BCS Preliminary Model Test 02
title
BCS Preliminary Model Test 02
নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।
1. 'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ব+ন্+ধ+ন্
বন্+ধন্
ব+ন্ধ+ন
বান্+ধন্
2. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
৭টি
৯টি
১০টি
৮টি
3. পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন---
মুকুন্দরাম চক্রবর্তী
সৈয়দ শামসুল হক
শামসুর রাহমান
উপরের কোনটি সঠিক নয়
4. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ?
১৮৪৭-১৯১১
১৮৫২-১৯১২
১৮৫৭-১৯১১
১৮৪৭-১৯১২
5. 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন
ছোটগল্প
গ্রাম্যগীতিকা
রুপকথা
রুপকথা-উপকথা
6. 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন-
সঞ্জয় ভট্রাচার্য
মুন্সী মেহেরুল্লা
কামিনী রায়
মোজাম্মেল হক
7. 'অনীক' শব্দের অর্থ-
যুদ্ধক্ষেএ
সৈনিক
সমুদ্র
সূর্য
8. জ্যোৎস্নারাত কোন সমাসের দ্রষ্টান্ত ?
ষষ্ঠী তৎপুরুষ
মধ্যপদলোপী কর্মধারয়
পঞ্চমী তৎপুরুষ
উপমান কর্মধারয়
9. ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি?
ষড়ু+ঋতু
ষট+ঋতু
ষট্+ঋতু
ষড়+ঋতু
10. 'বাগড়ম্বর'শব্দের সন্ধি-বিচ্ছেদ-
বাগ্+অম্বর
বাক্+অম্বর
বাক্+আড়ম্বর
বাগ্+আড়ম্বর
11. ‘'চাচা কাহিনী''র লেখক কে?
শওকত ওসমান
ফররুখ আহমদ
সৈয়দ মুজতবা আলী
ফররুখ আহমদ
12. ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?
বডু চণ্ডীদাস
দীন চণ্ডীদাস
জ্ঞানদাস
দীজ চণ্ডীদাস
13. তৎসম শব্দের ব্যবহার কোন্ রীতিতে বেশি হয়?
চলতি রীতি
সাধু রীতি
মিশ্র রীতি
আঞ্চলিক রীতি
14. বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
বঙ্গদর্শন
কল্লোল
সবুজপত্র
কালিকলম
15. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
বিদ্রোহী
প্রলয়োল্লাস
ধূমকেতু
অগ্রপথিক
16. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?
মোতাহের হোসেন
ইসমাইল হোসেন সিরাজী
মীর মশাররফ হোসেন
ফররুখ আহমদ
17. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
কবিতার কথা
ধূসর পান্ডুলিপি
ঝরা পালকের কবি
দুর্দিনের যাত্রী
18. 'দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?
কিঞ্চিত জলযোগ
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
বিয়ে পাগলা বুড়ো
কল্কি অবতার
19. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
১৩টি
১২টি
১১টি
১০টি
20. ''একাত্তরের দিনগুলি'' কি ধরনের গ্রন্থ?
স্মৃতিকথা
দিনলিপি
প্রবন্ধ
উপন্যাস
21. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ?
চিলেকোঠার সেপাই
আরেক ফাল্গুন
অগ্নিসাক্ষী
অনেক সূর্যের আশা
22. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?
বনী আদম
জননী
চৌরসন্ধি
ক্রীতদাসের হাসি
23. 'আমি কিংবদন্তির কথা বলছি’-এর রচয়িতা কে?
আহসান হাবীব
ফররুখ আহম্মদ
আবু জাফর ওবায়দুল্লাহ
সিকান্দার আবু জাফর
24. 'জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না..........।
বঙ্কিমচন্দ্র
সৈয়দ মুজতবা আলি
প্রমথনাথবিশী
প্রমথ চৌধুরী
25. বাংলা সাহিত্যর প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
বাঙলা সাহিত্যের ইতিহাস
বঙ্গভাষা ও সাহিত্য
বাংলা সাহিত্যের কথা
বাংলা সাহিত্যের রূপকথা
26. কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে ওঠেছে ?
নেগ্রিটো
ভোটচীন
দ্রাবিড়
অস্ট্রিক
27. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
নবশক্তি
ক্রান্তি
পরিচয়
অরনি
28. ''শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোট খাট বর্গির উপদ্রব বলিলেই হয়।''রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
সংলাপ
একরাত্রি
শুভা
সমাপ্তি
29. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
তারাচরণ সিকদার
জোতিন্দ্রনাথ ঠাকুর
দীন বন্ধু মিত্র
মধুসুদন দত্ত
30. পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তর রচয়িতা................?
কৃষ্ঞচন্দ্র মজুমদার
মদনমোহন তর্কালংকার
বিহারী লাল
রাম নারায়ন তর্করত্ন
31. এ মাটি সোনার বাড়া’এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
বিশেষনের অতিশায়ন
রূপবাচক বিশেষন
উপাদান বাচক বিশেষন
বিধেয় বিশেষন
32. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
প্রলয়োল্লাস
আনন্দময়ীর আগমনে
বিদ্রোহী
নারী
33. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
আলেয়া
মৃত্যুক্ষুধা
ঝিলিমিলি
মধুবালা
34. গ্রীক শব্দ কোনটি?
দাম
কুশন
লুঙ্গি
তুফান
35. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে?
কুড়ি
একুশ
উনিশ
বাইশ
36. 'Botany' is to 'plants' as 'Zoology' is to-.
dear
animals
trees
Flowers
37. When one is 'pragmatic' he is being-
fussy
Wasteful
productive
practical
38. "Into the __ of death rode the six hundred."
City
tunnel
valley
road
39. "To be or not to be, that is the__".
question
answer
Meaning
isssue
40. "I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal"
dream
hope
Desire
wish
41. Who wrote the two famous novels , 'David Copperfiled' and 'The Tale Of Tow Cities'
George Eliot
Charles Dickens
Janne Austen
Thomas Hardy
42. He said that he __ be unable to come.
will
shall
should
would
43. 'Sky' is to 'bird as water is to-'
feather
fish
boat
lotus
44. Your conduct admits __ no excuse.
of
for
To
at
45. Which of the following integers has the most divisors?
88
91
95
99
46. Succssive discount of 20% and 15% are equal to a single discount of-
34%
32%
30%
35%
47. Choose the correctly spelt word:-
Supercede
Supersede
Superseed
Superceed
48. The horror movie scared them out of their-
seats
lives
Wits
funds
49. "I know him." Change the voice form
He has been known by me
He was known to me
He is known to me
He is known by me
50. To put the cart before the horse-----
to reverse the natural order of things
to raise obstacle
to force a person to do something
to offer a person what he cannot eat
51. To read between the lines----
to concentrate
to suspect
to read carefully
to grasp the hidden meaning
52. choose the one that best expresses the meaning of the given word AMICABLE
Interesting
Loving
Affectionate
Friendly
53. Each of the following idioms is followed by some alternatives. choose the one which best expresses its meaning:-To keep one's head-
to save oneself
to be self respectful
to keep calm
none of these
54. Rishan walks as if he---lame.
had been
has
were
Is
55. Choose the correctly spelt word:-
leisure
Liesure
leasure
lesiure
56. In each of the following questions, choose the word opposite in meaning to the given word:- Equity
Integrity
Bias
Justice
Uprightness
57. In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given word/sentence:- A formal composition or speech expressing high praise of somebody-
eulogy
elegy
caricature
exaggeration
58. He is quite _ in dealing with people.
imprudent
diplomatic
unsubtle
impolite
59. They suffered much _ tornado had hit their village.
until
as if
let alone
since
60. Which living in poverty, the poet had to _ a great deal of sufferings
see through
put up with
pass by
fall back
61. Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair--- HEART:HUMAN
Wall:brick
Hand:child
Kitchen:house
Engine: car
62. Antonym: "Menacing"__
encouraging
promising
auspicious
alarming
63. The idiom ‘put up with’ means –
stay together
tolerate
keep trust
protect
64. "Pass away" means
die
disappear
erase
fall
65. "We were no more surprised than Rahman."
We were all surprised
We were less surprise than Rahman
Rahman was less surprised than us
We were as surprised as Rahman.
66. A bird in hand is worth two in the bush.
The seen is better than the unseen
Take what you have readily available rather than expecting better in the future
Promises are better than actuals
It is no good beating about the bush.
67. The sentence : Who would have thought Shylock was so unkind " express_
hyperbole
interrogation
command
wonder
68. To 'raise ones brows' indicate_
surprise
annoyance
disapproval
indifference
69. Travellers____their reservation well in advance if they want to visit the St. Martins island.
had better to to get
had better get
had to better get
had better got
70. After food has been dried or canned ___ for laterconsumption.
it should be stored
that it should be stored
should be stored
which should be stored
71. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
১৯৭৪ সাল
১৯৭৩ সাল
১৯৭২ সাল
১৯৭৭ সাল
72. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
খিয়াং
পাঙন
মারামা
রাখাইন
73. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
ঈশা খান
শায়েস্তা খান
ইসলাম খান
পরিবিবি
74. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
২৫ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১
১৪ ডিসেম্বর ১৯৭১
75. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
১৭টি
২০টি
১৯টি
৬৪টি
76. ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
সিলেট
মোউলভীবাজার
রাঙামাটি
বান্দরবন
77. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
ঈশ্বরদী, পাবনা
লালপুর, নাটোর
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
পুটিয়া, রাজশাহী
78. বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?
২৬ মার্চ ১৯৭১
১৭ জানুয়ারী ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭১
২১ ফেব্রুয়ারী ১৯৭২
79. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
পরিকল্পনা মন্ত্রী
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
স্পীকার
80. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?
গম
পাট
ধান
কলা
81. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
বঙ্গোপসাগরে
মেঘনার মোহনায়
যমুনা নদীতে
সন্দীপ চেনেল
82. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়?
পঞ্চাশ দশক
ষাট দশক
সত্তর দশক
আশির দশক
83. বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
১১৫
১১০
১১৭
১২০
84. ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
সেন্টমার্টিন
চর আলেকজান্ডার
রাঙ্গাবালি
ছেড়াদ্বীপ
85. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ- এর দীক্ষাগুরু কে ছিলেন?
মেগাস্থিনিস
মাহুয়ান
অতীশ দিপঙ্কর
শিলভদ্র
86. প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
রাঙ্গামাটি
বান্দরবান
খাগড়াছড়ি
সিলেট
87. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
৪৫০০
৫৬০০
৪৫৫০
৪৬০০
88. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
নালন্দা বিহার
গোসিপো বিহার
আনন্দ বিহার
সোমপুর বিহার
89. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জেনারেল এম.এ জি ওসমানী
কর্নেল শফিউল্লাহ
মেজর জিয়াউর রহমান
90. ‘বর্নালী’ এবং ‘শুভ্র’ কী?
উন্নত জাতের গম
উন্নত জাতের ভুট্টা
উন্নত জাতের আম
উন্নত জাতের চাল
91. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
৯১ বর্গ কিলোমিটার
৭ বর্গ কিলোমিটার
৯ বর্গ কিলোমিটার
৮ বর্গ কিলোমিটার
92. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
আনিসুর রহমান
এস.এ করিম
কামাল হোসেন
নুরুল ইসলাম
93. জীবন ঢুলী কি ?
একটি উপন্যাস
একটি চলচ্চিত্রের নাম
কাব্যগ্রন্থ
আত্মজীবনী
94. বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গিয়েছে?
বিজয়পুর
রানীগঞ্জ
টেকেরহাট
বাগলীবাজার
95. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
দুটি কৃষি সংস্থায়ের নাম
উন্নত জাতের গম শস্য
দুটি কৃষি যন্ত্রপাতির নাম
কৃষি খামারের নাম
96. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ এফ রহমান
ড.মাহমুদ হাসান
ড.রমেশচনদ্র মজুমদার
97. পূর্বাশা দ্বীপের অপর নাম –
দক্ষিণ তালপট্টি
সন্দ্বীপ
নিঝুম দ্বীপ
কুতুবদিয়া
98. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?
জগদ্দল বিহার
ধর্মপাল বিহার
সোমপুর বিহার
শ্রী বিহার
99. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
১৭ এপ্রিল ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১০ জানুয়ারি ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
100. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
৭ই মার্চ ১৯৭২
১৬ই ডিসেম্বর ১৯৭২
২৬শে মার্চ ১৯৭৩
১৭ই এপ্রিল ১৯৭১
101. পবিত্র ভূমি কোনটিকে বলা হয়?
প্যালেস্টাইন
জেরুজালেম
জেদ্দা
তাইফ
102. আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা-
Baden Powel
Paul Haris
H. Wilson
W. Wilson
103. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ওমান
কাতার
ইয়েমেন
ইরাক
104. নামিবিয়ার রাজধানী-
প্রটোরিয়া
কারাভূ
উইন্ডহুক
কোটাভি
105. মালদ্বীপের মুদ্রার নাম কি?
রুপাইয়া
পাউন্ড
ডলার
রুপী
106. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ
ভিয়েনা
জেনেভা
প্যারিস
লন্ডন
107. IAEA –এর সদর দপ্তর হচ্ছেঃ
জেনেভা
ভিয়েনা
ওয়াশিংটন
প্যারিস
108. সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ
১৯৮৩
১৯৮৪
১৯৮২
১৯৮৫
109. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫
১৯৪১
১৯৪৮
১৯৪৯
110. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোণ দেশটি সমুদ্রের গভীরে বৈঠক করেন?
ফিজি
পাপুয়া নিউগিনি
মালদ্বীপ
গোয়াম
111. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর পূর্ব পশ্চিমে দ্বন্দ্বের ফলে সৃষ্ট অর্থনৈতিক জোটের নাম কি ছিল -
কমেকন
কমিনফর্ম
কমিন্টারন
কোনটি নয়
112. ব্রিকসের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় -
দক্ষিন আফ্রিকা
রাশিয়া
ভারত
ব্রাজিল
113. বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোডের ”প্রবক্তা -
জাপান
আফগানিস্তান
চীন
ভারত
114. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে –
১১ ফেব্রুয়ারি
২৩ অক্টোবর
২৯ জুন
৪ অক্টোবর
115. ‘WIPO’ এর সদর দপ্তর –
ব্রাসেলস
জেনেভা
লন্ডন
প্যারিস
116. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম -
মবুতু
শোম্বে
কাশাভুবু
প্যাট্রিক লুমুম্বা
117. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল -
১৯৪৫ সালের মে মাসে
১৯৪৫ সালের আগষ্ট মাসে
১৯৪৪ সালের সেপ্টম্বর মাসে
১৯৪৪ সালের আগষ্ট মাসে
118. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত -
মক্কা
দামেস্ক
রিয়াদ
জেদ্দা
119. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
ট্রাইগভে লাই
উ থান্ট
কুর্টওয়ান্ডহইম
পেরেজ দ্য কুয়েলার
120. IMF এর সদর দপ্তর কোথায়?
জেনেভা
নিউইয়র্ক
ওয়াশিংটন ডিসি
হেগ
121. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
পেট্রোল
কয়লা
প্রাকৃতিক গ্যাস
সৌর শক্তি
122. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ-
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
এতে বিদুৎতের অপচয় কম হয়
প্রয়োজনমত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
123. সাধারণত ড্রাইসেলের ইলেক্ট্রোড হিসেবে রয়েছে-
তামার পাত ও দস্তার পাত
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার পাত
124. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা-
বিদ্যুৎ শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তরিত করে
তাপ শক্তিকে তড়িৎশক্তিতে রুপান্তরিত করে
বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত করে
125. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল -
লাল, আসমানী, সবুজ
হলুদ, সবুজ , নীল
লাল, কমলা , বেগুণী
লাল, হলুদ, সবুজ
126. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
আয়োডিন
লৌহ
ভিটামিন
ক্যালসিয়াম
127. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে -
ইউরিয়া ও গ্লুকোজ
অক্সিজেন ও রক্তের আমিষ
অক্সিজেন ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
128. সঙ্কর ধাতু পিতলের উপাদান
তামা ও দস্তা
তামা ও টিন
তামা ও সীসা
তামা ও নিকেল
129. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারন-
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
130. নবায়নযোগ্য শক্তির উৎস –
প্রাকৃতিক গ্যাস
পেট্রল
পীট কয়লা
সূর্যরশ্মি
131. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ
এদের মূলে অনেক বায়ুকুঠুরী আছে
এদের কান্ড পাতার তুলনায় হালকা
এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
কোনটিই নয়
132. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
মহাকর্ষণ বলের জন্য
মধ্যাকর্ষণ বলের জন্য
আমরা স্থির থাকার জন্য
133. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়?
প্রত্যয়ন বায়ু
নিয়ত বায়ু
মৌসুমি বায়ু
আয়ন বায়ু
134. মাছ অক্সিজেন নেয়-
পটকার মাধ্যমে জমানো বাতাস হতে
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
পানির অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
মাঝে মাঝে পানির উপর নাক তুলে
135. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনা যা রাসয়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয়-
প্রভাবক
পরমানু
অনু
যৌগিক পদার্থ
136. সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
বায়ু প্রবাহের প্রভাব
সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
সমুদ্রের ঘূনিঝড়
137. a-{a-(a+1)}=কত?
a-1
a+1
1
a
138. ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
২৫.৫০ টাকা
২৭ টাকা
২৫.৯৩ টাকা
৪০ টাকা
139. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের গড় ৫২ এবং শেষের ৫ টার গড় ৩৮ ।পঞ্চম গড়টি কত?
৬৪
৬০
৬২
৫০
140. ২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে?
23০
20০
22.5০
23.5০
141. ত্রিভুজের একটি কোন উহার অপর দুটি কোনের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-
সমবাহু
স্থুলকোণী
সমকোনী
সূক্ষ্মকোণী
142. এক মিটার সমান কত ইঞ্চি?
৩৭.৩৯ ইঞ্চি
৩৯.৩৭ ইঞ্চি
৩৯.৪৭ ইঞ্চি
৩৯.৫৫ ইঞ্চি
143. (x+3)(x-3)কে x2 -6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
3
6
-6
-3
144. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
n/√2-1
n+√2
√2n
√2(n+1)
145. যদি a3 - b3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত
35
45
55
54
146. নিচের কোন মেমোরীটি Non-volatile?
DRAM
ROM
SRAM
উপরের সবগুলোই
147. নিচের কোনটি 3G Language নয়? -
Machine Language
C
Java
None
148. নিচের কোন উক্তিটি সঠিক?
১ কিলোবাইট = ১০০০ বাইট
১ মেগাবাইট = ১০২৪ বাইট
১ কিলোবাইট = ১০২৪ বাইট
১ মেগাবাইট = ১০০০ বাইট
149. wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
IEEE 804.11
IEEE 803.11
IEEE 806.11
IEEE 802.11
150. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
WAN
TV রিমোট কন্ট্রোল
Satellite Communication
MAN
151. (1011)2 + (0101)2 =?
(1100)2
(11000)2
(01100)2
কোনটিই নয়
152. WiMAX এর পূর্ণরূপ কি?
Worldwide Interoperability for Microwave Access
Worldwide Internet for Microwave Access
worldwide Interconnection for Microwave access
কোনটিই নয়
153. Boolean Algebra- এর নিচের কোনটি সঠিক?
A + A = 2A
A.A = 1
A + Ā = 1
উপরের কোনটিই নয়
154. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর-
16
8
32
উপরের কোনটিই নয়
155. Mobile Phone- এর কোনটি input device- নয়?
Power Supply
Touch Screen
Keypad
Camera
156. নিচের কোনটি ডাটাবেজ Language?
C
MS-Word
Oracle
কোনটি নয়
157. LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
এটি একটি বিজনেস অরিয়েন্টেন্ড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
২০০৬ সালের এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
উপরের সবগুলোই
158. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
কোনটি নয়
159. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
RAM
Hard Disk
Pen drive
কোনটিই নয়
160. Plotter কোন ধরনের ডিভাইস?
মেমোরী
ইনপুট
আউটপুট
উপরের কোনটিই নয়
161. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)
3
7
6
8
162. 12টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
224
120
792
252
163. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি
না হওয়ার সম্ভাবনা কত?
1
5/7
2/7
1/7
164. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
৪২ টাকা
১২ টাকা
১৪ টাকা
১০৫ টাকা
165. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে
১৬%
২০%
২৫%
২৪%
166. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত?
৭৮০
২৬০
১৩০
৪৯০
167. 1+3+5+ -------+ (2x-1) কত?
x(x-1)
x(x+1) /2
x(x+1)
x2
168. log√3 81 কত?
8
4
27√3
1/8
169. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত?
1
0
-1
4
170. দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?
৪
০
৮
১৬
171. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
24
32
8
16
172. ত্রিভুজ ABC এ <A=400 , <B=700 হলে, ABC কি ধরনের ত্রিভুজ?
স্থলকোণী
সমদ্বিবাহু
সমকোণী
সমবাহু
173. x2 + y2 = 185, x-y= 3 এর একটি সমাধান হলঃ
(11,8)
(2,7)
(9,6)
(7,4)
174. a- [a-{a-( a-(a-1))}] = কত?
1
-1
a+1
a-1
175. x-1 /x = 1 হলে x3 -
1 /x 3 এর মান কত?
1
2
4
3
176. জঙ্গিবাদ সৃষ্টির মূল কারণ হলো-
গোষ্টীগত দ্বন্দ্ব
কারও প্রতি প্রতিহিংসা
রাষ্ট্রীয় ক্ষমতা দখল
নতুন ধারণা সৃষ্টি
177. আমেরিকান টুইন টাওয়ার ধ্বংসের কারণ কী?
বিদেশী ষড়যন্ত্র
শত্রুতা
সাম্প্রদায়িক দাঙ্গা
জঙ্গিবাদ
178. বাংলাদেশের রমনার বটমূলে বোমা হামলার সাথে কারা জড়িত?
রাজনৈতিক নেতা
সাধারণ মানুষ
জঙ্গিরা
সন্ত্রাসী গ্রুপ
179. সমাজকর্ম কী নির্দেশিত সাহায্যকারী পেশা?
মূল্যবোধ
নীতি
আদর্শ
সেবা
180. সুশাসন প্রতিষ্ঠায় কোনটির ভূমিকা ব্যাপক?
মূল্যবোধ
নাগরিক
ধর্ম
সংস্কৃতি
181. দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়?
ধর্ম শাস্ত্রের মাধ্যমে
কাজ ও আচরণের মাধ্যমে
ঈশ্বরের মাধ্যমে
দেবতাদের মাধ্যমে
182. ধর্মীয় দর্শন কিসের ভিত্তি?
সমাজকর্মীর মূল্যবোধের ভিত্তি
বিশেষ মূল্যবোধের ভিত্তি
সমাজকর্মের মূল্যবোধের ভিত্তি
সামাজিক মূল্যবোধের ভিত্তি
183. মানবজীবনের পরিপ্রেক্ষিতে আইনের পাশাপাশি কোনটির অবস্থান পরিলক্ষিত হয়?
নৈতিকতা
মূল্যবোধ
পরিবর্তন
স্পষ্টতা
184. বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন ধরনের মূল্যবোধ?
পারিবারিক
ব্যক্তিগত
পেশাগত
সামাজিক
185. মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়?
বস্তুগত
চূড়ান্ত
আপেক্ষিক
বিমূর্ত
186. সঠিক বানান কোনটি?
কূসংস্কার
কুসংকার
কূসংষ্কার
কূশংষ্কার
187. আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
২ ফুট
৩ ফুট
৪ ফুট
৫ ফুট
188. ২ এর কত শতাংশ ৮ হবে?
২০০
৪০০
৩৪৫
৩০০
189. প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে? ৩,১০,৯,৮,২৭,৬,৮১,৪,২৪৩, (?)
১২
৪
২
১৫
190. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
NOON
SOS
OTTO
OPT
191. আপনার ঊর্দ্বতন কর্মকর্তা আপনাকে প্রকাশ্যে সবার সামনে আপনার একটি ভুলের জন্য খুব তিরস্কার করলেন। যদিও আপনি সে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন । আপনি তখন কি করবেন?
তাঁকে নিভৃতে তিরস্কার করার জন্য বলবেন।
শুনার ভান করবেন কিন্তু শুনবেন না ।
অসুখের কথা বলে কেটে পড়বেন ।
তাঁকে বলবেন অনেকেই একই ভুল করেছে ।
192. আপনার পছন্দের একটি টেলিভিশন প্রোগ্রামের সময় পরিবারের অন্য সদস্যরা একটি বিশেষ টিভি প্রোগ্রাম দেখতে আগ্রহী, আপনি তখন কি করবেন?
কাজের অজুহাতে রাত কাটাবার জন্য বাইরে চলে যাবেন।
কিছু না বলে বিশেষ প্রোগ্রামটি দেখবেন।
পরিবারের সবাইকে একটি মঞ্চানুষ্ঠান দেখতে অনুরোধ করবেন।
স্থানীয় ক্লাবে গিয়ে আপনার প্রিয় প্রোগ্রামটি দেখবেন।
193. আপনার সহকর্মীরা আপনাদের একজন বিদায়ী কর্মকর্তাকে দামী উপহার দেয়ার জন্য টাকা তুলেছে যাকে আপনি মোটেই পছন্দ করেন না। আপনি তখন কি করবেন?
কিছু না বলে টাকা দিতে অস্বীকার করবেন।
কিছু না বলে সামান্য টাকা দিবেন।
অন্যেরা যা করছে তাই করবেন।
নিজের বাড়ীতে বিদায়ী কর্মকর্তার জন্য আলাদা অনুষ্ঠানের আয়োজন করবেন।
194. কয়েকজন বয়ঃপ্রাপ্ত পুরুষ ও নারী নোংরা (যৌনসংক্রান্ত) গল্প করছে । আপনি এ ধরনের কাজকে সম্মানজনক মনে করেন না । এ অবস্থায় আপনি কি করবেন?
তাদের বলবেন যে, এ ধরনের ব্যবহার নেহাৎ ছেলেমি এবং তাদের লজ্জিত হওয়া উচিত ।
তাদের চাইতে ভাল গল্প বলতে চেষ্টা করবেন ।
কিছু না বলে চলে যাবেন ।
থাকবেন তবে অংশগ্রহণ করবেন না ।
195. আপনার প্রতিবেশী দুটি ছেলেকে আপনি একটি দোকানে চুরি করতে দেখলেন । আপনি তখন কি করবেন?
ছেলেদের চুরি করা মাল ফেরত দিতে বলবেন ।
পুলিশ ডেকে ঘটনাটি বলবেন ।
দোকান থেকে চলে যাবেন এবং ঘটনাটি ভুলে যাবেন ।
কিছু না করে নিজের কাজে ব্যস্ত থাকবেন ।
196. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
৯৪ শতাংশ
৯৮ শতাংশ
৯৯.৯৭ শতাংশ
৯০ শতাংশ
197. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তমানের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
৩০%
৪০%
৫০%
৬০%
198. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
১৯ জানুয়ারী
১১ জানুয়ারী
১ জানুয়ারী
২১ মার্চ
199. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৩৯৭৮ কি. মিঃ.
৪১৫৬ কি. মি.
৪৩৭১ কি. মি.
৫১৩৮ কি. মি.
200. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
কোয়ার্ডবেট
GIS
ফুটমার্ক
পাগ-মার্ক
No comments:
Post a Comment