*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

General Knowledge

 ১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে সম্প্রতি ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিবস কত তারিখ?

(ক) ১০ জানুয়ারি          (খ) ২৩ ফেব্রুয়ারি

(গ) ৭ই মার্চ      (ঘ) ১০ এপ্রিল

২। সদ্যঃপ্রয়াত মাহবুবে আলম দেশের কততম অ্যাটর্নি জেনারেল ছিলেন?

(ক) ১৩তম (খ) ১৪তম (গ) ১৫তম (ঘ) ১৬তম

৩। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার ইউনিসেফের শুভেচ্ছা দূত হন?

(ক) মাশরাফি বিন মর্তুজা (খ) তামিম ইকবাল

(গ) মুশফিকুর রহিম  (ঘ) সাকিব আল হাসান

৪। সম্প্রতি ১৯০তম দেশে হিসেবে IMF-এর সদস্য পদ লাভ করে—

(ক) কসোভো (খ) দক্ষিণ সুদান (গ) হাইতি (ঘ) অ্যান্ডোরা

৫। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা?

(ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)    

(খ) বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)

(গ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)              

(ঘ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)

৬। আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক—

(ক) এনামুর রহমান                  (খ) কাজী দীন মোহাম্মদ

(গ) ড. তাহমিদ আহমেদ          (ঘ) এ বি এম আব্দুল্লাহ

৭। বেলজিয়ামভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিআরইডি’ ও জাতিসংঘের প্রতিষ্ঠান ‘ইউএনডিআরআর’-এর যৌথ প্রতিবেদন অনুযায়ী দুর্যোগে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—

(ক) সপ্তম         (খ) অষ্টম (গ) নবম (ঘ) দশম

৮। সম্প্রতি IMF বাংলাদেশের ২০২০ সালের প্রবৃদ্ধি কত শতাংশ হবে বলে জানিয়েছে?

(ক) ২%            (খ) ২.৮% (গ) ৩.৮% (ঘ) ৪.১%

৯। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান কে?

(ক) অ্যামি কোনি ব্যারেট (খ) কমলা হ্যারিস (গ) চার্লস শুমার (ঘ) ক্রিস কুনস

১০। ভারত প্রদত্ত মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কী?

(ক) আইএনএস সিন্ধুরাজ         (খ) আইএনএস সিন্ধুবীর

(গ) আইএনএস সিন্ধুরত্ন           (ঘ) আইএনএস সিন্ধুবিজয়

১১। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের বিশ্ব ক্ষুধাসূচকে বাংলাদেশের অবস্থান কত?

(ক) ৬৮তম (খ) ৭৫তম (গ) ৮৮তম (ঘ) ৯৫তম

১২। অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণ কোন প্রতিষ্ঠান প্রকাশ করে?

(ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়   (খ) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

(গ) প্রধানমন্ত্রীর কার্যালয়      (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়

১৩। ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে—

(ক) রাফায়েল নাদাল ও ইগা শিয়া ওতেক                     

(খ) রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস

(গ) নোভাক জোকোভিচ ও ভেনাস উইলিয়ামস           

(ঘ) অ্যান্ডি মারে ও মারিয়া শারাপোভা

১৪। সম্প্রতি সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কী?

(ক) মৃত্যুদণ্ড         (খ) আমৃত্যু কারাদণ্ড

(গ) ১২ বছর সশ্রম কারাদণ্ড (ঘ) ১৪ বছর সশ্রম কারাদণ্ড

১৫। কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্টের নাম কী?

(ক) সাদির জাপারভ     (খ) সুরোনবাই জেনবেকোভ

(গ) আসকার আকায়েভ (ঘ) আলমাজবেক আতমবায়েভ

উত্তর  : . . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫.

No comments:

Post a Comment