*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

SSC 2026 Bangla 1st paper ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ, ঢাকা

title

SSC 2026 Bangla 1st paper question and answer with practice Link

নিচে Check Answers বাটনে ক্লিক করলে তোমার Score ও সব প্রশ্নের উত্তর পাবে। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নাও।

1. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি কীসের উপর পড়ে আছে?





2. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?





3. অপু মনে মনে কোন খেলার পরিকল্পনা করেছে?





4. “আমাকে সবাই ভুলিলেই বাচি।” সুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে -
i . হতাশা
ii. প্রত্যাশা
iii. বেদনা
নিচের কোনটি সঠিক?





5. “নিমগাছ” গল্পে শিকড় শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?





6. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ?





7. খলিফা মামুনকে মহামতি ও উন্নতচিত্ত পুরুষ বলা হয়েছে কেন?





8. নিমপাতা কোন রোগের মহৌষধ?





9. “আবাদি” শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?





10. বৃষ্টির দিনে মাঠ-ঘাট ঢেকে যায় -





11. কীসের সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান?





উদ্দীপক পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
আজি ঝর ঝর মুখর বাদল দিনে
জানিনে, জানিনে, কিছুতে কেন যেন মন লাগেনা।
12. উদ্দীপকের ভাবটি কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?





13. সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো- 

i.  বর্ষার দিনের মানসিক অবস্থা

ii.  বিরহকাতর মন

iii. সুখময় অতীত 





14. ‘আমি আমার আমিকে এই বাংলায় খুঁজে পাই’ চরণটিতে ‘কপোতাক্ষ নদ’ কবিতাটির কোন দিকটি ফুটে উঠেছে?





15. ‘ভ্রান্তির ছলনে’ অর্থ কী?





16. মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়?




17. সুভাসিণী নামটি সার্থক হয়নি- কারণ সুভা-





18. কাব্যামৃতে আমাদের অরুচি ধরার মূল কারণ- 




19. ‘সুসার’ শব্দের অর্থ কী?




উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও- 

 মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি

 দাঁড়াও না একবার ভাই,

ঐ ফুল ফোটে বনে, যাই মধু আহরণে

দাঁড়াবার সময় তো নাই। 

20. উদ্দীপকের মৌমাছির সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের মিল আছে?




21. উক্ত চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে- 

i. চঞ্চলতা 

ii. দূরন্তপনা

iii. দায়িত্বশীলতা  

নিচের কোনটি সঠিক? 




22. ‘নিমগাছ’ গল্পে নিমগাছ রূপকে কাকে বোঝানো হয়েছে?




23. খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন?




24. কপোতাক্ষ নদ কবিতায় ‘প্রজা’ বলা হয়েছে কাকে?




25. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘শ্রেষ্ঠ ধন’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে ?




26. গোলাম মোস্তফা রচিত অনুবাদ গ্রন্থ কোনটি?




উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, 

তখন আমায় নাইবা তুমি ডাকলে

তারার পানে চেয়ে চেয়ে, নাইবা মনে রাখলে।  

27. উদ্ধৃত চরণগুলির মাঝে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে?




28. উক্ত ভাবটি যে কারণে কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ - 

জীবন নশ্বর

প্রকৃতি নিরন্তর

 সভ্যতা স্থায়ী 

নিচের কোনটি সঠিক? 




29. ‘তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস’- চরণটিতে প্রতিফলিত হয়েছে- 





30. ‘নেত্রপল্লব’ অর্থ কী?




২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তক

২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তক

ক্রমিক

পাঠ্যপুস্তকের নাম

(বাংলা ভার্সন)

ডাউনলোড লিংক

পাঠ্যপুস্তকের নাম

(ইংরেজি ভার্সন  )

ডাউনলোড লিংক

১।

আমার বাংলা বই

ডাউনলোড

আমার বাংলা বই

ডাউনলোড

২।

English For Today

ডাউনলোড

English For Today

ডাউনলোড

৩।

প্রাথমিক গণিত

ডাউনলোড

প্রাথমিক গণিত

ডাউনলোড

৪।

প্রাথমিক বিজ্ঞান

ডাউনলোড

প্রাথমিক বিজ্ঞান

ডাউনলোড

৫।

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ডাউনলোড

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ডাউনলোড

৬।

ইসলাম শিক্ষা

ডাউনলোড

ইসলাম শিক্ষা

ডাউনলোড

৭।

হিন্দুধর্ম শিক্ষা

ডাউনলোড

হিন্দুধর্ম শিক্ষা

ডাউনলোড

৮।

বৌদ্ধধর্ম শিক্ষা

ডাউনলোড

বৌদ্ধধর্ম শিক্ষা

ডাউনলোড

৯।

খ্রিষ্টধর্ম শিক্ষা

ডাউনলোড

খ্রিষ্টধর্ম শিক্ষা

ডাউনলোড