BCS Model Test 53
title
BCS Preliminary Model Test 53
নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।
1. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
২ ফেব্রুয়ারী ১৯৫২
৩১ জানুয়ারী ১৯৫২
১৮ ফেব্রুয়ারী ১৯৫২
২০ জানুয়ারী ১৯৬৯
2. ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
১৯৭০ সালে
১৯৬৯ সালে
১৯৬৫ সালে
১৯৬৬ সালে
3. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ
মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন
প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন
পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
4. ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষনা বঙ্গবন্ধু জারী করেন-
ওয়ারলেসের মাধ্যমে
বেতার/রেডিওর মাধ্যমে
টেলিগ্রামের মাধ্যমে
টেলিভিশনের মাধ্যমে
5. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
১৯৭৪ সাল
১৯৭৩ সাল
১৯৭২ সাল
১৯৭৭ সাল
6. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
খিয়াং
পাঙন
মারামা
রাখাইন
7. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
ঈশা খান
শায়েস্তা খান
ইসলাম খান
পরিবিবি
8. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
৯ মে ১৯৫৪
২২ ফেব্রুয়ারী ১৯৫৩
১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
২১ ফেব্রুয়ারী ১৯৫২
9. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
মহানন্দা
গংগা
করতোয়া
ব্রহ্মপুত্র
10. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
পাড়া
বারাং
পুঞ্জি
মৌজা
11. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
দ্বৈত শাসন ব্যবস্থা
সতীদাহ নিবারন ব্যবস্থা
পুলিশ ব্যবস্থা
12. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
মুসা ইব্রাহিম
নিশাত মজুমদার
এম.এ.মুহিম
ওয়াসফিয়া নাজনীন
13. বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
দ্রাবিড়
নেগ্রিটো
ভোটচীন
অস্ট্রিক
14. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
তাম্রলিপ্ত
পুন্ড্র
গৌড়
হরিকেল
15. বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
আইন-ই-আকবরী
আলমগীর নামা
আকবর নামা
তুজুক-ই-আকবরী
16. ঢাকার লালবাগের দূর্গ নির্মাণ করেনঃ
শাহ সুজা
মীর জুলমা
সুবেদার ইসলাম খান
শায়েস্তা খান
17. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
১২০৬
১৩১০
১৬১০
১৫২৬
18. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
দুটি কৃষি সংস্থায়ের নাম
উন্নত জাতের গম শস্য
দুটি কৃষি যন্ত্রপাতির নাম
কৃষি খামারের নাম
19. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ এফ রহমান
ড.মাহমুদ হাসান
ড.রমেশচনদ্র মজুমদার
20. পূর্বাশা দ্বীপের অপর নাম –
দক্ষিণ তালপট্টি
সন্দ্বীপ
নিঝুম দ্বীপ
কুতুবদিয়া
21. MDG –এর অন্যতম লক্ষ্য কি?
HIV/AIDS নির্মূল করা
যক্ষা নির্মুল করা
ক্ষুধা ও দারিদ্র দূর করা
দেশ থেকে পোলিও
22. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
১৫ তম
১৪ তম
১৩ তম
১২ তম
23. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
বহুকক্ষ বিশিষ্ট
তিন কক্ষ
দুই বা দ্বিকক্ষ
এক কক্ষ
24. প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
রাঙ্গামাটি
বান্দরবান
খাগড়াছড়ি
সিলেট
25. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
৪৫০০
৫৬০০
৪৫৫০
৪৬০০
26. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
নালন্দা বিহার
গোসিপো বিহার
আনন্দ বিহার
সোমপুর বিহার
27. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জেনারেল এম.এ জি ওসমানী
কর্নেল শফিউল্লাহ
মেজর জিয়াউর রহমান
28. ‘বর্নালী’ এবং ‘শুভ্র’ কী?
উন্নত জাতের গম
উন্নত জাতের ভুট্টা
উন্নত জাতের আম
উন্নত জাতের চাল
29. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
আনিসুর রহমান
এস.এ করিম
কামাল হোসেন
নুরুল ইসলাম
30. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
৯১ বর্গ কিলোমিটার
৭ বর্গ কিলোমিটার
৯ বর্গ কিলোমিটার
৮ বর্গ কিলোমিটার
31. 'অপ' কী ধরনের উপসর্গ ?
বাংলা
বিদেশী
সংঙ্কৃত
মিশ্র
32. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি ?
রাতুল
অর্ক
অর্নব
জলধি
33. বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৫৫ খ্রিস্টাব্দে
১৩৫৫ বঙ্গাব্দে
১৯৫২ খ্রিস্টাব্দে
১৩৫২ বঙ্গাব্দে
34. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?
ভ
চ
ঠ
ফ
35. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
গোলাম মোস্তাফা
সুনীতি কুমার চট্টোপাধ্যয়
ভাই গিরীশচন্দ্র সেন
ফররুখ আহম্মদ
36. জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকত?
সমকাল
শিখা
মোহাম্মদী
সওগাত
37. সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সিকান্দার আবু জাফর
খান মোহাম্মাদ মঈনুদ্দীন
আবুল কালাম শামসুদ্দীন
কাজী নজরুল ইসলাম
38. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
খান মোহাম্দদ মঈনুদ্দিন
মোহাম্মদ নাসিরুদ্দিন
আবুল কালাম শামসুদ্দিন
কাজী নজরুল ইসলাম
39. বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ?
৩
২
৪
৫
40. কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
বারীন্দ্রকুমার ঘোষ
মুজাফফর আহম্মদ
বীরজাসুন্দরী দেবী
রবীন্দ্রনাথ ঠাকুর
41. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ?
আরণ্য
ঘরে-বাইরে
দেবতা
বিষবৃক্ষ
42. একুশে ফেব্রুয়ারী গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
আবুল বরকত
মুনির চৌধুরী
বেগম সুফিয়া কামাল
হাসান হাফিজুর রহমান
43. 'রোহিনী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল
সংশপ্তক
চরিত্রহীন
44. Intellectual শব্দের বাংলা অর্থ-
বুদ্ধিমান
মননশীল
বুদ্ধিজীবি
মেধাবী
45. মোদের গরব মোদের আশা/আমরি বাংলা ভাষা “রচয়িতা-
রামনিধি গুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
নিতন কুন্ডু
অতুল প্রসাদ সেন
46. বাংলা সাহিত্যে সর্বধিক সমৃদ্ধ ধারা ?
গীতি কবিতা
ছোট গল্প
নাটক
প্রবন্ধ
47. বটতলার পুঁথি বলতে বুঝায়-
বটতলা নামক স্থানে রচিত কাব্য
দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পান্ডুলিপি
অবিমিশ্রিত দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
48. রূপসী বাংলার কবি-
জসীম উদ্দিন
সতেন্দ্রনাথ দত্ত
কালিদাশ রায়
জীবনানন্দ দাস
49. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে উভয়ই পরিচিত-
রামবসু ও ভোলা ময়রা
সাবিরিদ কান ও দাশরথি রায়
এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
আলাওল ও ভারত চন্দ্র
50. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
ইউসুফ জুলেখা
রসুল বিজয়
নূরনামা
শবে মেরাজ
51. ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
ভাষাতত্ত্ববিদ
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজ সংস্কারক
52. 'রোহিনী' কোন উপন্যাসের নায়িকা?
কৃষ্ণকান্তের উইল
চোখের বালি
গৃহদাহ
পথের প্যাচালী
53. মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা---
আখ্যানকাব্য
গীতিকাব্য
পত্রকাব্য
মহাকাব্য
54. 'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করে কোন লেখক ?
বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
কাজী ইমদাদুল হক
সুভাষ মুখোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
55. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ?
১৮৪৭-১৯১১
১৮৫২-১৯১২
১৮৫৭-১৯১১
১৮৪৭-১৯১২
56. পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন---
মুকুন্দরাম চক্রবর্তী
সৈয়দ শামসুল হক
শামসুর রাহমান
উপরের কোনটি সঠিক নয়
57. 'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ব+ন্+ধ+ন্
বন্+ধন্
ব+ন্ধ+ন
বান্+ধন্
58. 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন
ছোটগল্প
গ্রাম্যগীতিকা
রুপকথা
রুপকথা-উপকথা
59. সহচার্য 'শব্দের শুদ্ধ গঠন কোনটি ?
সহচর+ ৎ ফলা
সহচর+য
সহ+চর+র্য
কোনটিই নয়
60. Anatomy শব্দের অর্থ-
সাদৃশ্য
স্নায়ুতন্ত্র
শরীরবিদ্যা
অঙ্গ-সঞ্চালন
61. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
৭টি
৯টি
১০টি
৮টি
62. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ঞ+জ
ঞ+গ
জ+ঞ
গ+ঞ
63. 'অনীক' শব্দের অর্থ-
যুদ্ধক্ষেএ
সৈনিক
সমুদ্র
সূর্য
64. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
১৯১৬
১৯০৯
২০০৭
১৯০৭
65. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
কাহুপা
ভুসুকুপা
কায়কোবাদ
গোবিন্দ দাস
66. I have not heard from him__
for long
since long
for a long time
long since
67. Honey is__sweet.
too much
Very
much too
excessive
68. He had a __ headache.
acute
serious
bad
strong
69. The bad news struck him like a bolt from the----
blue
firmament
heavens
sky
70. He said that he __ the previous day.
has come
came
had come
arrived
71. I shall not __ the examination this year
go for
sit
Give
appear at
72. They travelled to Savar__
by walking
on foot
on their feet
by foot
73. Naither Rini nor Simi __ qualified for the job.
is
Are
were
had
74. He watched the boat __ down the river.
had floated
was floating
to float
floating
75. 'Good' is to 'bad' as 'white' is to__
Dark
grey
black
ebony
76. 'Botany' is to 'plants' as 'Zoology' is to-.
dear
animals
trees
Flowers
77. When one is 'pragmatic' he is being-
fussy
Wasteful
productive
practical
78. "Into the __ of death rode the six hundred."
City
tunnel
valley
road
79. "To be or not to be, that is the__".
question
answer
Meaning
isssue
80. "I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal"
dream
hope
Desire
wish
81. Who wrote the two famous novels , 'David Copperfiled' and 'The Tale Of Tow Cities'
George Eliot
Charles Dickens
Janne Austen
Thomas Hardy
82. He said that he __ be unable to come.
will
shall
should
would
83. 'Sky' is to 'bird as water is to-'
feather
fish
boat
lotus
84. Your conduct admits __ no excuse.
of
for
To
at
85. Which of the following integers has the most divisors?
88
91
95
99
86. Succssive discount of 20% and 15% are equal to a single discount of-
34%
32%
30%
35%
87. Change voice form - A lion may be helped even by a little mouse.
Even a little mouse may help a lion
A little mouse may even help a lion
A little mouse can even help a lion
Even a little mouse ought to help a lion
88. Time after twilight and before night-
Eclipse
Dusk
Dawn
Evening
89. Fill in the blanks in the following sentences by selecting the most appropriate alternative from among the four choices given: Parliamentary democracy demands discipline --- to the rules.
knowledge
respectful
Adherence
awareness
90. The people who carry a coffin at a funeral are called-
Pallbearers
Undertakers
Supporters
Mourners
91. out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:-IMPROVEMENT
Betterment
Advancement
Promotion
Preference
92. choose the word opposite in meaning to the given word:-LIABILITY
Debt
Treasure
Property
Assets
93. choose the word opposite in meaning to the given word: HATE
Abhor
Concern
Admire
Loathe
94. Reason is the highest faculty---on human by their creator.
bestowed
Entrusted
endowed
conferred
95. one of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:-
Laziness is detrimental for success
Neither you nor i am in a sound position.
He begged the favour of my granting him leave
Your action is not in conformity with the law
96. one of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:-
He has no desire for fame
He is too miserly to part with his money
He has invited me for dinner
I intend going to Rajshahi
97. Choose the correctly spelt word:-
Supercede
Supersede
Superseed
Superceed
98. The horror movie scared them out of their-
seats
lives
Wits
funds
99. "I know him." Change the voice form
He has been known by me
He was known to me
He is known to me
He is known by me
100. To put the cart before the horse-----
to reverse the natural order of things
to raise obstacle
to force a person to do something
to offer a person what he cannot eat
101. জাপানের পার্লামেন্টের নাম-
নেসেট
পিনসাস
ডায়েট
সোরা
102. ওডারনীস নদী-
পশ্চিম জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানী ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
সংযুক্ত জার্মানী ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
103. কোন সঙ্কটকে কেন্দ্র করে ১৯৫০ সালের “শান্তি ঐক্য প্রস্তাব” জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
কোরিয়া সংকট
ভিয়েতনাম সংকট
সাইপ্রাস সংকট
প্যালেষ্টাইন সংকট
104. প্রেসিডেন্ট-উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
১৪
১২
১৩
৯
105. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
৪
৩
২
৫
106. লাউসের (Laos) সরকারি নাম কি?
Democratic Republic of Laos
Kingdom of Laos
Republic of Laos
Laos People's Democratic Republic
107. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত?
ভারত
চীন
মায়ানমার
আফগানিস্তান
108. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?
মহাসচিব
মহাপরিচালক
প্রশাসক
প্রেসিডেন্ট
109. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
১০০ বিলিয়ন ডলার
৮০ বিলিয়ন ডলার
১৫০ বিলিয়ন ডলার
২০০ বিলিয়ন ডলার
110. যুক্তরাষ্ট্রে কবে একক ভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
জুন ২০০১
জুন ২০০০
জুন ২০০২
জুন ২০০৩
111. আরবলীগ প্রতিষ্ঠা পায়-
১৯৫০
১৯৪৯
১৯৪০
১৯৪৫
112. “YALTA Conference” এর একটি লক্ষ্য ছিল-
যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
জাতিসংঘ প্রতিষ্ঠা
জিব্রালটার প্রণালীর সুরক্ষা
বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
113. বৰ্তমানে NAM এর সদস্য সংখ্যা কত-
৩৩
১৫
৭৭
২১
114. War and Peace উপন্যাসের রচয়িতা-
লিও টলষ্টয়
ডেভিড রিকার্ডে
কার্ল মার্কস
জেন অস্টিন
115. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ
ভিয়েনা
জেনেভা
প্যারিস
লন্ডন
116. IAEA –এর সদর দপ্তর হচ্ছেঃ
জেনেভা
ভিয়েনা
ওয়াশিংটন
প্যারিস
117. সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ
১৯৮৩
১৯৮৪
১৯৮২
১৯৮৫
118. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫
১৯৪১
১৯৪৮
১৯৪৯
119. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
ইরান
সিরিয়া
ইরাক
মিশর
120. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
ভারত
আলজেরিয়া
আলবেনিয়া
ফ্রান্স
121. নৈতিকতার ইংরেজী প্রতিশব্দ কি?
Liberty
Value
Nature
Morality
122. কোনটি সামাজিক মূল্যবোধের ভিত্তি?
ঔচিত্যবোধ
আইনের শাসন
পরিবর্তনশীলতা
নৈর্ব্যক্তিকতা
123. নূর ফকির ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে । এটি কোন অধিকারের পর্যায়ভূক্ত?
নৈতিক
সামাজিক
অর্থনৈতিক
আইনগত
124. বাংলাদেশে কখন অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়?
গ্রীষ্ম ও বর্ষার সময়
শীতকাল ও গ্রীষ্মের সময়
হেমন্ত ও শীতকালে
শীতকাল ও বর্ষার সময়
125. মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়?
বস্তুগত
বিমূর্ত
আপেক্ষিক
চূড়ান্ত
126. কোন দেশের মূল্যবোধ অনেক পুরাতন?
পাকিস্তান
ভারত
আমেরিকা
ইসরাইল
127. আইন মেনে চলা কোন ধরনের কর্তব্য?
নৈতিক
সামাজিক
পারিবারিক
রাজনৈতিক
128. মূল্যবোধের অনুশীলন না করার ফলে সমাজের-
উন্নয়ন ঘটেছে
ধারণা বদলে দিয়েছে
অবক্ষয় ঘটেছে
কোনো পরিবর্তন হয়নি
129. আদালত প্রধানত ব্যক্তিগত সমস্যা বা দাবি বা অধিকারের-
সমাধান করে
বিচার করে
লালন করে
অবহেলা করে
130. মনের ------ ও সুচিন্তার দ্বারাই মানুষ মহৎ হয় ।
পরিচ্ছন্নতা
প্রশান্তি
পবিত্রতা
গভীরতা
131. সুনামীর কারণ হলো-
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
ঘূর্ণীঝড়
132. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
ইনফেকশন
টক্সিন
প্যাথজেনিক
জীবানু
133. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরী?
স্বীকৃতি
স্নেহ
সাফল্য
উল্লেখিত সব কটি
134. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
অ্যামাইলেজ
টয়ালিন
লাইপেজ
ট্রিপসিন
135. বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
৭৮.০
০.৪১
০.৮
০.৩
136. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
ফুসফুসে
প্লিহাতে
বৃক্কে
হৃদযন্ত্রে
137. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
ডায়নামো
ট্রান্সফরমার
বৈদ্যুতিক মটর
হুইল
138. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
রেচন তন্ত্রের
স্নায়ুতন্ত্রের
পরিপাক তন্ত্রের
শ্বাস তন্ত্রের
139. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
জন্ডিস
এইডস
নিওমোনিয়া
চোখ ওঠা
140. প্রাণী জগতের উতপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
জেনেটিক
ইভোলিওশন
জুওলজী
বায়োলজী
141. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
সিএনজি
অকটেন
পেট্রোল
ডিজেল
142. মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়-
শব্দ শক্তি
আলোক শক্তি
চৌম্বক শক্তি
তড়িৎ শক্তি
143. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
আলফা রশ্মি
বিটা রশ্মি
গালা (গামা) রশ্মি
আলট্রাভায়োলেট রশ্মি
144. কোন রং বেশী দূর থেকে দেখা যায়?
কালো
হলুদ
লাল
সাদা
145. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
আইসোটোন
আইসোটোপ
আইসোবার
রাসায়নিক পদার্থ
146. LCD means-
Light Centre Diode
Liquid Crystal Display
Light Creating Display
Light Cristal Display
47. Which of the following units represents the largest amount of data?
TB
GB
MB
KB
48. Common keyboard arrangement is called?
QEWRTY
QWRETY
QWERTY
QWETRY
149. 1 byte means
10 Bits
16 Bits
32 Bits
8 Bits
150. ‘BIOS’ stand for:
Basic Input Output System
Basic Internal Output System
Basic Input Output Service
Basic Incoming Outgoing System
151. নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক ?
পুনরাবৃত্তিমুলক কাজ
গেম খেলার জন্য
Internet এর জন্য
রোবট তৈরি করতে
152. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার-
IBM
MAC
Univac
ENIAC
153. এনালগ এবং ডিজিটাল কম্পিউটরের বৈশিষ্টের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে -
ডেস্কটপ
ডিজিটাল
হাইব্রিড কম্পিউটার
ল্যাপটপ
154. কম্পিউটার কে আবিষ্কার করেন ?
হাওয়ার্ড আইকেন
বিল গেট্স
টিম বানার্ড
ল্যারি পেজ
155. মাইক্রোসফট করপোরেশন কত সালে Visul BASIC এর প্রথম সংস্করন বাজারে ছাড়ে?
১৯৯১
১৯৯০
১৯৯২
১৯৯৩
156. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটা তৈরি করে? (বিসিএস ২৮তম)
ডেল, ১৯৮২
তোসিবা,১৯৮১
ইন্টেল, ১৯৮২
এপসন, ১৯৮১
157. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মুলে রয়েছে -
RAM
IC
Processore
Hard Disk
158. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় ?
1969
1970
1971
1992
159. কম্পিউটারে প্রথম মাইক্রো-প্রসেসর ব্যবহৃত করে কোন কোম্পানি?
ইনটেল
ডেল
তোশিবা
IBM
160. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত -
লন্ডন
কানাডা
যুক্তরাষ্ট্রে
রাশিয়া
161. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)
3
7
6
8
162. 12টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
224
120
792
252
163. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি
না হওয়ার সম্ভাবনা কত?
1
5/7
2/7
1/7
164. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
৪২ টাকা
১২ টাকা
১৪ টাকা
১০৫ টাকা
165. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে
১৬%
২০%
২৫%
২৪%
166. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত?
৭৮০
২৬০
১৩০
৪৯০
167. 1+3+5+ -------+ (2x-1) কত?
x(x-1)
x(x+1) /2
x(x+1)
x2
168. log√3 81 কত?
8
4
27√3
1/8
169. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত?
1
0
-1
4
170. a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?
2
3
5
4
171. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
24
32
8
16
172. ত্রিভুজ ABC এ <A=400 , <B=700 হলে, ABC কি ধরনের ত্রিভুজ?
স্থলকোণী
সমদ্বিবাহু
সমকোণী
সমবাহু
173. x2 + y2 = 185, x-y= 3 এর একটি সমাধান হলঃ
(11,8)
(2,7)
(9,6)
(7,4)
174. a- [a-{a-( a-(a-1))}] = কত?
1
-1
a+1
a-1
175. x-1 /x = 1 হলে x3 -
1 /x 3 এর মান কত?
1
2
4
3
176. 1+5+9+......+81=?
961
861
761
661
177. a-{a-(a+1)}=কত?
a-1
a+1
1
a
178. টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
৩১%
৩০%
৫০%
৩৩%
179. ইংরেজি বর্নমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
H
S
F
J
180. √(১৫.৬০২৫)=?
৩.৯৫
৩.৮৫
৩.৭৫
৩.৬৫
181. ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অস্টম সংখ্যাটি কত হবে?
৬
২৮
৭
২৯
182. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
n/√2-1
n+√2
√2n
√2(n+1)
183. টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
৫০%
৩০%
৩৩%
৩১%
184. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না।ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
২২%
২৫%
৩০%
২০%
185. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে তিনগুণ হবে ?
১২.৫০ টাকা
২০ টাকা
২৫ টাকা
১৫ টাকা
186. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?
১/ ৮০০০
১/ ৮
১/ ৮০০
১/ ৮০
187. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যা গুলোর গড় কত?
২৫
২৩
২৪.৫
২৬.৫
188. ৬০ লিটার কেরোসিন ও পেট্রলের অনুপাত ৭:৩। ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?
৮০
৭০
৯০
৯৮
189. (১৫÷১৫X১৫)/(১৫÷১৫ এর ১৫) এর মান কত?
১
২২৫
১/২২৫
০
190. সঙ্কর ধাতু পিতলের উপাদান
তামা ও দস্তা
তামা ও টিন
তামা ও সীসা
তামা ও নিকেল
191. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারন-
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
192. নবায়নযোগ্য শক্তির উৎস –
প্রাকৃতিক গ্যাস
পেট্রল
পীট কয়লা
সূর্যরশ্মি
193. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ
এদের মূলে অনেক বায়ুকুঠুরী আছে
এদের কান্ড পাতার তুলনায় হালকা
এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
কোনটিই নয়
194. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
মহাকর্ষণ বলের জন্য
মধ্যাকর্ষণ বলের জন্য
আমরা স্থির থাকার জন্য
195. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়?
প্রত্যয়ন বায়ু
নিয়ত বায়ু
মৌসুমি বায়ু
আয়ন বায়ু
196. মাছ অক্সিজেন নেয়-
পটকার মাধ্যমে জমানো বাতাস হতে
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
পানির অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
মাঝে মাঝে পানির উপর নাক তুলে
197. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে-
আস্থার সম্পর্ক গড়ে তোলে
সুসম্পর্ক গড়ে তোলে
শান্তির সম্পর্ক গড়ে তোলে
কোনটিই নয়
198. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
অর্থনৈতিক উন্নয়ন
সামাজিক উন্নয়ন
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
সবগুলোই
199. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
স্বাধীনতা
ক্ষমতা
কর্মদক্ষতা
জনকল্যাণ
200. সুশাসনের পথে অন্তরায়-
আইনের শাসন
স্বজনপ্রীতি
জবাবদিহিতা
ন্যায়পরায়ণতা
No comments:
Post a Comment