1. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
- (ক) ছেড়াতার
- (খ) চাকা
- (গ) বাকী ইতিহাস
- (ঘ) কী চাহ হে শঙ্খচিল
2. তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
- (ক) অক্টোপাস
- (খ) কালাে বরফ
- (গ) ক্রীতদাসের হাসি
- (ঘ) নাঢ়াই
3. ‘সােমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
- (ক) সােপান
- (খ) সমর্থ
- (গ) সােল্লাস
- (ঘ) সওয়ার
4. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে
- (ক) যৌগিক ধ্বনি
- (খ) অক্ষর
- (গ) বর্ণ
- (ঘ) মৌলিক স্বরধ্বনি
5. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
- (ক) ঢাকার পল্টন
- (খ) নওগাঁর পতিসর
- (গ) কুষ্টিয়ার কুমারখালী
- (ঘ) ময়মনসিংহের ত্রিশাল
6. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
- (ক) শ্রীচৈতন্যদেব
- (খ) কাহ্নপা
- (গ) বিদ্যাপতি
- (ঘ) রামকৃষ্ণ পরমহংসদেব
7. চর্যাপদের টীকাকারের নাম কী?
- (ক) মীননাথ
- (খ) প্রবােধচন্দ্র বাগচী
- (গ) হরপ্রসাদ শাস্ত্রী
- (ঘ) মুনিদত্ত
8. অপিনিহিতির উদাহরণ কোনটি?
- (ক) জন্ম > জম্ম
- (খ) আজি > আইজ
- (গ) ডেস্ক> ডেস্ক
- (ঘ) অলাবু > লাবু > লাউ
9. ‘ডিঙি টেনে বের করতে হবে। কোন ধরনের বাক্যের উদাহরণ?
- (ক) কর্মবাচ্য
- (খ) ভাববাচ্য
- (গ) যৌগিক
- (ঘ) কর্মকর্তৃবাচ্য
10. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- (ক) শশব্যস্ত
- (খ) কালচক্র
- (গ) পরাণপাখি
- (ঘ) বহুব্রীহি
11. ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
- (ক) অকাজ
- (খ) আবছায়া
- (গ) আলুনি
- (ঘ) নিখুঁত
12. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
- (ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
- (খ) রাজশেখর বসু
- (গ) হরিচরণ দে
- (ঘ) অশােক মুখােপাধ্যায়
13. ‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়?
- (ক) চারণকবি
- (খ) সাপুড়ে
- (গ) সুদখাের
- (ঘ) কৃষিজীবী
14. কোন বানানটি শুদ্ধ?
- (ক) পুরস্কার
- (খ) আবিস্কার
- (গ) সময়পােযােগী
- (ঘ) স্বত্ব
15. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই
- (ক) রসতত্ত্ব।
- (খ) রূপতত্ত্ব
- (গ) বাক্যতত্ত্ব
- (ঘ) ক্রিয়ার কাল
16. কোন বানানটি শুদ্ধ?
- (ক) মনােকষ্ট
- (খ) মনঃকষ্ট
- (গ) মণকষ্ট
- (ঘ) মনকস্ট
17. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’—এই পরােক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে:
- (ক) বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
- (খ) বাবা ছেলেকে বললেন যে, তােমার দীর্ঘয়ু হােক
- (গ) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
- (ঘ) বাবা ছেলেকে বললেন যে, আমি তােমার দীর্ঘায়ু কামনা করি
18. ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে—এ বাক্য কোন ধরনের?
- (ক) অনুজ্ঞাবাচক
- (খ) নির্দেশাত্মক
- (গ) বিস্ময়বােধক
- (ঘ) প্রশ্নবােধক
19. প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
- (ক) কৃৎ প্রত্যয়
- (খ) তদ্বিত প্রত্যয়
- (গ) বাংলা কৃৎ প্রত্যয়
- (ঘ) সংস্কৃত কৃৎ প্রত্যয়
20. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে
- (ক) রেফ
- (খ) হসন্ত
- (গ) কার
- (ঘ) ফলা
21. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
- (ক) দাশরথি রায়
- (খ) রামনিধি গুপ্ত
- (গ) ফকির গরীবুল্লাহ
- (ঘ) রামরাম বসু
22. চারণকবি হিসেবে বিখ্যাত কে?
- (ক) আলাওল
- (খ) চন্দ্রাবতী
- (গ) মুকুন্দদাস
- (ঘ) মুক্তারাম চক্রবর্তী
23. বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক?
- (ক) সমরেশ মজুমদার
- (খ) শওকত ওসমান
- (গ) সমরেশ বসু
- (ঘ) আলাউদ্দিন আল আজাদ
24. পরানের গহীন ভিতর কাব্যের কবি কে?
- (ক) অসীম সাহা
- (খ) অরুণ বসু
- (গ) আবু জাফর ওবায়দুল্লাহ
- (ঘ) সৈয়দ শামসুল হক
25. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
- (ক) ডব্লিউ বি ইয়েটস
- (খ) ক্লিনটন বি সিলি
- (গ) অরুন্ধতী রায়
- (ঘ) অমিতাভ ঘােষ
26. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
- (ক) হুলিয়া
- (খ) তােমাকে অভিবাদন প্রিয়া
- (গ) সােনালি কাবিন
- (ঘ) স্মৃতিস্তম্ভ
27. রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র
- (ক) বিনােদিনী।
- (খ) হৈমন্তী
- (গ) আশালতা
- (ঘ) চারুলতা
28. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
- (ক) শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন
- (খ) রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি
- (গ) কাজী নজরুল ইসলামের কুহেলিকা
- (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা’
29. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
- (ক) গঙ্গা
- (খ) পুতুলনাচের ইতিকথা
- (গ) হাঁসুলী বাঁকের উপকথা
- (ঘ) গৃহদাহ
30. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
- (ক) শওকত আলী
- (খ) সেলিনা হােসেন
- (গ) আখতারুজ্জামান ইলিয়াস
- (ঘ) সৈয়দ শামসুল হক
31. সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?
- (ক) সৈয়দ আলী আহসান।
- (খ) সুকান্ত ভট্টাচার্য
- (গ) হুমায়ুন আজাদ
- (ঘ) নির্মলেন্দু গুণ
32. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
- (ক) স্যার এ. এফ. রহমান
- (খ) রমেশচন্দ্র মজুমদার
- (গ) সৈয়দ সাজ্জাদ হােসায়েন
- (ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
33. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
- (ক) ভূমিপুত্র
- (খ) মাটির জাহাজ
- (গ) কাঁটাতারে প্রজাপতি
- (ঘ) চিলেকোঠার সেপাই
34. কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
- (ক) বিষের বাঁশি
- (খ) যুগবাণী
- (গ) ভাঙার গান
- (ঘ) প্রলয় শিখা
35. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়।। উপন্যাসটির নাম কী?
- (ক) চৈতালী ঘূর্ণি
- (খ) রক্তের অক্ষর
- (গ) বায়ান্ন বাজার তিপান্ন গলি
- (ঘ) ১৯৭১
36. One whose attitude is ‘eat, drink and be merry’ is
- (ক) materialistic
- (খ) epicurean
- (গ) cynic
- (ঘ) stoic
37. ‘Call me if you have any problems regarding your work. Here ‘regarding’ is a/an
- (ক) gerund
- (খ) apposition
- (গ) preposition
- (ঘ) conjunction
38. ‘Come on, it’s time to go home.’ Here ‘home’ is a/an
- (ক) noun
- (খ) verb
- (গ) adjective
- (ঘ) adverb
39. ‘Who’s that?’ In this sentence ‘that’ is a/an
- (ক) pronoun
- (খ) conjunction
- (গ) adjective
- (ঘ) adverb
40. What is the noun form of the word ‘know”?
- (ক) knowing
- (খ) knowledge
- (গ) knowledgeable
- (ঘ) known
41. ‘I shall help you provided you obey me.’ Here the underlined word is a/an
- (ক) adverb
- (খ) adjective
- (গ) conjunction
- (ঘ) verb
42. ‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.’ In this sentence the verb ‘arrived’ is
- (ক) intransitive
- (খ) transitive
- (গ) causative
- (ঘ) defective
43. Which one of the following is a common gender?
- (ক) king
- (খ) sovereign
- (গ) emperor
- (ঘ) queen
44. Identify the word that can be used as both singular and plural:
- (ক) wood
- (খ) issue
- (গ) fish
- (ঘ) light
45. ‘The old man was tired of walking.’ Here ‘walking’ is a/an
- (ক) present participle
- (খ) adjective
- (গ) common noun
- (ঘ) gerund
46. ‘I will not let you go.’ In this sentence ‘go’ is a/an
- (ক) infinitive
- (খ) gerund
- (গ) participle
- (ঘ) verbal noun
47. When Ushashi entered_ the room everybody stopped talking
- (ক) into
- (খ) in
- (গ) to
- (ঘ) – no preposition required –
48. Which ‘but’ is a preposition?
- (ক) It is but right to admit our faults.
- (খ) What can we do but sit and wait?
- (গ) We tried hard, but did not succeed.
- (ঘ) There is no one but likes him.
49. ‘Give somebody a piece of your mind’ means to
- (ক) tell someone that you are very angry with them.
- (খ) say exactly what you feel or think.
- (গ) return or to help somebody return to a normal situation.
- (ঘ) give somebody mental peace.
50. ‘To win a prize is my ambition.’ The underlined part of the sentence is a/an
- (ক) adjective phrase
- (খ) noun phrase
- (গ) adverb phrase
- (ঘ) conjunctional phrase
51. Choose the word opposite in meaning to ‘terse’:
- (ক) concise
- (খ) detailed
- (গ) expressive
- (ঘ) descriptive
52. Identify the correct spelling:
- (ক) questionaire
- (1) questionoir
- (গ) questionnaire
- (ঘ) questionair
53. Find out the correct passive form of the sentence ‘Who taught you French?’
- (ক) By whom you were taught French?
- (খ) By whom French was taught you?
- (গ) French was taught you by whom?
- (ঘ) By whom were you taught French?
54. Select the correct comparative form of the sentence – ‘A string of pearls was not so bright as her teeth.’
- (ক) Her teeth was more brighter than a string of pearls.
- (খ) Her teeth were brighter than a string of pearls.
- (গ) A string of pearls was brighter than her teeth.
- (ঘ) A string of pearls were very bright than her teeth.
55. Which one is a correct sentence?
- (ক) The doctor found my pulse.
- (খ) The doctor took my pulse.
- (গ) The doctor examined my pulse.
- (ঘ) The doctor saw my pulse.
56. ‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium?’ Who speaks the famous lines?
- (ক) Caesar
- (খ) Antony
- (গ) Faustus
- (ঘ) Romeo
57. The Character ‘Alfred Doolittle’ is taken from Shaw’s play titled
- (ক) Pygmalion
- (খ) Man and Superman
- (গ) The Doctor’s Dilemma
- (ঘ) Mrs. Warren’s Profession
58. In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of
- (ক) Norway
- (খ) Britain
- (গ) Denmark
- (ঘ) France
59. The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by
- (ক) W. B. Yeats
- (খ) T. S. Eliot
- (গ) Walter Scott
- (ঘ) Robert Browning
60. Who is the author of the first scientific romance ‘The Time Machine’?
- (ক) H. G. Wells
- (খ) Samuel Butler
- (গ) Henry James
- (ঘ) George Moore
61. Adela Quested and Mrs. Moore are characters from the novel
- (ক) David Copperfield
- (খ) The Return of the Native
- (গ) A Passage to India
- (ঘ) Adam Bede
62. ‘Shylock’ is a character in the play
- (ক) Twelfth Night
- (খ) The Merchant of Venice
- (গ) Romeo and Juliet
- (ঘ) Measure for Measure
63. ‘Why, then, ’tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.’ This extract is taken from the drama
- (ক) King Lear
- (খ) Macbeth
- (গ) As You Like It
- (ঘ) Hamlet
64. ‘Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield’ is taken from the poem written by
- (ক) Robert Browning
- (খ) Matthew Arnold
- (গ) Alfred Tennyson
- (ঘ) Lord Byron
65. ‘Pip’ is the protagonist in Charles Dickens’ novel
- (ক) A Christmas Carol
- (খ) A Tale of Two Cities
- (গ) Oliver Twist
- (ঘ) Great Expectations
66. ‘Lady Chatterley’s Lover’ was written by the author of
- (ক) Lord Jim
- (খ) The Rainbow
- (গ) Ulysses
- (ঘ) A Passage to India
67. ‘Vanity Fair’ is a novel written by-
- (ক) D. H. Lawrence
- (খ) William Makepeace Thackeray
- (গ) Joseph Conrad
- (ঘ) Virgina Woolf
68. Who is not a romantic poet?
- (ক) P. B. Shelley
- (খ) S. T. Coleridge
- (গ) John Keats
- (ঘ) T. S. Eliot
69. The play ‘The Birthday Party’ is written by
- (ক) Samuel Beckett
- (খ) Henry Livings
- (গ) Harold Pinter
- (ঘ) Arthur Miller
70. ‘Time held me green and dying Though I sang in my chains like the sea.’ These lines have been quoted from Dylan Thomas’ poem
- (ক) The Flower
- (খ) Fern Hill
- (গ) By Fire
- (ঘ) After the Funeral
71. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
- (ক) অশােক
- (খ) শশাঙ্ক
- (গ) মেগদা
- (ঘ) ধর্মপাল
72. মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
- (ক) ৫ম-৬ষ্ঠ শতক
- (খ) ৬ষ্ঠ-৭ম শতক
- (গ) ৭ম-৮ম শতক
- (ঘ) ৮ম-৯ম শতক
73. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
- (ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ
- (খ) নাসিরুদ্দীন মাহমুদ শাহ
- (গ) আলাউদ্দিন হােসেন শাহ
- (ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ
74. বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
- (ক) হেমন্ত সেন।
- (খ) বল্লাল সেন।
- (গ) লক্ষণ সেন
- (ঘ) কেশব সেন
75. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
- (ক) পুণ্ড্র
- (খ) তাম্রলিপ্তি
- (গ) গৌড়
- (ঘ) হরিকেল
76. বঙ্গভঙ্গ রদ কে ঘােষণা করেন?
- (ক) লর্ড কার্জন
- (খ) রাজা পঞ্চম জর্জ
- (গ) লর্ড মাউন্ট ব্যাটেন
- (ঘ) লর্ড ওয়াভেল
77. ঢাকা শহরের গােড়াপত্তন হয়—
- (ক) ব্রিটিশ আমলে
- খে) সুলতানি আমলে
- (গ) মুঘল আমলে
- (ঘ) স্বাধীন নবাবী আমলে
78. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
- (ক) নওয়াব আবদুল লতিফ
- (খ) স্যার সৈয়দ আহমেদ
- (গ) নওয়াব স্যার সলিমুল্লাহ
- (ঘ) খাজা নাজিমুদ্দিন
79. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- (ক) খাজা নাজিম উদ্দীন
- (খ) নুরুল আমিন।
- (গ) লিয়াকত আলী খান
- (ঘ) মােহাম্মদ আলী জিন্নাহ
80. লাহােরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যােগদান করেন?
- (ক) ২০-২১ ফেব্রুয়ারি ১৯৭৪
- (খ) ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
- (গ) ২৫-২৬ ফেব্রুয়ারি ১৯৭৪
- (ঘ) ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪
81. বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরী শান্তি পুরস্কার প্রদান করা হয়?
- (ক) ২০ মে ১৯৭২
- (খ) ২১ মে ১৯৭২
- (গ) ২২ মে ১৯৭২
- (ঘ) ২৩ মে ১৯৭২
82. ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না—
- (ক) শাসনতান্ত্রিক কাঠামাে
- (খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
- (গ) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
- (ঘ) বিচার ব্যবস্থা
83. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়—
- (ক) রােজ গার্ডেনে
- (খ) সিরাজগঞ্জে
- (গ) সন্তোষে
- (ঘ) সুনামগঞ্জে
84. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রােডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়?
- (ক) এপ্রিল ১০, ১৯৭১
- (খ) এপ্রিল ১১, ১৯৭১
- (গ) এপ্রিল ১২, ১৯৭১
- (ঘ) এপ্রিল ১৩, ১৯৭১
85. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
- (ক) সিপাহী মােস্তফা কামাল
- (খ) ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
- (গ) ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ
- (ঘ) সিপাহী হামিদুর রহমান
86. কে বীরশ্রেষ্ঠ নন?
- (ক) হামিদুর রহমান
- (খ) মােস্তফা কামাল
- (গ) মুন্সী আব্দুর রহিম
- (ঘ) নূর মােহাম্মদ শেখ
87. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
- (ক) ৭ মার্চ ১৯৭৩
- (খ) ১৭ মার্চ ১৯৭৩
- (গ) ২৭ মার্চ ১৯৭৩
- (ঘ) ৭ মার্চ ১৯৭৪
88. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
- (ক) ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
- (খ) ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
- (গ) ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
- (ঘ) ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
89. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
- (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- (খ) মােহাম্মদউল্লাহ
- (গ) তাজউদ্দিন আহমদ
- (ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
৯০। বাংলাদেশের সংবিধানের ত্রয়ােদশ সংশােধনীর মূল বিষয় কী ছিল?
- (ক) বহুদলীয় ব্যবস্থা
- (খ) বাকশাল প্রতিষ্ঠা
- (গ) তত্ত্বাবধায়ক সরকার
- (ঘ) সংসদে মহিলা আসন
91. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
- (ক) ৪র্থ তফসিল
- (খ) ৫ম তফসিল
- (গ) ৬ষ্ঠ তফসিল
- (ঘ) ৭ম তফসিল
92.কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযােগ্য নয়?
- (ক) অনুচ্ছেদ ৭
- (খ) অনুচ্ছেদ ৭(ক)
- (গ) অনুচ্ছেদ ৭(খ)
- ঘ) অনুচ্ছেদ ৮
93. সংবিধানের কোন অনুচ্ছেদের আলােকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
- (ক) অনুচ্ছেদ ২২
- (খ) অনুচ্ছেদ ২৩
- (গ) অনুচ্ছেদ ২৪
- (ঘ) অনুচ্ছেদ ২৫
94. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
- (ক) দক্ষিণ তালপট্টি
- (খ) সেন্টমার্টিন
- (গ) নিঝুম দ্বীপ
- (ঘ) ভােলা।
95. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
- (ক) ৩টি
- (খ) ৪টি
- (গ) ৫টি
- (ঘ) ৬টি
96. কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশি’ নেত্রকোনায়?
- (ক) সাঁওতাল
- (খ) গারাে
- (গ) খাসিয়া
- (ঘ) মুরং
97. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
- (ক) রাঙ্গামাটি
- (খ) খাগড়াছড়ি
- (গ) বান্দরবান
- (ঘ) সিলেট
98. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
- (ক) খাগড়াছড়ি জেলায়
- (খ) রাঙ্গামাটি জেলায়
- (গ) বান্দরবান জেলায়
- (ঘ) কক্সবাজার জেলায়
99. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
- (ক) জাবেদ করিম
- (খ) ফজলুল করিম
- (গ) জাওয়াদুল করিম
- (ঘ) মঞ্জুরুল করিম
১০০। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
- (ক) IDA credit-এর মাধ্যমে
- (খ) IMF-এর bailout package-এর মাধ্যমে
- (গ) প্রবাসীদের পাঠানাে remittance-এর মাধ্যমে
- (ঘ) বিশ্ব ব্যাংকের budgetary support-এর মাধ্যমে
101. জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে ‘pandemic’ ঘােষণা করেছে?
- (ক) ECOSOC
- (খ) FAO
- (গ) WHO
- (ঘ) HRC
102. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমােক্রেটিক দলের মনােনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?
- (ক) ২৫০০
- (খ) ১৯৯১
- (গ) ১৯৫০
- (ঘ) ১৮৯০
103. জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
- (ক) অ্যানেগরেট ক্রাম্প
- (খ) লিনা হেডরিচ
- (গ) অ্যাঞ্জেলা মারকেল
- (ঘ) পেট্রা কেলি
104. সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?
- (ক) Weapons of Mass Destruction
- (খ) Worldwide Mass Destruction
- (গ) Weapons of Missile Defense
- (ঘ) Weapons for Massive Destruction
105. ২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
- (ক) ডেনমার্ক
- (খ) নরওয়ে
- (গ) জার্মানি
- (ঘ) সিঙ্গাপুর
106. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে?
- (ক) WTO
- (খ) MIGA
- (গ) World Bank
- (ঘ) UNCTAD
107. চার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
- (ক) ৩টি
- (খ) ২টি
- (গ) ৫টি
- (ঘ) ৪টি
108. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরােধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নােবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
- (ক) ক্যামেরুন এবং ইথিওপিয়া
- (খ) পেরু এবং ভেনেজুয়েলা
- (গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
- (ঘ) মালি এবং সেনেগাল
109. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
- (ক) দক্ষিণ আমেরিকা
- (খ) আফ্রিকা
- (গ) মধ্যপ্রাচ্য
- (ঘ) ইউরােপ
110. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
- (ক) কিউবা
- (খ) ভিয়েতনাম
- (গ) উজবেকিস্তান
- (ঘ) সােমালিয়া
111. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
- (ক) রাশিয়া
- (খ) ডেনমার্ক
- (গ) সুইডেন
- (ঘ) ইংল্যান্ড
112. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রােহিঙ্গা গণহত্যার অভিযােগে মামলা করে কোন দেশ?
- (ক) নাইজেরিয়া
- (খ) গাম্বিয়া
- (গ) বাংলাদেশ
- (ঘ) আলজেরিয়া
113. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- (ক) ১৯৪৫ সালে
- (খ) ১৯৪৯ সালে
- (গ) ১৯৪৮ সালে
- (ঘ) ১৯৫১ সালে
114. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- (ক) জিব্রাল্টার প্রণালী
- (খ) বসফরাস প্রণালী
- (গ) বাবেল মান্দেব প্রণালী
- (ঘ) বেরিং প্রণালী
115. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
- (ক) ১৯১২ সালে
- (খ) ১৯১৩ সালে
- (গ) ১৯১৪ সালে
- (ঘ) ১৯১৫ সালে
116. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
- (ক) রুয়ান্ডা
- (খ) সিয়েরালিয়ন
- (গ) সুদান
- (ঘ) লাইবেরিয়া
117. জাতিসংঘ নামকরণ করেন—
- (ক) রুজভেল্ট
- (খ) স্টালিন
- (গ) চার্চিল
- (ঘ) দ্যা গল
118. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
- (ক) সৌদি আরব
- (খ) মালয়েশিয়া
- (গ) পাকিস্তান।
- (ঘ) তুরস্ক
119. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
- (ক) সুইডেন
- (খ) মার্কিন যুক্লাষ্ট্র
- (গ) যুক্তরাজ্য
- (ঘ) জার্মানি
120. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
- (ক) ১৯৪৪ সালে
- (খ) ১৯৪৫ সালে
- (গ) ১৯৪৮ সালে
- (ঘ) ১৯৪৯ সালে
121. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানাে হয় তার নাম
- (ক) আইসােথি
- (খ) আইসােহাইট
- (গ) আইসােহ্যালাইন
- (ঘ) আইসােথার্ম
122. মার্বেল কোন ধরনের শিলা?
- (ক) রূপান্তরিত শিলা
- (খ) আগ্নেয় শিলা
- গ) পাললিক শিলা
- (ঘ) মিশ্র শিলা
123. নিচের কোনটি সত্য নয়?
- (ক) ইরাবতী মায়ানমারের একটি নদী
- (খ) গােবী মরুভূমি ভারতে অবস্থিত
- (গ) থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
- (ঘ) সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
124. দক্ষিণ গােলার্ধে উষ্ণতম মাস কোনটি?
- (ক) জানুয়ারি
- (খ) ফেব্রুয়ারি
- (গ) ডিসেম্বর।
- (ঘ) মে
125. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
- (ক) মেঘনা মােহনায়
- (খ) সুন্দরবনের দক্ষিণে
- (গ) পদ্মা এবং যমুনার সংযােগস্থলে
- (ঘ) টেকনাফের দক্ষিণে
126. বেঙ্গল ফ্যান’-ভূমিরূপটি কোথায় অবস্থিত?
- (ক) মধুপুর গড়ে
- (খ) বঙ্গোপসাগরে
- (গ) হাওর অঞ্চলে
- (ঘ) টারশিয়ারি পাহাড়ে
127. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
- (ক) সিরাস
- (খ) নিম্বাস
- (গ) কিউলাস
- (ঘ) স্ট্রেটাস
128. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলাে:
- (ক) আপদ ঝুঁকি হ্রাস
- (খ) জলবায়ু পরিবর্তন হ্রাস
- (গ) জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
- (ঘ) সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
129. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
- (ক) ময়নামতি
- (খ) পুণ্ড্রবর্ধন
- (গ) পাহাড়পুর
- (ঘ) সােনারগাঁ
130. UDMC-এর পূর্ণরূপ হলাে:
- (ক) United Disaster Management Centre
- (খ) Union Disaster Management Committee
- (গ) Union Disaster Management Centre
- (ঘ) none of the above
131. আলােকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
- (ক) দূরত্ব
- (খ) সময়
- (গ) ভর
- (ঘ) ওজন
132. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
- (ক) কার্বন
- (খ) কার্বন ও অক্সিজেন
- (গ) কার্বন ও হাইড্রোজেন
- (ঘ) কার্বন ও নাইট্রোজেন
133. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
- (ক) ১০০ জুল
- (খ) ৬০ জুল
- (গ) ৬০০০ জুল
- (ঘ) ৩৬০০০০ জুল
134. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী—
- (ক) ভেইন
- (খ) আর্টারি
- (গ) ক্যাপিলারি
- (ঘ) নার্ভ
135. প্রােটিন তৈরি হয়—
- (ক) ফ্যাটি অ্যাসিড দিয়ে
- (খ) নিউক্লিক অ্যাসিড দিয়ে
- (গ) অ্যামিনাে অ্যাসিড দিয়ে
- (ঘ) – উপরের কোনটিই নয় –
136. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি—
- (ক) আয়রন
- (খ) কার্বন
- (গ) টাংস্টেন
- (ঘ) লেড
137. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
- (ক) COD > BOD
- (খ) COD <BOD
- (গ) COD = BOD
- (ঘ) – উপরের কোনটিই নয় –
138. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল
- (ক) ১৯৯০
- (খ) ১৯৯৫
- (গ) ১৯৯৭
- (ঘ) ২০০০
139. আইনস্টাইন নােবেল পুরস্কার পান
- (ক) আপেক্ষিক তত্ত্বের উপর
- খে) মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
- (গ) কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
- (ঘ) আলােক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
140. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
- (ক) পুকুরের পানিতে
- (খ) লেকের পানিতে
- (গ) নদীর পানিতে
- (ঘ) সাগরের পানিতে
141. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- (ক) গ্লিসারিন।
- (খ) ফিটকিরি
- (গ) সােডিয়াম ক্লোরাইড
- (ঘ) ক্যালসিয়াম কার্বোনেট
142. মানবদেহে লােহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
- (ক) ৭ দিন
- (খ) ৩০ দিন
- (গ) ১৮০ দিন
- (ঘ) – উপরের কোনটিই নয় –
143. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
- (ক) ভেগা
- (খ) প্রক্সিমা সেন্টাউরি
- (গ) আলফা সেন্টাউরি A
- (ঘ) আলফা সেন্টাউরি B
144. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
- (ক) স্ট্রাটোমণ্ডল
- (খ) ট্রপােমণ্ডল
- (গ) মেসােমণ্ডল
- (ঘ) তাপমণ্ডল
145. কাদুনে গ্যাসের অপর নাম কী?
- (ক) ক্লোরােপিক্রিন
- (খ) মিথেন
- (গ) নাইট্রোজেন
- (ঘ) ইথেন
146. API মানে–
- (ক) Advanced Processing Information
- (খ) Application Processing Information
- (গ) Application Programming Interface
- (ঘ) Application Processing Interface
147. যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক। তার নাম-
- (ক) AND গেইট।
- (খ) OR গেইট
- (গ) NAND গেইট
- (ঘ) – উপরের কোনটিই নয় –
148. Apache এক ধরনের–
- (ক) Database Management System (DBMS)
- (খ) Web Server
- (গ) Web Browser
- (ঘ) Protocol
149. একটি সিস্টেম যেখানে আইটেমগুলাে এক প্রান্তে সংযােজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানাে হয় তার নাম
- (ক) Array
- (খ) Linked list
- (গ) Stack
- (ঘ) Queue
150. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
- (ক) Oracle
- (খ) McAfee
- (গ) Norton
- (ঘ) Kaspersky
151. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে—
- (ক) compiler
- (খ) loader
- (গ) operating system
- (ঘ) bootstrap
152. মাইক্রোসফট IIS হচ্ছে একটি
- (ক) ইমেইল সার্ভার
- (খ) ওয়েব সার্ভার
- (গ) ডাটাবেইস সার্ভার
- (ঘ) ফাইল সার্ভার
153. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
- (ক) ১০-৩০ মিটার
- (খ) ১০-৫০ মিটার
- (গ) ১০-১০০ মিটার
- (ঘ) ১০-৩০০ মিটার
154. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে
- (ক) Machine language
- (খ) C
- (গ) Java
- (ঘ) Python
155. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিক্স মডেল কোনটি?
- (ক) অবকাঠামােগত
- (খ) প্লাটফর্মভিত্তিক
- (গ) সফ্টওয়্যার
- (ঘ) – উপরের সবগুলাে
156. কোন নেটওয়ার্ক টপােলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
- (ক) বাস টপােলজি
- (খ) রিং টপােলজি
- (গ) স্টার টপােলজি
- (ঘ) ট্রি টপােলজি
157. নিচের কোনটি সঠিক নয়?
- (ক) (A + B) = A. B.
- (খ) (A + B)’ = A’ + B’
- (গ) (A. B.C) = A + B + C
- (ঘ) (A + B + c) = A. B.C
158. নিচের কোনটির যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম?
- (ক) Wi-Fi ।
- (খ) Bluetooth
- (গ) Wi-Max
- (ঘ) cellular network
159. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
- (ক) ১১১
- (খ) ১০১
- (গ) ০১১
- (ঘ) ০০১
160. RFID বলতে বুঝায়–
- (ক) Random Frequency Identification
- (খ) Random Frequency Information
- (গ) Radio Frequency Information
- (ঘ) Radio Frequency Identification
161. V-8 x V-2 = কত?
- (ক) 4
- (খ) 4i
- (গ) -4
- (ঘ) –4i
162. | | – 2| <3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?
- (ক) m = 1, n = 10
- (খ) m = 2, n = 20
- (গ) m = 3, n = 30
- (ঘ) m = 4, n = 40
163. ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
- (ক) ২১ত বর্গ সে.মি.
- (খ) ২৩২ বর্গ সে.মি.
- (গ) ২৫Vত বর্গ সে.মি.
- (ঘ) ২৭৩ বর্গ সে.মি.
164. AABC এর ZA = 40° এবং ZB = 809। ZC এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে LCD A =?
- (ক) ১১০°
- (খ) ১০০
- (গ) ৯০°
- (ঘ) ৮০°
165. log, log, e2 =?
- (ক) -2
- (খ) -1
- (গ) 1
- (ঘ) 2
166. 5* +৪. 5x + 16.5* = 1 হলে, x এর মান কত?
- (ক) -3
- (খ) -2
- (গ) -1
- (ঘ) -1/2
167. 5/12, 6/13, 11/24, 3/8, এবং এর মধ্যে বড় ভগ্নাংশটি
- (ক) 5/12
- (খ) 6/13
- (গ) 11/24
- (ঘ) 3/8
168. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
- (ক) ৫%
- (খ) ১০%
- (গ) ২০%
- (ঘ) ২৫%
169. ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন। মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
- (ক) ১০
- (খ) ১৫
- (গ) ২৫
- (ঘ) ৩০
170. x + 2/3 + 2/3 = 0 হলে, x3 + 6 এর মান কত?
- (ক) 4x
- (খ) 6x
- (গ) 4
- (ঘ) ৪
171. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- (ক) ৯৪০ টাকা
- (খ) ৯৬০ টাকা
- (গ) ৯৬৮ টাকা
- (ঘ) ৯৮০ টাকা
172. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
- (ক) ৮%
- (খ) ৮%
- (গ) ১০%
- (ঘ) ১১২
173. a + b = 7 এবং ab = 12 হলে, 1/a2 + a/b2, এর মান কত?
- (ক) 3/25
- (খ) 25/144
- (গ) 31/144
- (ঘ) 11/49
174. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলাের একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
- (ক) 1/22
- (খ) 1/64
- (গ) 1/60
- (ঘ) 2/65
175. ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + …….. ধারাটির অসীম পদ পর্যন্ত যােগফল–
- (ক) 4/33
- (খ) 4/99
- (গ) 112/99
- (ঘ) 14/99
176. পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তাঁরা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
- (ক) শশুর
- (খ) পিতা
- (গ) চাচা
- (ঘ) ভাই
177. ঘড়ি : কাঁটা : থার্মোমিটার : ?
- (ক) ফারেনহাইট
- (খ) তাপমাত্রা
- (গ) চিকিৎসা
- (ঘ) পারদ
178. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
- (ক) ৩১
- (খ) ৩২
- (গ) ৩৩
- (ঘ) ৩৪
179. যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
- (ক) রবিবার
- (খ) সােমবার
- (গ) মঙ্গলবার
- (ঘ) বুধবার
180. ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আরকতক্ষণ সময় বাকি আছে?
- (ক) ১৫ মিনিট
- (খ) ২০ মিনিট
- (গ) ২৫ মিনিট
- (ঘ) ৩০ মিনিট
181. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫%। বেড়েছে। মােটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
- (ক) ০.৫% বেড়েছে
- (খ) ০.২৫% বেড়েছে
- (গ) ০.২৫% কমেছে
- (ঘ) ০.৫% কমেছে
182. কোন বানানটি শুদ্ধ?
- (ক) Incyclopedia
- (খ) Encyclopedia
- (গ) Enciclopadia
- (ঘ) Encyclopedea
৮৩। নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
- (ক) রা এ হাে অ
- (খ) র বা ধী প নি
- (গ) দ্র তা রি দা
- (ঘ) সা ব ব অ ধ্যা
184 ‘RELATION’-এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
- (ক) NOITALEA
- (খ) NOITALER
- (গ) RELATION
- (ঘ) NOITALER
185. প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
- (ক) ১৮
- (খ) ৬৮
- (গ) ৮১
- (ঘ) ৪৪
186. “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন – সাহেবের কথা।”
- (ক) আইয়ুব খান
- (খ) ইয়াহিয়া খান
- (গ) ভুট্টো
- (ঘ) কিসিঞ্জার
187. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
- (ক) পূর্ব
- (খ) পশ্চিম
- (গ) উত্তর
- (ঘ) দক্ষিণ
188. স্কু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক
- (ক) একই দিকে
- (খ) উল্টো দিকে
- (গ) উলম্ব রেখায়
- (ঘ) সমান্তরালে
189. নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
- (ক) 18/36
- (খ) 5/3
- (গ) 16/31
- (ঘ) 4/12
190. .১ X ৩.৩৩ X ৭.১ =?
- (ক) ৭.১৫
- (খ) ৫.১৮
- (গ) ২.৩৬
- (ঘ) ১.৯৮
191. কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন?
- (ক) হ্যারল্ড উইলসন
- (খ) এডওয়ার্ড ওসবর্ন উইলসন
- (গ) জন স্টুয়ার্ট মিল
- (ঘ) ইমানুয়েল কান্ট
192. প্লেটো সদগুণ’ বলতে বুঝিয়েছেন
- (ক) প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
- (খ) আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
- (গ) সুখ, ভালােত্ব ও প্রেম
- (ঘ) প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়
193. ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে?
- (ক) মেকিয়াভেলি
- (খ) রাসেল
- (গ) প্লেটো
- (ঘ) এরিস্টটল
194. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলােচিত হয়েছে?
- (ক) অনুচ্ছেদ ১৩
- (খ) অনুচ্ছেদ ১৮
- (গ) অনুচ্ছেদ ২০
- (ঘ) অনুচ্ছেদ ২৫
195. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলাে—
- (ক) সুশাসন
- (খ) রাষ্ট্র
- (গ) নৈতিকতা
- (ঘ) সমাজ
196. সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
- (ক) জাতিসংঘ
- (খ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
- (গ) বিশ্বব্যাংক
- (ঘ) এশিয়া উন্নয়ন ব্যাংক
197. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?
- (ক) এইচ. ডি. স্টেইন
- (খ) জন স্মিথ
- (গ) মিশেল ক্যামডেসাস
- (ঘ) এম. ডব্লিউ, পামফ্রে
198. মূল্যবােধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলাে—
- (ক) বিভিন্নতা
- (খ) পরিবর্তনশীলতা
- (গ) আপেক্ষিকতা
- (ঘ) উপরের সবগুলােই
199. মূল্যবােধ দৃঢ় হয়—
- (ক) শিক্ষার মাধ্যমে
- (খ) সুশাসনের মাধ্যমে
- (গ) ধর্মের মাধ্যমে
- (ঘ) গণতন্ত্র চর্চার মাধ্যমে
200. কোন মূল্যবোেধ রাষ্ট্র, সরকার ও গােষ্ঠী কর্তৃক স্বীকৃত?
- (ক) সামাজিক মূল্যবােধ
- (খ) ইতিবাচক মূল্যবােধ
- (গ) গণতান্ত্রিক মূল্যবোেধ
- (ঘ) নৈতিক মূল্যবােধ
No comments:
Post a Comment