্দের অর্থ-



8. জ্যোৎস্নারাত কোন সমাসের দ্রষ্টান্ত ?



9. ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি?



10. 'বাগড়ম্বর'শব্দের সন্ধি-বিচ্ছেদ-



11. ‘'চাচা কাহিনী''র লেখক কে?



12. ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?



13. তৎসম শব্দের ব্যবহার কোন্ রীতিতে বেশি হয়?



14. বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?



15. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?



16. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?



17. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?



18. 'দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?



19. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?



20. ''একাত্তরের দিনগুলি'' কি ধরনের গ্রন্থ?



21. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ?



22. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?



23. 'আমি কিংবদন্তির কথা বলছি’-এর রচয়িতা কে?



24. 'জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না..........।



25. বাংলা সাহিত্যর প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?



26. কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে ওঠেছে ?



27. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?



28. ''শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোট খাট বর্গির উপদ্রব বলিলেই হয়।''রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?



29. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?



30. পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তর রচয়িতা................?



31. এ মাটি সোনার বাড়া’এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?



32. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?



33. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?



34. গ্রীক শব্দ কোনটি?



35. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে?



36. 'Botany' is to 'plants' as 'Zoology' is to-.



37. When one is 'pragmatic' he is being-



38. "Into the __ of death rode the six hundred."



39. "To be or not to be, that is the__".



40. "I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal"



41. Who wrote the two famous novels , 'David Copperfiled' and 'The Tale Of Tow Cities'



42. He said that he __ be unable to come.



43. 'Sky' is to 'bird as water is to-'



44. Your conduct admits __ no excuse.



45. Which of the following integers has the most divisors?



46. Succssive discount of 20% and 15% are equal to a single discount of-



47. Choose the correctly spelt word:-



48. The horror movie scared them out of their-



49. "I know him." Change the voice form



50. To put the cart before the horse-----



51. To read between the lines----



52. choose the one that best expresses the meaning of the given word AMICABLE



53. Each of the following idioms is followed by some alternatives. choose the one which best expresses its meaning:-To keep one's head-



54. Rishan walks as if he---lame.



55. Choose the correctly spelt word:-



56. In each of the following questions, choose the word opposite in meaning to the given word:- Equity



57. In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given word/sentence:- A formal composition or speech expressing high praise of somebody-



58. He is quite _ in dealing with people.



59. They suffered much _ tornado had hit their village.



60. Which living in poverty, the poet had to _ a great deal of sufferings



61. Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair--- HEART:HUMAN



62. Antonym: "Menacing"__



63. The idiom ‘put up with’ means –



64. "Pass away" means



65. "We were no more surprised than Rahman."



66. A bird in hand is worth two in the bush.



67. The sentence : Who would have thought Shylock was so unkind " express_



68. To 'raise ones brows' indicate_



69. Travellers____their reservation well in advance if they want to visit the St. Martins island.



70. After food has been dried or canned ___ for laterconsumption.



71. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?



72. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?



73. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?



74. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?



75. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?



76. ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?



77. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?



78. বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?



79. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?



80. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?



81. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?



82. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়?



83. বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?



84. ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?



85. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ- এর দীক্ষাগুরু কে ছিলেন?



86. প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?



87. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?



88. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?



89. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?



90. ‘বর্নালী’ এবং ‘শুভ্র’ কী?



91. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?



92. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?



93. জীবন ঢুলী কি ?



94. বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গিয়েছে?



95. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?



96. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-



97. পূর্বাশা দ্বীপের অপর নাম –



98. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?



99. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -



100. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-



101. পবিত্র ভূমি কোনটিকে বলা হয়?



102. আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা-



103. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?



104. নামিবিয়ার রাজধানী-



105. মালদ্বীপের মুদ্রার নাম কি?



106. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ



107. IAEA –এর সদর দপ্তর হচ্ছেঃ



108. সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ



109. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?



110. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোণ দেশটি সমুদ্রের গভীরে বৈঠক করেন?



111. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর পূর্ব পশ্চিমে দ্বন্দ্বের ফলে সৃষ্ট অর্থনৈতিক জোটের নাম কি ছিল -



112. ব্রিকসের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় -



113. বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোডের ”প্রবক্তা -



114. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে –



115. ‘WIPO’ এর সদর দপ্তর –



116. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম -



117. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল -



118. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত -



119. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?



120. IMF এর সদর দপ্তর কোথায়?



121. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?



122. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ-



123. সাধারণত ড্রাইসেলের ইলেক্ট্রোড হিসেবে রয়েছে-



124. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা-



125. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল -



126. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?



127. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে -



128. সঙ্কর ধাতু পিতলের উপাদান



129. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারন-



130. নবায়নযোগ্য শক্তির উৎস –



131. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ



132. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?



133. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়?



134. মাছ অক্সিজেন নেয়-



135. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনা যা রাসয়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয়-



136. সমুদ্র স্রোতের অন্যতম কারণ-



137. a-{a-(a+1)}=কত?



138. ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?



139. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের গড় ৫২ এবং শেষের ৫ টার গড় ৩৮ ।পঞ্চম গড়টি কত?



140. ২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে?



141. ত্রিভুজের একটি কোন উহার অপর দুটি কোনের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-



142. এক মিটার সমান কত ইঞ্চি?



143. (x+3)(x-3)কে x2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?



144. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?



145. যদি a3 - b3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত



146. নিচের কোন মেমোরীটি Non-volatile?



147. নিচের কোনটি 3G Language নয়? -



148. নিচের কোন উক্তিটি সঠিক?



149. wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?



150. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?



151. (1011)2 + (0101)2 =?



152. WiMAX এর পূর্ণরূপ কি?



153. Boolean Algebra- এর নিচের কোনটি সঠিক?



154. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর-



155. Mobile Phone- এর কোনটি input device- নয়?



156. নিচের কোনটি ডাটাবেজ Language?



157. LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?



158. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?



159. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?



160. Plotter কোন ধরনের ডিভাইস?



161. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)



162. 12টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?



163. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?



164. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?



165. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে



166. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত?



167. 1+3+5+ -------+ (2x-1) কত?



168. log√381 কত?



169. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত?



170. দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?



171. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?



172. ত্রিভুজ ABC এ <A=400 , <B=700 হলে, ABC কি ধরনের ত্রিভুজ?



173. x2 + y2 = 185, x-y= 3 এর একটি সমাধান হলঃ



174. a- [a-{a-( a-(a-1))}] = কত?



175. x-1/x = 1 হলে x3- 1/x3 এর মান কত?



176. জঙ্গিবাদ সৃষ্টির মূল কারণ হলো-



177. আমেরিকান টুইন টাওয়ার ধ্বংসের কারণ কী?



178. বাংলাদেশের রমনার বটমূলে বোমা হামলার সাথে কারা জড়িত?



179. সমাজকর্ম কী নির্দেশিত সাহায্যকারী পেশা?



180. সুশাসন প্রতিষ্ঠায় কোনটির ভূমিকা ব্যাপক?



181. দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়?



182. ধর্মীয় দর্শন কিসের ভিত্তি?



183. মানবজীবনের পরিপ্রেক্ষিতে আইনের পাশাপাশি কোনটির অবস্থান পরিলক্ষিত হয়?



184. বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন ধরনের মূল্যবোধ?



185. মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়?



186. সঠিক বানান কোনটি?



187. আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?



188. ২ এর কত শতাংশ ৮ হবে?



189. প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে? ৩,১০,৯,৮,২৭,৬,৮১,৪,২৪৩, (?)



190. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?



191. আপনার ঊর্দ্বতন কর্মকর্তা আপনাকে প্রকাশ্যে সবার সামনে আপনার একটি ভুলের জন্য খুব তিরস্কার করলেন। যদিও আপনি সে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন । আপনি তখন কি করবেন?



192. আপনার পছন্দের একটি টেলিভিশন প্রোগ্রামের সময় পরিবারের অন্য সদস্যরা একটি বিশেষ টিভি প্রোগ্রাম দেখতে আগ্রহী, আপনি তখন কি করবেন?



193. আপনার সহকর্মীরা আপনাদের একজন বিদায়ী কর্মকর্তাকে দামী উপহার দেয়ার জন্য টাকা তুলেছে যাকে আপনি মোটেই পছন্দ করেন না। আপনি তখন কি করবেন?



194. কয়েকজন বয়ঃপ্রাপ্ত পুরুষ ও নারী নোংরা (যৌনসংক্রান্ত) গল্প করছে । আপনি এ ধরনের কাজকে সম্মানজনক মনে করেন না । এ অবস্থায় আপনি কি করবেন?



195. আপনার প্রতিবেশী দুটি ছেলেকে আপনি একটি দোকানে চুরি করতে দেখলেন । আপনি তখন কি করবেন?



196. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?



197. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তমানের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?



198. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?



199. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?



200. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-



No comments:

Post a Comment