*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

BCS Model Test 53

title

BCS Preliminary Model Test 53

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?



2. ৬ দফা দাবী পেশ করা হয়ঃ



3. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ



4. ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষনা বঙ্গবন্ধু জারী করেন-



5. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?



6. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?



7. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?



8. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?



9. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?



10. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?



11. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?



12. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?



13. বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? দ্রাবিড়



14. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?



15. বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?



16. ঢাকার লালবাগের দূর্গ নির্মাণ করেনঃ



17. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?



18. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?



19. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-



20. পূর্বাশা দ্বীপের অপর নাম –



21. MDG –এর অন্যতম লক্ষ্য কি?



22. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?



23. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?



24. প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?



25. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?



26. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?



27. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?



28. ‘বর্নালী’ এবং ‘শুভ্র’ কী?



29. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?



30. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?



31. 'অপ' কী ধরনের উপসর্গ ?



32. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি ?



33. বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?



34. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?



35. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?



36. জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকত?



37. সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন?



38. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?



39. বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ?



40. কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?



41. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ?



42. একুশে ফেব্রুয়ারী গ্রন্থের সম্পাদক কে ছিলেন?



43. 'রোহিনী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?



44. Intellectual শব্দের বাংলা অর্থ-



45. মোদের গরব মোদের আশা/আমরি বাংলা ভাষা “রচয়িতা-



46. বাংলা সাহিত্যে সর্বধিক সমৃদ্ধ ধারা ?



47. বটতলার পুঁথি বলতে বুঝায়-



48. রূপসী বাংলার কবি-



49. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে উভয়ই পরিচিত-



50. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-



51. ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-



52. 'রোহিনী' কোন উপন্যাসের নায়িকা?



53. মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা---



54. 'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করে কোন লেখক ?



55. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ?



56. পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন---



57. 'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?



58. 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন



59. সহচার্য 'শব্দের শুদ্ধ গঠন কোনটি ?



60. Anatomy শব্দের অর্থ-



61. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?



62. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?



63. 'অনীক' শব্দের অর্থ-



64. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?



65. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?



66. I have not heard from him__



67. Honey is__sweet.



68. He had a __ headache.



69. The bad news struck him like a bolt from the----



70. He said that he __ the previous day.



71. I shall not __ the examination this year



72. They travelled to Savar__



73. Naither Rini nor Simi __ qualified for the job.



74. He watched the boat __ down the river.



75. 'Good' is to 'bad' as 'white' is to__



76. 'Botany' is to 'plants' as 'Zoology' is to-.



77. When one is 'pragmatic' he is being-



78. "Into the __ of death rode the six hundred."



79. "To be or not to be, that is the__".



80. "I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal"



81. Who wrote the two famous novels , 'David Copperfiled' and 'The Tale Of Tow Cities'



82. He said that he __ be unable to come.



83. 'Sky' is to 'bird as water is to-'



84. Your conduct admits __ no excuse.



85. Which of the following integers has the most divisors?



86. Succssive discount of 20% and 15% are equal to a single discount of-



87. Change voice form - A lion may be helped even by a little mouse.



88. Time after twilight and before night-



89. Fill in the blanks in the following sentences by selecting the most appropriate alternative from among the four choices given: Parliamentary democracy demands discipline --- to the rules.



90. The people who carry a coffin at a funeral are called-



91. out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:-IMPROVEMENT



92. choose the word opposite in meaning to the given word:-LIABILITY



93. choose the word opposite in meaning to the given word: HATE



94. Reason is the highest faculty---on human by their creator.



95. one of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:-



96. one of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:-



97. Choose the correctly spelt word:-



98. The horror movie scared them out of their-



99. "I know him." Change the voice form



100. To put the cart before the horse-----



101. জাপানের পার্লামেন্টের নাম-



102. ওডারনীস নদী-



103. কোন সঙ্কটকে কেন্দ্র করে ১৯৫০ সালের “শান্তি ঐক্য প্রস্তাব” জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?



104. প্রেসিডেন্ট-উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?



105. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?



106. লাউসের (Laos) সরকারি নাম কি?



107. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত?



108. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?



109. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?



110. যুক্তরাষ্ট্রে কবে একক ভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?



111. আরবলীগ প্রতিষ্ঠা পায়-



112. “YALTA Conference” এর একটি লক্ষ্য ছিল-



113. বৰ্তমানে NAM এর সদস্য সংখ্যা কত-



114. War and Peace উপন্যাসের রচয়িতা-



115. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ



116. IAEA –এর সদর দপ্তর হচ্ছেঃ



117. সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ



118. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?



119. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?



120. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?



121. নৈতিকতার ইংরেজী প্রতিশব্দ কি?



122. কোনটি সামাজিক মূল্যবোধের ভিত্তি?



123. নূর ফকির ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে । এটি কোন অধিকারের পর্যায়ভূক্ত?



124. বাংলাদেশে কখন অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়?



125. মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়?



126. কোন দেশের মূল্যবোধ অনেক পুরাতন?



127. আইন মেনে চলা কোন ধরনের কর্তব্য?



128. মূল্যবোধের অনুশীলন না করার ফলে সমাজের-



129. আদালত প্রধানত ব্যক্তিগত সমস্যা বা দাবি বা অধিকারের-



130. মনের ------ ও সুচিন্তার দ্বারাই মানুষ মহৎ হয় ।



131. সুনামীর কারণ হলো-



132. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-



133. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরী?



134. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?



135. বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?



136. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?



137. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?



138. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?



139. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?



140. প্রাণী জগতের উতপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-



141. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?



142. মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়-



143. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?



144. কোন রং বেশী দূর থেকে দেখা যায়?



145. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-



146. LCD means-



47. Which of the following units represents the largest amount of data?



48. Common keyboard arrangement is called?



149. 1 byte means



150. ‘BIOS’ stand for:



151. নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক ?



152. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার-



153. এনালগ এবং ডিজিটাল কম্পিউটরের বৈশিষ্টের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে -



154. কম্পিউটার কে আবিষ্কার করেন ?



155. মাইক্রোসফট করপোরেশন কত সালে Visul BASIC এর প্রথম সংস্করন বাজারে ছাড়ে?



156. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটা তৈরি করে? (বিসিএস ২৮তম)



157. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মুলে রয়েছে -



158. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় ?



159. কম্পিউটারে প্রথম মাইক্রো-প্রসেসর ব্যবহৃত করে কোন কোম্পানি?



160. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত -



161. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)



162. 12টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?



163. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?



164. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?



165. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে



166. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত?



167. 1+3+5+ -------+ (2x-1) কত?



168. log√381 কত?



169. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত?



170. a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?



171. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?



172. ত্রিভুজ ABC এ <A=400 , <B=700 হলে, ABC কি ধরনের ত্রিভুজ?



173. x2 + y2 = 185, x-y= 3 এর একটি সমাধান হলঃ



174. a- [a-{a-( a-(a-1))}] = কত?



175. x-1/x = 1 হলে x3- 1/x3 এর মান কত?



176. 1+5+9+......+81=?



177. a-{a-(a+1)}=কত?



178. টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে?



179. ইংরেজি বর্নমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?



180. √(১৫.৬০২৫)=?



181. ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অস্টম সংখ্যাটি কত হবে?



182. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?



183. টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-



184. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না।ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?



185. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে তিনগুণ হবে ?



186. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?



187. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যা গুলোর গড় কত?



188. ৬০ লিটার কেরোসিন ও পেট্রলের অনুপাত ৭:৩। ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?



189. (১৫÷১৫X১৫)/(১৫÷১৫ এর ১৫) এর মান কত?



190. সঙ্কর ধাতু পিতলের উপাদান



191. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারন-



192. নবায়নযোগ্য শক্তির উৎস –



193. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ



194. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?



195. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়?



196. মাছ অক্সিজেন নেয়-



197. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে-



198. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-



199. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-



200. সুশাসনের পথে অন্তরায়-




No comments:

Post a Comment