*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

43rd BCS preliminary Test question solution

প্রশ্ন সেট-৩, প্রশ্ন কোড – নীলকন্ঠ

১. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বােঝায়?- বিরোধী দল

২. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? –মোহাম্মদ হানিফ

৩. বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? –এ কে এম আব্দুর রউফ

৪. বাংলার প্রাচীন জনপদ কোনটি?- পুণ্ড্র

৫. বাংলাদেশ সংবিধানের কোন অনুষদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?-২৮ (২)

৬. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কােম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?-ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস

৭. বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে? – ১৯৭৪ সালে

৮. বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?-১৮ বছর

৯. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন- অ্যাটর্নি জেনারেল

১০. নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? -বৌদ্ধ ধর্ম

১১. একনেক (ECNEC)-এর প্রধান কে?-প্রধানমন্ত্রী

১২. ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?-গম

১৩. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? – ২০০৯

১৪. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? -তাজউদ্দীন আহমদ

১৫. ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন-আব্দুল্লাহ মোহাম্মদ সাদ

১৬. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে? – ৮৭

১৭. নিপাের্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?-জনসংখ্যা গবেষণা

১৮. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল? -বেদ

১৯. প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?-কুমিল্লা ও নোয়াখালী

২০. কোনটি সাংবিধানিক পদ নয়?-চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

২১. বাংলাদেশে কোনটি ব্যাংক নােট নয়?- ২ টাকা

২২. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? -১৯৯৮ সালে

২৩. ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?- রেহমান সোবহান

২৪. ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?-৮ নং সেক্টরে

২৫. নিমােক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি? – ২০১৫ সালে

২৬. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? -তামাক

২৭. ‘সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?- স্টক মার্কেট

২৮. ওরাওঁ জনগােষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? -রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে

২৯. ১৯৬৬ সালের ৬ দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? – ৩টি

৩০. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? – মূল্য সংযোজন কর

৩১. জিবুতি দেশটি কোথায় অবস্থিত? – এডেন উপসাগরের পাশে

৩২. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? -আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)

৩৩. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? -১৫ সেপ্টেম্বর

৩৪. ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? -UNIIMOG

৩৫. ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়? – জার্মানি

৩৬. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির? উত্তর: মিং-ক্লাস

৩৭. United Nations Framework Convention on Climate Change-এর মূল আলােচ্য বিষয় – গ্রীন হাউজ গ্যাসের নিঃসরণ ও প্রশমন

৩৮. কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? উত্তর: কম্বোডিয়া

৩৯. নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? -ভারত ও চীন

৪০. বাংলাদেশ কোনটির সদস্য নয়? -OAS

৪১. চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম -উইঘুর

৪২. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?-১৭টি

৪৩. বিশ্ব মানবাধিকার দিবস-১০ ডিসেম্বর

৪৪. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? -World Bank

৪৫. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?-মালয়েশিয়া

৪৬. ‘The lady with the Lamp’ নামে পরিচিত-ফ্লোরেন্স নাইটিঙ্গেল

৪৭. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম- ন্যাশনাল ইউনিটি সরকার

৪৮. আকাবা একটি – সমুদ্র বন্দর

৪৯. Trafalgar Square-এর অবস্থান- ইংল্যান্ডে

৫০. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়- মধ্য আমেরিকায়

৫১. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?- দিনাজপুর

৫২. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?- ভূমিকম্প

৫৩. নিম্নের কোন দুর্যোগ ‘hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত? বন্যা

৫৪. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লবিত হয়? -ম্যানগ্রোভ বন

৫৫. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? -সেন্ট মার্টিনস

৫৬. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সােপান দেখা যায়? –কুমিল্লা

৫৭. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?- মায়ানমার

৫৮. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? -উত্তর-পূর্বাঞ্চল

৫৯. সােয়াচ অব নাে গ্রাউন্ড” কী? উত্তর: সাবমেরিন ক্যানিয়ন

৬০. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ? উত্তর: নড়িয়া

৬১. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রােধ কত? উত্তর: শূন্য

৬২. RFID বলতে বােঝায় উত্তর: Radio-frequency identification

৬৩. কোন মাধ্যমে আলাের পালস্ ব্যবহৃত হয়? উত্তরঃ অপটিক্যাল ফাইবার

৬৪. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে? উত্তর: @

৬৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো- উত্তর: মিথেন

৬৬. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? উত্তর: ২৬.৫০সে.

৬৭. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়? উত্তর: Oracle

৬৮. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো? উত্তরঃ ৩-৬%

৬৯. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়- উত্তর: অ্যানোডে

৭০. পানির অণু একটি- উত্তর: ডায়াচুম্বক

৭১. ৮১৭O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? উত্তর: ৯

৭২. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত? উত্তর: স্মলপক্স

৭৩. প্রোটিন তৈরি হয়- উত্তর: অ্যামিনো এসিড দিয়ে

৭৪. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস- উত্তর: RNA

৭৫. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়- উত্তর: সিস্টল

৭৬. নিচের কোনটি Output device নয়? উত্তর: Microphone

৭৭. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? উত্তর: URL

৭৮. নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ কের? উত্তর: Cloud Computing

৭৯. Keyboard এবং CPU -এর মধ্যে কোন পদ্ধতিতে Data Transmission হয়? উত্তর: Simplex

৮০. Blockchain- এর প্রতিটি block কী তথ্য বহন করে? উত্তর: উপরের সবগুলো

৮১. নিচের কোনটি Open Source DBMS? উত্তর: MySQL

৮২. নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত? উত্তর: Round-robin

৮৩. নিচের কোন প্রযুক্তি Face Recognition -এর সহায়ক ভূমিকা পালন করে? উত্তর: উপরের কোনটিই নয়

৮৪. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত? উত্তর: Denial of Service

৮৫. নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম? উত্তর: Cache Memory

৮৬. নিচের কোনটি Bluetooth -এর IEEE Standard? উত্তর: IEEE 802.15

৮৭. ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি? উত্তর: ৪৬

৮৮. DNS সার্ভারের কাজ হচ্ছে _ কে __ address -এ পরিবর্তন করা। উত্তর: Domain name, IP

৮৯. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়? উত্তর: Modem

৯০. নিচের কোনটি Multi-tasking operating system নয়? উত্তর: DOS

৯১. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুনের চেয়ে ৩ গুন লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? উত্তর: ৫ ফুট

৯২. 2log23+log25 এর মান কত? উত্তরঃ 15

৯৩. A = {x ∈ IN ⏐ 2 < x ≤ 8}, B={x ∈ IN ⏐ বিজোড় এবং x9}হলে AB)=কত? উত্তর: {3,5,7}

৯৪. একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল? উত্তর: ২৫

৯৫. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত? উত্তর: 252

৯৬. 5x – x² – 6 > 0 হয়, নিচের কোনটি সঠিক? উত্তর: 2 < x < 3

৯৭. 4ˣ + 4¹⁻ˣ = 4 হলে, x = কত? উত্তর: 1/2

৯৮. 14–16+19–27+…………..ধারাটির অসীম পদের সমষ্টি কত? উত্তর: S= 20

৯৯. x-2x-1+1x-1-2=0 এর সমাধান সেট কোনটি? উত্তর: {}

১০০. A এবং B দুটি ঘটনা যেন, P(A)=12,P(AB)=34 ,এবং P(Bc)=58। P(ACBC)= কত? উত্তরঃ 14

১০১. বাস্তব সংখ্যায় 13x-5< 13 অসমতাটির সমাধান –83<x<

১০২. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? উত্তরঃ ২০

১০৩. x=4+3হলে x3+1×3 এর মান কত? উত্তর: 52

১০৪. O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত? উত্তর: 126

১০৫. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোণের মান কত? উত্তরঃ ৬০

১০৬. একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট? উত্তর: ১৮০

১০৭. যদি ROSE কে লেখা হয় 6821. CHAIR কে লেখা হয় 73456 এবং PREACH কে লেখা হয় 961473, তাহলে SEARCH এর কোড কত? উত্তর: 214673

১০৮. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? উত্তর: 26

১০৯. DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে? উত্তর: FG

১১০. এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? উত্তর: উপরের কোনটিই নয়

১১১. লিভার (liver) এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে? উত্তর: 35 পাউন্ড

১১২. ‘ঙ,ঞ,ণ, … ‘ ধারাটির পরবর্তী অক্ষর কী হবে? উত্তর: ন

১১৩. A’ ‘B’- এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে’ তারা দু’জন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে।A’ একা কাজটি কতদিনে করতে পারবে? উত্তর: ২১ দিনে

১১৪. ‘DRIVE is to LICENCE as BREATHE is to —-. ; এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে? উত্তর: OXYGEN

১১৫. ‘প্রতিযোগিতা’য় সবসময় কী থাকে? উত্তর: participant

১১৬. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? উত্তর: চাঁদ

১১৭.নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?উত্তর: ক (M)

১১৮. নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা? উত্তর: Peculiar

১১৯. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী? উত্তর: ভাই

১২০. নিচের ক,খ,গ ও ঘ বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে? উত্তর: ক

১২১. ‘কর্তব্যের জন্য কর্তব্য’ – ধারণাটির প্রবর্তন কে? উত্তর: ইমানুয়েল কান্ট

১২২. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে? উত্তর: বার্ট্রন্ড রাসেল

১২৩. ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকত’- এটি কে বলেছেন? প্লেটো

১২৪. নৈতিক মূ্ল্যবোধের উৎস কোনটি? – ধর্ম

১২৫. `On Liberty’ গ্রন্থের লেখক কে? উত্তর: জন স্টুয়ার্ট মিল

১২৬. উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক

১২৭. সুশাসনের মূল ভিত্তি কী? – উত্তর: আইনের শাসন

১২৮.কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? উত্তর: উপযোগবাদ

১২৯. বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রনয়ন করা হয়? উত্তর: ২০১২

১৩০. বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? উত্তর: ৪টি

১৩১. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? উত্তর: সম্প্রদান কারক

১৩২. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? উত্তরঃ হিত্তিক ও তুখারিক

১৩৩. ‘রুখের তেন্ডুলি কুমীরে খাই’-এর অর্থ কী? উত্তরঃ বৃক্ষের শাখায় পাকা তেঁতুল

১৩৪. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়? উত্তরঃ ১৮৬৫

১৩৫. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী? উত্তরঃ স্বর্ণকুমারী দেবী

১৩৬. আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন? উত্তরঃ শেখ মুজিবুর রহমান

১৩৭. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী? উত্তরঃ পদ্মাপুরাণ

১৩৮. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপােষকতা লাভ করেন? উত্তরঃ জমিদার নিজাম শাহ

১৩৯. কোনটি নামধাতুর উদাহরণ? উত্তরঃ বেতা

১৪০. ‘গড্ডলিকা’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী? উত্তরঃ ভেড়া

১৪১. তাতে সমাজজীবন চলে না।’-এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? উত্তরঃ তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে

১৪২. “তােমারেই যেন ভালােবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।”-বুবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? উত্তরঃ অনন্ত প্রেম

১৪৩. হরপ্রসাদ শত্রীর উপাধি কী? উত্তরঃ মহামহোপাধ্যায়

১৪৪. ক্ষুদ্র জাতিগােষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? উত্তরঃ কর্ণফুলি

১৪৫. ‘নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়

১৪৬. বাগযন্ত্রের অংশ কোনটি? উত্তর: দাঁত

১৪৭. ‘চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়? উত্তর: নেপাল

১৪৮. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? উত্তর: নেকড়ে অরণ্যে

১৪৯. বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন? উত্তর: ব্যঞ্জনদ্বিত্ব

১৫০. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী? উত্তর: বৃহৎ বিষয়

১৫১ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা? উত্তর: আবুল মনসুর আহমদ

১৫২. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”- কে এই দামাল ছেলে? উত্তর: কামাল পাশা

১৫৩. ‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী? উত্তর: সত্যায়িত

১৫৪. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’ -এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে? উত্তর: পৌনঃপুনিকতা

১৫৫. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে? উত্তর: শঙ্খ ঘোষ

১৫৬. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর: ফারসি

১৫৭. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি? উত্তর: আ

১৫৮. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী? উত্তর: বেঁচে থাকার ইচ্ছা

১৫৯. ভুল বানান কোনটি? উত্তর: ভূবন

১৬০. ‘‍যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’ -এটি কোন ধরনের বাক্যে? উত্তর: জটিল বাক্য

১৬১. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস? উত্তর: কর্মধারয়

১৬২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: দেবানন্দপুর গ্রাম, হুগলি

১৬৩. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়- উত্তর: ১৯ জানুয়ারি, ১৯২৬

১৬৪. সজনীকান্ত দাস সম্পদিত পত্রিকার নাম কী? উত্তর: শনিবারের চিঠি

১৬৫. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ -কে রচনা করেন এই ক্যাব্যাখানি? উত্তর: জীবনানন্দ দাশ

১৬৬. Who is not an Irish writer? উত্তর: D.H. Lawrence

১৬৭. ‘A “herd” of cattle is passing.’ The underlined word is a/an উত্তর: collective noun

১৬৮. What is the antonym for the word ‘deformation? উত্তর: wholeness

১৬৯. Words inscribed on a tomb is an- উত্তর: epitaph

১৭০. The phrase ‘dog days’ means- উত্তর: hot weather

১৭১. Which gender is the word ‘orphan’? উত্তর: generous

১৭২. What is the noun form of the word ‘laugh’? উত্তর: laughter

১৭৩. Identify the word which is spelt incorrectly: উত্তর: ocassion

১৭৪. Change the voice: ‘Nobody trusts a traitor.’ উত্তর: A traitor is not trusted by anybody.

১৭৫.Who wrote the play ‘The Way of the Word? উত্তর: William Congreve

১৭৬. “Better to reign in Hell, than serve in Heav’n.” Who wrote this? উত্তর: John Milton

১৭৭. Who is not a modern poet? উত্তর: John Keats

১৭৮. Who is the author of the novel ‘The God of Small Things’?উত্তর: Arundhati Roy

১৭৯. “Moby Dick’, a novel, was written by-উত্তর: Herman Melville

১৮০. “If Winter comes, can Spring be far behind?”-Who wrote this?উত্তর: P.B. Shelley

১৮১. O’ Henry was from –উত্তর: America

১৮২. Where is the setting of the play ‘Hamlet’? উত্তর: Denmark

১৮৩. What is the adjective form of the word ‘people”? উত্তর: populous

১৮৪. ‘He contemplated marrying his cousin.’ Here ‘marrying’ is a/an উত্তর: gerund

১৮৫. No Second Troy’ is a – উত্তর: poem

১৮৬. The word ‘to genuflect’ means উত্তর: to bend the knee

১৮৭. Fill in the blank: ‘She went to New Market — উত্তর: on foot

১৮৮. What kind of play is ‘Julius Ceasar”? উত্তর: Historical

১৮৯. Fill in the gap:

Birds fly — in the sky. উত্তর: at large

১৯০. Who is the author of ‘Jane Eyre”? উত্তর: Charlotte Bronte

১৯১. Which of the following novels is not written by an English writer? উত্তর: One Hundred Years of Solitude.

১৯২. A speech full of too many words is উত্তর: a verbose speech

১৯৩. Who is the poet of the poem ‘Ozymandias”? উত্তর: P.B Shelley

১৯৪. The most famous romantic poet of English literature is! উত্তর: William Wordsworth

১৯৫. Identify the correct synonym for the word ‘magnanimous.উত্তর: generous

১৯৬. Choose the right form of verb: It is high time we (act) on the matter. উত্তর: acted

১৯৭. —-was both a poet and a painter. উত্তর: William Blake

১৯৮. Identify the correct sentence:উত্তর: The girl burst into tears.

১৯৯. The phrase ‘sine die’ means উত্তর: uncertain

২০০. Do you have any money—-you? উত্তর: on

42nd BCS Preliminary Test Question and Solution

প্রশ্ন: 01: What is the correct indirect form of : He said, “You had better see a doctor”

(a) He advised him to see a doctor

(b) He advised that he should see a doctor

(c) He suggested that he had seen a doctor

(d) He proposed to see a doctor

উত্তর: (a) He advised him to see a doctor

ব্যাখ্যা: He said, “You had better see a doctor” বাক্যটি দ্বারা উপদেশ বুঝিয়েছে। Reported Speech টি Imperative Sentence. Imperative Sentence কে Indirect Narration করার নিয়ম নিম্নরূপ: Reporting Verbটি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হয়। object (যদি থাকে) + Inverted Comma উঠে গিয়ে to বসে + Reported speech- এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

প্রশ্ন: 02: Identify the word that remains same in plural form:

(a) deer

(b) horse

(c) elephant

(d) tiger

উত্তর: (a) deer

ব্যাখ্যা: Canon, corps, deer, dozen, hundred, public, score, series, sheep, species, swine, thousand ইত্যাদি word -এর plural form হয় না। dozen, hundred, score, thousand এদের পূর্বে some, many থাকলে অথবা এদের পরে of থাকলে s যুক্ত হয়ে plural হয়ে থাকে।

প্রশ্ন: 03: সঠিক বানান নয় কোনটি?

(a) ধরণি

(b) মূর্ছা

(c) গুণ

(d) প্রানী

উত্তর: (d) প্রানী

ব্যাখ্যা: এখানে সঠিক বানান নয় এমন শব্দ ‘প্রানী’; যার সঠিক বানান প্রাণী। অপর তিনটি শব্দের বানান সঠিক। সঠিক শব্দুগলো হলো- ধরণি, মূর্ছা, গুণ।

প্রশ্ন: 04: যদি ICE : COLDNESS হয়, তবে EARTH:?

(a) weight

(b) jungle

(c) sea

(d) Gravity

উত্তর: (d) Gravity

ব্যাখ্যা: As effect of ICE is Coldness, Similarly the effect of Earth is gravitation.d

প্রশ্ন: 05: নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ এর প্রতিষ্ঠাতা কে?

(a) গোপাল

(b) ধর্মপাল

(c) মহীপাল

(d) বিগ্রহপাল

উত্তর: (b) ধর্মপাল

ব্যাখ্যা: নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহারটি তৈরি করছিলেন।

প্রশ্ন: 06: IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী-

(a) পানি সম্পদ রক্ষা করা

(b) সন্ত্রাস দমন করা

(c) প্রাকৃতিক সম্পদ রক্ষা করা

(d) পরিবেশ দূষণ রোধ করা

উত্তর: (c) প্রাকৃতিক সম্পদ রক্ষা করা

ব্যাখ্যা: IUCN (International Union for Conservation of Nature) হলো বিশ্বব্যাপী প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বেসরকারি সংস্থা। এটি ১৯৪৮ সালে ফ্রান্সে গঠিত হয়। এর সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।

প্রশ্ন: 07: কোন চুক্তির মাধ্যমে ইউরোপের “Thirty years’ war” এর সমাপ্তি ঘটে?

(a) ভাসাই চুক্তি, ১৯১৯

(b) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮

(c) প্যারিস চুক্তি, ১৭৮৩

(d) লুজান চুক্তি, ১৯২৩

উত্তর: (b) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮

ব্যাখ্যা: ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮ হলো ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত চুক্তির সমষ্টি। ষোড়শ শতকের রিফরমেশনের প্রভাবে সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ ধর্মযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধ ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত স্থায়ী হয়। ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে Thirty Years এর ধর্মযুদ্ধ শেষ হয়।

প্রশ্ন: 08: P(A)=13;P(B)=23;A

(a) 34

(b) 23

(c) 13

(d) 14

উত্তর: (b) 23

ব্যাখ্যা:

প্রশ্ন: 09: Which word is correct?

(a) Furnitures

(b) Informations

(c) Sceneries

(d) Proceeds

উত্তর: (d) Proceeds

ব্যাখ্যা: কিছু Noun শব্দ রয়েছে যেগুলো সর্বদাই singular হিসেবে ব্যবহৃত হয়, যেমন- abuse, advice, alphabet, bread, furniture, information, knowledge, poetry, issue / off spring, scenery ইত্যাদি। proceeds (noun) অর্থাৎ বিক্রয়লব্ধ অর্থ বা লাভ।

প্রশ্ন: 10: মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-

(a) ২ মার্চ ২০২০

(b) ২৫ জানুয়ারি ২০২০

(c) ৩০ এপ্রিল ২০২০

(d) ২৯ ফেব্রুয়ারি ২০২০

উত্তর: (d) ২৯ ফেব্রুয়ারি ২০২০

ব্যাখ্যা: ২৯ ফেব্রুয়ারি, ২০২০ কাতারের রাজধানী দোহায় মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে। যদিও নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটি পর্যালোচনা করছেন। চুক্তি অনুসারে প্রথম ৮ মাসের মধ্যে ৫০০০ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। পরবর্তীতে সব সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন জালমে খলিলজাদ এবং তালেবান দের পক্ষে স্বাক্ষর করে মোল্লা আব্দুল বেরাদার গনি।

প্রশ্ন: 11: 5+8+11+14+ …… ধারাটির কত তম পদ 302।

(a) 60 তম পদ

(b) 70 তম পদ

(c) 90 তম পদ

(d) 100 তম পদ

উত্তর: (d) 100 তম পদ

ব্যাখ্যা:

প্রশ্ন: 12 : ৩০ কি.মি. পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?

(a) ৪ কি.মি./ঘণ্টা

(b) ৫ কি.মি./ঘণ্টা

(c) ৬ কি.মি./ঘণ্টা

(d) ৭.৫ কি.মি./ঘণ্টা

উত্তর: (b) ৫ কি.মি./ঘণ্টা

ব্যাখ্যা:

প্রশ্ন: 13: বঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?

(a) নদীয়া

(b) ত্রিপুরা

(c) পুরুলিয়া

(d) বরিশাল

উত্তর: (d) বরিশাল

ব্যাখ্যা: বাংলা ভাষার উপভাষাকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়। ১. রাঢ়ি (পশ্চিম ও মধ্যবঙ্গ)। ২. ঝাড়খন্ডি (দক্ষিণ পশ্চিমবঙ্গ, সিংভূম, মানভূম, পুরুলিয়া অঞ্চল)। ৩. বরেন্দ্রি (উত্তর বঙ্গ)। ৪. বঙ্গালি (পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল)। ৫. কামরুপি (উত্তর পূর্ববঙ্গ, কোচবিহার, কাছাড়া)।

প্রশ্ন: 14: “D-8 Organization for Economic Cooperation” বা D-8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

(a) আবুজা

(b) ঢাকা

(c) তেহরান

(d) ইস্তাম্বুল

উত্তর: (b) ঢাকা

ব্যাখ্যা: ডি-৮ (Developing Eight) মুসলিম উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট। ডি-৮ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। ১০ম ডি-৮ সম্মেলন বাংলাদেশের আয়োজনে ঢাকাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইস্তাম্বুল এবং সদস্য দেশ- বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া।

প্রশ্ন: 15: To doctor an animal means:

(a) to treat it

(b) to sterilize it

(c) to poison it

(d) to cure it

উত্তর: (b) to sterilize it

ব্যাখ্যা: কোনো কিছু জীবাণুমুক্ত করতে To doctor an animal ব্যবহারিত হয়।

প্রশ্ন: 16: সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?

(a) রবীন্দ্রনাথ ঠাকুর

(b) শেখ ফজলুল করিম

(c) প্রমথ চৌধুরী

(d) মোহাম্মদ নাসির উদ্দিন

উত্তর: (c) প্রমথ চৌধুরী

ব্যাখ্যা: বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)।

প্রশ্ন: 17: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

(a) ১৩৬

(b) ১৩৭

(c) ১৩৮

(d) ১৪০

উত্তর: (b) ১৩৭

ব্যাখ্যা: সরকারী কর্ম কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা যার দায়িত্ব সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। বাংলাদেশের সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে।

প্রশ্ন: 18: ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতো?

(a) ২৫ শে জানুয়ারি

(b) ১১ই ফেব্রুয়ারি

(c) ১১ ই মার্চ

(d) ২৫ শে এপ্রিল

উত্তর: (c) ১১ ই মার্চ

ব্যাখ্যা: (১১ ই মার্চ) সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষার ক্ষেত্রে সরকারের ষড়যন্ত্র রোধ করার জন্য সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ঐ দিন ঢাকায় বহুছাত্র আহত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেকে গ্রেফতার হন। এজন্য ১৯৪৮-১৯৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ১১ ই মার্চ ভাষা দিবস হিসাবে পালন করা হতো।

প্রশ্ন: 19: বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?

(a) কৃষি ও বনজ

(b) মৎস্য

(c) শিল্প

(d) স্বাস্থ্য ও সামাজিক সেবা

উত্তর: (c) শিল্প

ব্যাখ্যা: অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি হার- কৃষি : ৩.১১%; শিল্প: ৬.৪৮%; এবং সেবা: ৫.৩২%।

প্রশ্ন: 20: ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল-

(a) জয় বাংলা

(b) বাংলাদেশ

(c) স্বাধীনতা

(d) মুক্তির ডাক

উত্তর: (a) জয় বাংলা

ব্যাখ্যা: জয়বাংলা, সাপ্তাহিক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের বাংলা সাপ্তাহিক মুখ্যপত্র। পত্রিকাটি মূলত ছিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের একটি প্রচার মাধ্যম। এর লক্ষ্য ছিল একদিকে মুক্তিযুদ্ধের অগ্রগতি ও মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব জনসম্মুখে তুলে ধরা এবং অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্বজনমত সৃষ্টি ও আন্তর্জাতিক সমর্থন লাভ।

প্রশ্ন: 21: ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?

(a) ২১ এপ্রিল

(b) ২ অক্টোবর

(c) ২৬ জানুয়ারি

(d) ১০ মে

উত্তর: (a) ২১ এপ্রিল

ব্যাখ্যা: প্রতিবছর ২১শে এপ্রিল ভারতে সিভিল সার্ভিস দিবস পালন করা হয়। ১৯৪৭ সালে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল নবাগত প্রশাসনিক কর্মকর্তাদেরকে ভারতের মেরুদণ্ড হিসেবে উল্লেখ করেন। ২০০৬ সালের ২১ এপ্রিল দিল্লির বিজ্ঞান ভবনে প্রথম সিভিল সার্ভিস দিবস পালন করা হয়।

প্রশ্ন: 22: প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?

(a) ২ ফেব্রুয়ারি

(b) ৮ ফেব্রুয়ারি

(c) ৮ মার্চ

(d) ৭ এপ্রিল

উত্তর: (a) ২ ফেব্রুয়ারি

ব্যাখ্যা: বাংলাদেশে প্রতিবছর ২ ফেব্রুয়ারি ‘জাতীয় জনসংখ্যা দিবস’ পালন করা হয়। উল্লেখ্য বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই পালিত হয়।

প্রশ্ন: 23: ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

(a) তৎসম

(b) তদ্ভদ

(c) ফারসী

(d) তুর্কি

উত্তর: (d) তুর্কি

ব্যাখ্যা: ‘বাবা’ শব্দটি তুর্কি ভাষার অন্তর্ভুক্ত। কয়েকটি উল্লেখযোগ্য তুকি শব্দ- উজবুক, কোর্মা, তোশক, বেগম, কুরনিশ, কুলি ইত্যাদি। উল্লেখযোগ্য অন্যান্য শব্দ: তৎসম- কার্য, বৎস, হস্ত, গৃহ ইত্যাদি। তদ্ভব- কাজ, চামার, ভাত, হাত ইত্যাদি। ফারসি- আইন, আজাদ, আমদানি, দরিয়া, ফরিয়াদ ইত্যাদি।

প্রশ্ন: 24: ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?

(a) চট্টগ্রাম

(b) কলকাতা

(c) লন্ডন

(d) নিউইয়র্ক

উত্তর: (d) নিউইয়র্ক

ব্যাখ্যা: ‘The Concert for Bangladesh’ ছিল ১ আগস্ট ১৯৭১ সালের রবিবার ২.৩০ এবং ৮.০০ অপরাহ্ণে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত, সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর কর্তৃক সংগঠিত দুটি বেনিফিট কনসার্ট।

প্রশ্ন: 25: ঢাকা গেইট এর নির্মাতা কে?

(a) শায়েস্তা খাঁ

(b) নবাব আবদুল গণি

(c) লর্ড কার্জন

(d) মীর জুমলা

উত্তর: (d) মীর জুমলা

ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মুঘল স্থাপনা ঢাকা গেইট। এটি নির্মাণ করেন মীর জুমলা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি যেতে গেইটটি চোখে পড়ে।

প্রশ্ন: 26: মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?

(a) ক্রীতদাসের হাসি

(b) জীবন ও রাজনৈতিক বাস্তবতা

(c) কান্নাপর্ব

(d) প্রদোষে প্রাকৃতজন

উত্তর: (b) জীবন ও রাজনৈতিক বাস্তবতা

ব্যাখ্যা: ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ বাঙালি লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত জহিরের প্রথম উপন্যাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত এটি একটি নাতিদীর্ঘ উপন্যাস।

প্রশ্ন: 27: Sustainable Development Goals (SDG) কয়টি?

(a) ১৩টি

(b) ১৫টি

(c) ১৭টি

(d) ৩১টি

উত্তর: (c) ১৭টি

ব্যাখ্যা: ২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG ধারণা প্রতিষ্ঠিত হয়। যা ২৫ সেপ্টেম্বর ২০১৫ UNGA-এর ৭০/১ রেজুল্যুশন নাম্বার অনুযায়ী অনুমোদিত হয়। SDG-এর স্কোর কিপার জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP। এতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ১. দারিদ্র্য বিমোচন ২. ক্ষুধা মুক্তি ৩. সু স্বাস্থ্য ৪. মানসম্মত শিক্ষা ৫. লিঙ্গ সমতা ৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি ৮. কর্মসংস্হান ও অর্থনীতি ৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো ১০. বৈষম্য হ্রাস ১১. টেকসই নগর ও সম্প্রদায় ১২. পরিমিত ভোগ ১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ ১৪. টেকসই মহাসাগর ১৫. ভূমির টেকসই ব্যবহার ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব

প্রশ্ন: 28: শুদ্ধ বাক্য নয় কোনটি?

(a) বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই

(b) ইশ! যদি পাখির মত পাখা পেতাম

(c) অকারণে ঋণ করিও না

(d) হয়তো সোহমা আসতে পারে

উত্তর: (c) অকারণে ঋণ করিও না

ব্যাখ্যা: এখানে শুদ্ধ বাক্য নয় → ‘অকারণে ঋণ করিওনা’। কারণ বাক্যটি গুরুচণ্ডালী (সাধু-চলিত মিশ্রণ) দোষে দুষ্ট হয়েছে। বাক্যটির শুদ্ধরূপ→ অকারণে ঋণ কর না। অপর তিনটি বাক্য শুদ্ধ।

প্রশ্ন: 29: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?

(a) ১.৫ মিটার

(b) ২.৫ মিটার

(c) ৩ মিটার

(d) ৩.৫ মিটার

উত্তর: (b) ২.৫ মিটার

ব্যাখ্যা:

প্রশ্ন: 30: The word “flying” in the sentence “Look at the flying bird” is a:

(a) gerund

(b) participle

(c) verbal noun

(d) gerundial infinitive

উত্তর: (b) participle

ব্যাখ্যা: কোনো sentence-এ verb- এর যে form একই সঙ্গে verb এবং adjective -এর কাজ করে, তাকে Participle বলে। এখানে flying শব্দটি noun bird কে modify করেছে তাই এটি participle.

প্রশ্ন: 31: বাক্যের দুটি অংশ থাকে-

(a) প্রসাদগুণ, মাধুর্যগুণ

(b) উপমা, অলংকার

(c) উদ্দেশ্য, বিধেয়

(d) সাধু, চলিত

উত্তর: (c) উদ্দেশ্য, বিধেয়

ব্যাখ্যা: প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে। যথা: ১. উদ্দেশ্য, ২. বিধেয়। বাক্যের যে অংশ কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে বিধেয় বলে। যেমন: খোকা এখন (উদ্দেশ্য) বই পড়ছে (বিধেয়)।

প্রশ্ন: 32: Identify the determiner in the sentence “Bring me that book”

(a) bring

(b) me

(c) that

(d) book

উত্তর: (c) that

ব্যাখ্যা: Noun কে নির্দিষ্ট করতে determiner ব্যবহৃত হয়। এখানে book কে that নির্দিষ্ট করেছে। এছাড়া সাধারণত determiner ‘Noun’ এর আগে বসে।

প্রশ্ন: 33: কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?

(a) ২০ আগস্ট ২০২০

(b) ১৯ সেপ্টেম্বর ২০২০

(c) ১৮ অক্টোবর ২০২০

(d) ১৫ জুলাই ২০২০

উত্তর: (c) ১৮ অক্টোবর ২০২০

ব্যাখ্যা: আগস্ট ২০২০ ট্রাম্প প্রশাসন ইরানের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ২৫ আগস্ট, ২০২০ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা আটকে দেয়। ২০ সেপ্টেম্বর ২০২০ আমেরিকা বলে যে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়েছে কিন্তু তা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরান প্রত্যাখান করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচী, মিশাইল এবং অস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ৮ অক্টোবর ২০২০ আমেরিকা পুনরায় ইরানের ১৮টি ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যা ১৮ অক্টোবর থেকে কার্যকর বলে ধরে নেওয়া হয়।

প্রশ্ন: 34: নিচের ধারার শেষ সংখ্যা কত? ৩, ৯, ২৭, ৮১ ……?

(a) ২৪১

(b) ২৪৩

(c) ২৪৫

(d) ২৪৭

উত্তর: (b) ২৪৩

ব্যাখ্যা: ধারাটি ৩ এর গুণিতক আকারে বৃদ্ধি পেয়েছে। সে অনুযায়ী উত্তর হবে ৮১×৩ = ২৪৩।

প্রশ্ন: 35: Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-

(a) ৫ মে ২০২০

(b) ৪ জুন ২০২০

(c) ৬ জুলাই ২০২০

(d) ৮ আগস্ট ২০২০

উত্তর: (b) ৪ জুন ২০২০

ব্যাখ্যা: Global Vaccine Summit (Gavi) ২০২০ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। এতে ৩১ জন সরকার এবং ৮টি বেসরকারি সংস্থা, কর্পোরেশন এবং দাতব্য সংস্থা থেকে ৮.৮ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয় ৩০০ মিলিয়ন শিশুকে টিকা প্রদান এবং বৈশ্বিক করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য।

প্রশ্ন: 36: WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(a) জেনেভা

(b) রোম

(c) নিউইয়র্ক

(d) ওয়াশিংটন ডিসি

উত্তর: (a) জেনেভা

ব্যাখ্যা: জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা (WIPO), শরণার্থী সংস্থা (UNHCR), অভিবাসী সংস্থা (IOM), শ্রম সংস্থা (ILO), তার সংস্থা (ITU), বাণিজ্য সংস্থা (WTO), বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়ন সংস্থা (UNCTAD), আবহাওয়া সংস্থা (WMO) ও মানবাধিকার পরিষদের(UNHRC) সদর দপ্তর-জেনেভায়। রোম- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (IFAD), বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বিশ্ব খাদ্য সংস্থা (WFP)। নিউইয়র্ক- জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম (UNDP), জাতিসংঘ মহিলা সংস্থা (UN Women), নারীর প্রতি বৈষম্য বিলোপ সংস্থা (CEDAW), জাতিসংঘ নারী উন্নয়ন সংস্থা (UNIFEM), জাতিসংঘ শিশু সংস্থা (UNICEF), জাতিসংঘ জনসংখ্যা সংস্থা (UNFPA).

প্রশ্ন: 37: “A Passage to India” is written by:

(a) E.M. Forster

(b) Nirad C. Chaudhuri

(c) Rudyard Kipling

(d) Walt Whitman

উত্তর: (a) E.M. Forster

ব্যাখ্যা: ‘A passage to India’ novel is based on Forster’s experiences in India.

প্রশ্ন: 38: বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?

(a) ১৯৭২, কায়রো

(b) ১৯৭৪, নয়া দিল্লী

(c) ১৯৭৫, বেলগ্রেড

(d) ১৯৭৩, আলজিয়ার্স

উত্তর: (d) ১৯৭৩, আলজিয়ার্স

ব্যাখ্যা: ১৯৭৩ সালের ৫ থেকে ৯ই সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলন-ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন। এতে প্রথমবারের মত যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: 39: বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?

(a) গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ

(b) বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম

(c) শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা

(d) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত

উত্তর: (d) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত

ব্যাখ্যা: বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।

প্রশ্ন: 40: ডিসেম্বর ২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কযটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?

(a) ৩টি

(b) ৫টি

(c) ৭টি

(d) ৯টি

উত্তর: (c) ৭টি

ব্যাখ্যা: ১৭ ডিসেম্বর, ২০২০ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। দুই শীর্ষ নেতার আলোচনার ঘণ্টা দুয়েক আগে ঢাকায় দুই দেশের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (MoU), একটি প্রটোকল ও একটি Terms of Reference (ToR) সহ মোট ৭টি (MoU) স্বাক্ষরিত হয়। চুক্তি : কমিউনিটি উন্নয়ন প্রকল্পের জন্য কাঠামো। সমঝোতা স্মারক : Ø হাইড্রোকার্বন বিষয়ে সহযোগিতা Ø বরিশাল সিটি কর্পোরেশনে আবর্জনা/ কঠিন বর্জ্য নিষ্কাশন Ø কৃষিখাতে সহযোগিতা Ø বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা। প্রটোকল: সীমান্তবর্তী এলাকায় হাতি সুরক্ষা ToR: বেসরকারি খাতের প্রধান নির্বাহী কর্মকর্তাদের ফোরাম (CEO) গঠন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল শীর্ষ সম্মেলন শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা দেয়া হয়।

প্রশ্ন: 41: logx⁡19=−2 হলে x এর মান কোনটি?

(a) 3

(b) 2

(c) 13

(d) −13

উত্তর: (a) 3

ব্যাখ্যা:

প্রশ্ন: 42: কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?

(a) ২০০০ সালে

(b) ২০০১ সালে

(c) ২০০৩ সালে

(d) ২০০৫ সালে

উত্তর: (a) ২০০০ সালে

ব্যাখ্যা: কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল। এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ। এটি ২০০০ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় এবং ২০০৩ সাল থেকে কার্যকর হয়।

প্রশ্ন: 43: ‘কিত্তনখোলা’ নাটকটির বিষয়-

(a) যন্ত্রণাদগ্ধ শহরজীবন

(b) স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ

(c) লোকায়ত জীবন-সংস্কৃতি

(d) দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা

উত্তর: (c) লোকায়ত জীবন-সংস্কৃতি

ব্যাখ্যা: নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ‘কিত্তনখোলা’ নাটকটির বিষয়বস্তু লোকায়ত জীবন-সংস্কৃতি।

প্রশ্ন: 44: কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভুক্ত?

(a) IDB

(b) IMF

(c) WTO

(d) ADB

উত্তর: (b) IMF

ব্যাখ্যা: ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটনউডস শহরে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেয়। এ সম্মেলনে IMF, IBRD গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য IMF ও World Bank -কে ‘Bretton Woods Institutions’ বলা হয়।

প্রশ্ন: 45: টাকার ৩টি এবং টাকায় ৫টি দরে সমান সংখ্যাক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন।

(a) ৪.২৫% লাভ

(b) ৫.২৫% ক্ষতি

(c) ৬.২৫% ক্ষতি

(d) ৭.২৫% ভাল

উত্তর: (c) ৬.২৫% ক্ষতি

ব্যাখ্যা:

প্রশ্ন: 46: সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?

(a) আর্টসাথ প্রজাতন্ত্র

(b) নাগার্নো-কারাবাখ

(c) ইয়েরেভান

(d) নাকার্চভান ছিটমহল

উত্তর: (b) নাগার্নো-কারাবাখ

ব্যাখ্যা: দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ। অঞ্চলটি নিয়ে প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ অনেক পুরোনো। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃত হলেও ১৯৯০ সাল থেকে আর্মেনিয়ো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এটিকে দখল করে রাখে। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ছয় সপ্তাহের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি। এরপর ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় শান্তিচুক্তি।

প্রশ্ন: 47: উদ্বাসন শব্দের অর্থ কী?

(a) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া

(b) বাসভূমির সম্মুখস্থ ভূমি

(c) অজ্ঞাত বিষয় প্রকাশ করা

(d) বিকাশ

উত্তর: (a) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া

ব্যাখ্যা:

প্রশ্ন: 48: x2−3x−10>0 অসমতাটির সমাধান কোনটি

(a) (−∞,−1)∪(4,+∞)

(b) (−∞,−2)∪(5,+∞)

(c) (∞,2)∪(5,+∞)

(d) (−5,−∞)∪(∞,2)

উত্তর: (b) (−∞,−2)∪(5,+∞)

ব্যাখ্যা:

প্রশ্ন: 49: What is the meaning of musk?

(a) a form of drama

(b) a face cover

(c) a substance used making perfume

(d) a disguise

উত্তর: (c) a substance used making perfume

ব্যাখ্যা: Musk অর্থ কস্তুরি। এটি সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়।

প্রশ্ন: 50: secA+tanA=52 হলে secA−tanA=?

(a) 12

(b) 15

(c) 25

(d) 52

উত্তর: (c) 25

ব্যাখ্যা:

৪২ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রশ্ন: 51: বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?

(a) বাংলা

(b) সংস্কৃত

(c) হিন্দি

(d) অস্ট্রিক

উত্তর: (d) অস্ট্রিক

ব্যাখ্যা: সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুইভাগে ভাগ করা যায়। যথা- প্রাক-আর্য (অনার্য) জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী। আর্যপূর্ব জনগোষ্ঠী মূলত নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীনীয় এই চারটি শাখায় বিভক্ত ছিল। বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল অস্ট্রিক।

প্রশ্ন: 52: বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?

(a) হাতিয়া প্রণালী

(b) জাফোর্ড পয়েন্ট

(c) সাঙ্গু ভ্যালি

(d) মাতারবাড়ি

উত্তর: (c) সাঙ্গু ভ্যালি

ব্যাখ্যা: সাঙ্গু গ্যাসক্ষেত্র বাংলাদেশের একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। এটি বাংলাদেশের একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্র যা বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।

প্রশ্ন: 53: ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?

(a) ঊনবিংশ শতাব্দীতে

(b) অষ্টাদশ শতাব্দীতে

(c) ষোড়শ শতাব্দীতে

(d) চতর্দশ শতাব্দীতে

উত্তর: (b) অষ্টাদশ শতাব্দীতে

ব্যাখ্যা: ব্রিটিশ কৃষি বিপ্লব বা দ্বিতীয় কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে এবং ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। ১৭৭০ সালে কৃষি উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। এবং তাদের উৎপাদন ক্ষমতা সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক ছিল। কৃষিতে উৎপাদন বৃদ্ধি কৃষি কাজে শ্রমিকদের অংশগ্রহণ হ্রাস তরান্বিত করেছিল। যার ফলে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল।

প্রশ্ন: 54: গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol” জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?

(a) ১৯৯৭

(b) ১৯৯৯

(c) ২০০৩

(d) ২০০৫

উত্তর: (a) ১৯৯৭

ব্যাখ্যা: জাপানের প্রাচীন রাজধানী কিয়াটোতে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় কিয়াটো প্রটোকল। কিয়াটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে ৩ শ্রেণিতে ভাগ করা হয়। ● Annex-I, ● Annex-II এবং ● Non-Annex Countries. কিয়াটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর জন্য বিশেষ করে Annex-I দেশগুলোর উপর বিশেষ বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর বর্তমান সদস্য ১৯২টি।

প্রশ্ন: 55: মহাকবি আলাওল রচিত কাব্য-

(a) চন্দ্রাবতী

(b) পদ্মাবতী

(c) মধুমালতী

(d) লাইলী মজনু

উত্তর: (b) পদ্মাবতী

ব্যাখ্যা:

প্রশ্ন: 56: ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?

(a) হামিদুজ্জামান খান

(b) রবিউল হুসাইন

(c) আব্দুর রাজ্জাক

(d) নিতুন কুণ্ডু

উত্তর: (d) নিতুন কুণ্ডু

ব্যাখ্যা: ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি নিতুন কুণ্ডু।

প্রশ্ন: 57: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কত সালে?

(a) ২০১০

(b) ২০১১

(c) ২০১২

(d) ২০১৫

উত্তর: (c) ২০১২

ব্যাখ্যা: ‘অসমাপ্ত আত্মজীবনী’ শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।

প্রশ্ন: 58: কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?

(a) কার্তিক-ফাল্গুন

(b) চৈত্র-বৈশাখ

(c) ভাদ্র-অগ্রহায়ণ

(d) শ্রাবণ-আশ্বিন

উত্তর: (a) কার্তিক-ফাল্গুন

ব্যাখ্যা: কৃষিক্ষেত্রে রবি মৌসুম বলতে (১৬ অক্টোবর থেকে ১৫ মার্চ) কার্তিক-ফাল্গুন মাসকে বোঝায়। ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, শিম, টমেটো ইত্যাদি রবি মৌসুমের উল্লেখযোগ্য ফসল।

প্রশ্ন: 59: অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি?

(a) Clemency

(b) Enthral

(c) Erudition

(d) Fathom

উত্তর: (a) Clemency

ব্যাখ্যা: clemency (noun) কোমলতা, অনুকম্পা। অন্যান্য শব্দার্থ হলো- Enthral- দাসত্বে আবদ্ধ করা Erudition- পাণ্ডিত্য Fathom- অনুধাবন করা, গভীরতা নির্ণয় করা।

প্রশ্ন: 60: ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

(a) ২৫

(b) ৩০

(c) ৩৫

(d) ৪৯

উত্তর: (a) ২৫

ব্যাখ্যা:

প্রশ্ন: 61: আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরো ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?

(a) ৪৬০.২০ টাকা

(b) ৫৫৪.৪০ টাকা

(c) ৬২০.৬০ টাকা

(d) ৭৩০.৮০ টাকা

উত্তর: (b) ৫৫৪.৪০ টাকা

ব্যাখ্যা:

প্রশ্ন: 62: বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF-এর সভাপতি ছিল?

(a) মার্শাল আইল্যান্ড

(b) মালদ্বীপ

(c) গ্রানাডা

(d) বাহামা

উত্তর: (a) মার্শাল আইল্যান্ড

ব্যাখ্যা: বাংলাদেশ ২০২০-২০২২ সালের জন্য Climate Vulnerable Forum এর চেয়্যারপারসন হিসেবে মনোনিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা CVF এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের পূর্বে ইথিওপিয়া এবং মার্শাল আইল্যান্ড CVF এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

প্রশ্ন: 63: Identify the correctly spelled one:

(a) Caesarean

(b) caesarean

(c) ciserian

(d) scissorian

উত্তর: (a) Caesarean

ব্যাখ্যা:

প্রশ্ন: 64

কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?

(a) ১৯৯৫ সালে ডেনমার্কে

(b) ১৯৮৪ সালে বেলজিয়ামে

(c) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে

(d) ১৯৯৬ সালে হাঙ্গেরিতে

উত্তর: (c) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে

ব্যাখ্যা: ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি শেনজেন চুক্তি নামে পরিচিত। মোট স্বাক্ষরকারী দেশ ২৬টি। এটি কার্যকর হয় ১৯৯৫ সাল থেকে।

প্রশ্ন: 65: ‘Notification’-এর বাংলা পরিভাষা কোনটি?

(a) বিজ্ঞাপন

(b) বিজ্ঞপ্তি

(c) বিজ্ঞপ্তি ফলক

(d) প্রজ্ঞাপন

উত্তর: (d) প্রজ্ঞাপন

ব্যাখ্যা: Notification শব্দের বাঙলা পরিভাষা হলো- প্রজ্ঞাপন। অন্যান্য শব্দ: Circular- বিজ্ঞপ্তি, Advertisement- বিজ্ঞাপন।

প্রশ্ন: 66: কোনটি যমুনার উপনদী?

(a) তিস্তা

(b) ধলেশ্বরী

(c) খোয়াই

(d) বংশী

উত্তর: (a) তিস্তা

ব্যাখ্যা: যমুনা নদীর সর্বাধিক প্রস্থ ১২০০০ মিটার (আরিচা) যমুনার প্রধান উপনদী গুলো হল তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী। করতোয়া যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী। যমুনার শাখা নদী, ধলেশ্বরী।

প্রশ্ন: 67: What is the function of a topic sentence?

(a) to introduce the topic

(b) to analyse the topic

(c) to present the main idea

(d) to expand the idea

উত্তর: (c) to present the main idea

ব্যাখ্যা: Topic Sentence paragraph এর main idea কে summarize করে উপস্থাপন করে। Paragraph এর প্রথম বাক্যই Topic Sentence হয়ে থাকে।

প্রশ্ন: 68: নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?

(a) ধীরে বহে মেঘনা

(b) কলমিলতা

(c) আবার তোরা মানুষ হ

(d) হুলিয়া

উত্তর: (d) হুলিয়া

ব্যাখ্যা:

প্রশ্ন: 69: এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?

(a) 1 ∶ 2

(b) 5 ∶ 2

(c) 2 ∶ 1

(d) 4 ∶ 1

উত্তর: (d) 4 ∶ 1

ব্যাখ্যা:

প্রশ্ন: 70: মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

(a) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

(b) মহান যে পুরুষ = মহাপুরুষ

(c) কুসুমের মতো কোমল = কুসুমকোমল

(d) জায়া ও পতি = দম্পতি

উত্তর: (a) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

ব্যাখ্যা: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয়)। মহান যে পুরুষ = মহাপুরুষ (কর্মধারয়)। কুসুমের মতো কোমল = কুসুমকোমল (উপমান কর্মধারয়) জায়া ও পতি = দম্পতি (সম্বন্ধবাচক দ্বন্দ্ব)।

প্রশ্ন: 71: কোনটি শুদ্ধ নয়?

(a) যন্ত্রনা

(b) শূদ্র

(c) সহযোগিতা

(d) স্বতঃস্ফূর্ত

উত্তর: (a) যন্ত্রনা

ব্যাখ্যা: যন্ত্রনা অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ- যন্ত্রণা। এছাড়াও অন্যান্য শুদ্ধ শব্দ – শূদ্র, সহযোগিতা, স্বতঃস্ফূর্ত।

প্রশ্ন: 72: Who wrote Dr. Zivago?

(a) Maxim Gorky

(b) Boris Pastornak

(c) Fyodor Dostoevsky

(d) Leo Tolstoy

উত্তর: (b) Boris Pastornak

ব্যাখ্যা: Dr. Zivago লিখেছেন Boris Pasternak. Dr. Zivago এর রচনাকাল ১৯৫৭। ১৯০৫ সালের রাশিয়ান বিপ্লব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে সংঘটিত একটি উপন্যাস। USSR প্রকাশের জন্য Dr. Zivago প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু পাণ্ডুলিপিটি প্রকাশের জন্য ইতালিতে পাচার করা হয়েছিল। Boris Pasternak ১৯৫৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

প্রশ্ন: 73: Would you please find out Bangladesh ––– the map.

(a) in

(b) on

(c) over

(d) at

উত্তর: (b) on

ব্যাখ্যা: ম্যাপে অনুসন্ধানের ক্ষেত্রে Preposition ‘on’ বসে।

প্রশ্ন: 74: কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?

(a) সৌদিআরব

(b) কুয়েত

(c) সংযুক্ত আরব আমিরাত

(d) ওমান

উত্তর: (c) সংযুক্ত আরব আমিরাত

ব্যাখ্যা: ১৫ সেপ্টেম্বর ২০২০ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইসরাইলের মধ্যে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর দ্বারা তৃতীয় ও চতুর্থ আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি মরক্কো এবং সুদানও ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে।

প্রশ্ন: 75: ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এককথায় প্রকাশিত রূপ হলো-

(a) ন্যায়বাগীশ

(b) নৈয়ায়িক

(c) ন্যায়পাল

(d) ন্যায়ঋদ্ধ

উত্তর: (b) নৈয়ায়িক

ব্যাখ্যা: যিনি ন্যায়শাস্ত্র জানেন- এর এককথায় প্রকাশিত রূপ হলো- নৈয়ায়িক। ন্যায়পাল: সুইডিশ ভাষায় Ombudsman বা ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা প্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তাকে বুঝায় যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন।

প্রশ্ন: 76: Hasan has read most of the –––– of Shakespeare:

(a) poem

(b) play

(c) drama

(d) works

উত্তর: (d) works

ব্যাখ্যা: এখানে Most of the ব্যবহৃত হওয়ায় plural word (works) হবে।

প্রশ্ন: 77: “For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by:

(a) Jane Austen

(b) Syed Waliullah

(c) Somerset Maugham

(d) Rabindranath Tagore

উত্তর: (d) Rabindranath Tagore

ব্যাখ্যা: শেষের কবিতা উপন্যাসের রবীন্দ্রনাথ John Donne এই চরণটি উল্লেখ করেছেন। (“For God’s Sake hold your tongue and let me love” – The cononization, John Donne) “দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালবাসিবারে দে মোরে অবসর”– শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: 78: বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারী প্রতিষ্ঠান-

(a) BARI

(b) BRRI

(c) BADC

(d) BINA

উত্তর: (c) BADC

ব্যাখ্যা: BARI- এর পূর্ণরূপ Bangladesh Agricultural Research Institute। এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। BINA (Bangladesh Institute of Nuclear Agriculture) বাংলাদেশের একটি পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। BRRI (Bangladesh Rice Research Institute) ধান গবেষণা প্রতিষ্ঠান। আর BADC (Bangladesh Agricultural Development Corporation) বাংলাদেশে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও মানসম্পন্ন সার সরবরাহ করে।

প্রশ্ন: 79: Complete the sentence: If I were you, I –––– take the money:

(a) shall

(b) will

(c) would

(d) may

উত্তর: (c) would

ব্যাখ্যা: Second Conditional এ ‘if’- clause এরপর past simple tense ব্যবহার করা হলে এবং তারপর main clause -এ ‘would/could/should/might ইত্যাদি ব্যবহৃত হয়।

প্রশ্ন: 80: রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

(a) তমদ্দুন মজলিস

(b) ভাষা পরিষদ

(c) মাতৃভাষা পরিষদ

(d) আমরা বাঙালি

উত্তর: (a) তমদ্দুন মজলিস

ব্যাখ্যা: তমদ্দুন মজলিস ১৯৪৭ সালে আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) একটি সাংস্কৃতিক সংগঠন। পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তুলে তমদ্দুন মজলিস বাংলা ভাষা আন্দোলন শুরু করে।

প্রশ্ন: 81: ‘উলুবনে মুক্তা ছড়ানো’ প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-

(a) প্রবাদ-প্রবচন

(b) এককথায় প্রকাশ

(c) ভাবসম্প্রসারণ

(d) বাক্য সংকোচন

উত্তর: (a) প্রবাদ-প্রবচন

ব্যাখ্যা: উলুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলা হয় প্রবাদ-প্রবচন। যার ইংরেজি – To cast pearls before swine.

প্রশ্ন: 82: কুষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-

(a) কৃষ্+তি

(b) কৃষ্+টি

(c) কৃ+ইষ্টি

(d) কৃষ্+ইষ্টি

উত্তর: (a) কৃষ্+তি

ব্যাখ্যা: কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: কৃষ্ + তি ; অনুরূপভাবে, সৃজ + তি = সৃষ্টি, দৃশ + তি = দৃষ্টি।

প্রশ্ন: 83: Go and catch the falling star. Here the “falling” is-

(a) an adverb

(b) a preposition

(c) an adjective

(d) a verb

উত্তর: (c) an adjective

ব্যাখ্যা: যে সব শব্দ Word Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলা হয়। Falling শব্দটি noun star এর পূ্র্বে বসে noun কে modify করায় এটি Adjective.

প্রশ্ন: 84: এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব?

(a) ৩ প্রকারে

(b) ৪ প্রকারে

(c) ৬ প্রকারে

(d) ৫ প্রকারে

উত্তর: (d) ৫ প্রকারে

ব্যাখ্যা:

প্রশ্ন: 85: অংশগুলি জোড়া দিলে কোন অংশ হবে?

উত্তর: (b)

ব্যাখ্যা:

প্রশ্ন: 86: Fill in the gap with the correct form of verb : The plice ––– informed yesterday:

(a) is

(b) are

(c) was

(d) were

উত্তর: (d) were

ব্যাখ্যা: Sentence টি passive form এ আছে। এই বাক্যের subject The police হলো plural subject। এর কারণে were হবে।

প্রশ্ন: 87: বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

(a) পূর্ববঙ্গ

(b) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা

(c) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ

(d) পূর্ববঙ্গ ও আসাম

উত্তর: (d) পূর্ববঙ্গ ও আসাম

ব্যাখ্যা: পূর্ববঙ্গ ও আসাম ছিল ব্রিটিশ ভারতের একটি স্বল্পকাল স্থায়ী প্রদেশ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর এই প্রদেশ গঠিত হয়।

প্রশ্ন: 88: “Giveing someone the cold should” means-

(a) to torture somebody

(b) to harm someone

(c) to appreciate someone

(d) to ignore somebody

উত্তর: (d) to ignore somebody

ব্যাখ্যা: কারো কে এড়িয়ে চলা অর্থে Giving someone the cold shoulder ব্যবহৃত হয়।

প্রশ্ন: 89: “আমার জ্বর জ্বর লাগছে”- জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-

(a) দিরুক্ত শব্দ

(b) সমার্থক শব্দ

(c) যুগ্মশব্দ

(d) শব্দদ্বিত্ব

উত্তর: (a) দিরুক্ত শব্দ

ব্যাখ্যা: আমার জ্বর জ্বর লাগছে- এখানে জ্বর জ্বর শব্দ দুটির অবিকৃতবাবে উচ্চারিত হওয়াকে দ্বিরুক্ত শব্দ বলা হয়। যেমন: সামান্য বোঝাতে- আমি জ্বর জ্বর বোধ করছি; এখানে জ্বর জ্বর দ্বারা পদের দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে।

প্রশ্ন: 90: মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে?

(a) বাক প্রত্যঙ্গ

(b) অঙ্গধ্বনি

(c) স্বরতন্ত্রী

(d) নাসিকাতন্ত্র

উত্তর: (a) বাক প্রত্যঙ্গ

ব্যাখ্যা: মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরীতে সহায়তা করে তাকে বাক প্রত্যঙ্গ বলা হয়। কারণ ধ্বনির সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাগযন্ত্র।

প্রশ্ন: 91: কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

(a) পদাবলী

(b) গীতগোবিন্দ

(c) চর্যাপদ

(d) চৈতন্যজীবনী

উত্তর: (c) চর্যাপদ

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন কবিতা চর্যার পদগুলো সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত। যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থও একাধিক অর্থাৎ আলো-আঁধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন।

প্রশ্ন: 92: মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?

(a) ১৯৯৬

(b) ১৯৯৮

(c) ২০০০

(d) ২০০৮

উত্তর: (a) ১৯৯৬

ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ-ভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে ।

প্রশ্ন: 93: আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?

(a) যুক্তরাজ্য

(b) যুক্তরাষ্ট্র

(c) চীন

(d) ভারত

উত্তর: (c) চীন

ব্যাখ্যা: আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে প্রাচীন চীন সম্রাজ্যে। তাঁরাই প্রথম পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার পদ্ধতি চালু করে। সুই সাম্রাজ্য (৫৮১ থেকে ৬১৮) মেধার ভিত্তিতে আমলাদের নির্বাচিত করার পদ্ধতি চালু করে।

প্রশ্ন: 94: “September on the Jessore Road” is written by:

(a) Madhusudan Dutt

(b) Allen Ginsberg

(c) Kaiser Huq

(d) Vikram Seth

উত্তর: (b) Allen Ginsberg

ব্যাখ্যা: September on the Jessore Road মুক্তিযুদ্ধের সময় আমেরিকান কবি Allen Ginsberg এর রচিত একটি গীতিকবিতা। এটি ১৫২ লাইনের একটি গীতি কবিতা।

প্রশ্ন: 95: ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি?

(a) ঈদৃশ

(b) পারত্রিক

(c) মাঙ্গলিক

(d) আকস্মিক

উত্তর: (b) পারত্রিক

ব্যাখ্যা:

মূল শব্দবিপরীত শব্দ
ঐহিকপারিত্রক
ঈদৃশতাদৃশ
আকস্মিকচিরন্তর স্থায়ী
95 Question

প্রশ্ন: 96: Liza had given me two:

(a) pair of jean

(b) pairs of jean

(c) pair of jeans

(d) pairs of jeans

উত্তর: (c) pair of jeans

ব্যাখ্যা: Pair শব্দটির Singular এবং plural একই।

প্রশ্ন: 97: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?

(a) ১১ নভেম্বর

(b) ১২ অক্টোবর

(c) ১৬ ডিসেম্বর

(d) ৩ মার্চ

উত্তর: (b) ১২ অক্টোবর

ব্যাখ্যা: ১৯৭২ সালের ১২ অক্টোবর তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন ১৫৩টি অনুচ্ছেদ সম্বলিত ৭২ পৃষ্ঠার খসড়া সংবিধানটি বিল আকারে গণপরিষদের সামনে পেশ করেন।

প্রশ্ন: 98: অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?

(a) উপত্যকা

(b) ধিত্যকা

(c) পার্বত্য

(d) সমতল

উত্তর: (a) উপত্যকা

ব্যাখ্যা:

মূল শব্দবিপরীত শব্দ
অধিত্যকাউপত্যকা
পার্বত্যসমতল
98 প্রশ্ন

প্রশ্ন: 99: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 15A,G21,28N,??

(a) 54N

(b) T19

(c) L52

(d) V36

উত্তর: (d) V36

প্রশ্ন: 100: বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

(a) ৪

(b) ৮

(c) ১২

(d) ১৬

উত্তর: (d) ১৬

41st BCS Preliminary Test Question and answer

title

41st BCS Preliminary Test Question and Answer

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?



2. তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?



3. ‘সােমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?



4. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে



5. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?



6. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?



7. চর্যাপদের টীকাকারের নাম কী?



8. অপিনিহিতির উদাহরণ কোনটি?



9. ‘ডিঙি টেনে বের করতে হবে। কোন ধরনের বাক্যের উদাহরণ?



10. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?



11. ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?



12. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?



13. ‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়?



14. কোন বানানটি শুদ্ধ?



15. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই



16. কোন বানানটি শুদ্ধ?



17. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’—এই পরােক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে:



18. ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে—এ বাক্য কোন ধরনের?



19. প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?



20. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে



21. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?



22. চারণকবি হিসেবে বিখ্যাত কে?



23. বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক?



24. পরানের গহীন ভিতর কাব্যের কবি কে?



25. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?



26. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?



27. রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র



28. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?



29. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?



30. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?



31. সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?



32. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?



33. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?



34. কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?



35. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়।। উপন্যাসটির নাম কী?



36. One whose attitude is ‘eat, drink and be merry’ is



37. ‘Call me if you have any problems regarding your work. Here ‘regarding’ is a/an



38. ‘Come on, it’s time to go home.’ Here ‘home’ is a/an



39. ‘Who’s that?’ In this sentence ‘that’ is a/an



40. What is the noun form of the word ‘know”?



41. ‘I shall help you provided you obey me.’ Here the underlined word is a/an



42. ‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.’ In this sentence the verb ‘arrived’ is



43. Which one of the following is a common gender?



44. Identify the word that can be used as both singular and plural:



45. ‘The old man was tired of walking.’ Here ‘walking’ is a/an



46. ‘I will not let you go.’ In this sentence ‘go’ is a/an



47. When Ushashi entered_ the room everybody stopped talking



48. Which ‘but’ is a preposition?



49. ‘Give somebody a piece of your mind’ means to



50. ‘To win a prize is my ambition.’ The underlined part of the sentence is a/an



51. Choose the word opposite in meaning to ‘terse’:



52. Identify the correct spelling:



53. Find out the correct passive form of the sentence ‘Who taught you French?’



54. Select the correct comparative form of the sentence –
‘A string of pearls was not so bright as her teeth.’




55. Which one is a correct sentence?



56. ‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium?’ Who speaks the famous lines?



57. The Character ‘Alfred Doolittle’ is taken from Shaw’s play titled



58. In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of



59. The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by



60. Who is the author of the first scientific romance ‘The Time Machine’?



61. Adela Quested and Mrs. Moore are characters from the novel



62. ‘Shylock’ is a character in the play



63. ‘Why, then, ’tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.’ This extract is taken from the drama



64. ‘Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield’ is taken from the poem written by



65. ‘Pip’ is the protagonist in Charles Dickens’ novel



66. ‘Lady Chatterley’s Lover’ was written by the author of





67. ‘Vanity Fair’ is a novel written by-



68. Who is not a romantic poet?



69. The play ‘The Birthday Party’ is written by



70. ‘Time held me green and dying Though I sang in my chains like the sea.’ These lines have been quoted from Dylan Thomas’ poem



71. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?



72. মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?



73. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?



74. বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?



75. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?



76. বঙ্গভঙ্গ রদ কে ঘােষণা করেন?



77. ঢাকা শহরের গােড়াপত্তন হয়—



78. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?



79. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?



80. লাহােরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যােগদান করেন?



81. বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরী শান্তি পুরস্কার প্রদান করা হয়?



82. ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না—



83. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়—



84. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রােডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়?



85. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?



86. কে বীরশ্রেষ্ঠ নন?



87. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?



88. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?



89. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?



৯০। বাংলাদেশের সংবিধানের ত্রয়ােদশ সংশােধনীর মূল বিষয় কী ছিল?



91. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?



92.কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযােগ্য নয়?



93. সংবিধানের কোন অনুচ্ছেদের আলােকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?



94. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?



95. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?



96. কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশি’ নেত্রকোনায়?



97. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?



98. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?



99. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?



১০০। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?



101. জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে ‘pandemic’ ঘােষণা করেছে?



102. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমােক্রেটিক দলের মনােনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?



103. জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?



104. সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?



105. ২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?



106. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে?



107. চার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?



108. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরােধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নােবেল শান্তি পুরস্কার দেয়া হয়?



109. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?



110. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?



111. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?



112. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রােহিঙ্গা গণহত্যার অভিযােগে মামলা করে কোন দেশ?



113. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?



114. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?



115. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?



116. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?



117. জাতিসংঘ নামকরণ করেন—



118. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?



119. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?



120. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?



121. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানাে হয় তার নাম



122. মার্বেল কোন ধরনের শিলা?



123. নিচের কোনটি সত্য নয়?



124. দক্ষিণ গােলার্ধে উষ্ণতম মাস কোনটি?



125. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?



126. বেঙ্গল ফ্যান’-ভূমিরূপটি কোথায় অবস্থিত?



127. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?



128. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলাে:



129. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?



130. UDMC-এর পূর্ণরূপ হলাে:



131. আলােকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?



132. গ্রাফিন (graphene) কার বহুরূপী?



133. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?



134. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী—



135. প্রােটিন তৈরি হয়—



136. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি—



137. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?



138. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল



139. আইনস্টাইন নােবেল পুরস্কার পান



140. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?



141. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?



142. মানবদেহে লােহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?



143. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-



144. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?



145. কাদুনে গ্যাসের অপর নাম কী?



146. API মানে–



147. যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক। তার নাম-



148. Apache এক ধরনের–



149. একটি সিস্টেম যেখানে আইটেমগুলাে এক প্রান্তে সংযােজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানাে হয় তার নাম



150. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?



151. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে—



152. মাইক্রোসফট IIS হচ্ছে একটি



153. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?



154. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে



155. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিক্স মডেল কোনটি?



156. কোন নেটওয়ার্ক টপােলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?



157. নিচের কোনটি সঠিক নয়?



158. নিচের কোনটির যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম?



159. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?



160. RFID বলতে বুঝায়–



161. V-8 x V-2 = কত?



162. | | – 2| <3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?



163. ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল



164. AABC এর ZA = 40° এবং ZB = 809। ZC এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে LCD A =?



165. log, log, e2 =?



166. 5* +৪. 5x + 16.5* = 1 হলে, x এর মান কত?



167. 5/12, 6/13, 11/24, 3/8, এবং এর মধ্যে বড় ভগ্নাংশটি



168. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?



169. ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন। মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?



170. x + 2/3 + 2/3 = 0 হলে, x3 + 6 এর মান কত?



171. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?



172. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?



173. a + b = 7 এবং ab = 12 হলে, 1/a2 + a/b2, এর মান কত?



174. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলাের একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-



175. ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + …….. ধারাটির অসীম পদ পর্যন্ত যােগফল–



176. পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তাঁরা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?



177. ঘড়ি : কাঁটা : থার্মোমিটার : ?



178. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?



179. যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?



180. ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আরকতক্ষণ সময় বাকি আছে?



181. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫%। বেড়েছে। মােটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?



182. কোন বানানটি শুদ্ধ?



৮৩। নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?



184 ‘RELATION’-এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?



185. প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?



186. “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন – সাহেবের কথা।”



187. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?



188. স্কু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক



189. নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?



190. .১ X ৩.৩৩ X ৭.১ =?



191. কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন?



192. প্লেটো সদগুণ’ বলতে বুঝিয়েছেন



193. ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে?



194. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলােচিত হয়েছে?



195. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলাে—



196. সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?



197. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?



198. মূল্যবােধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলাে—



199. মূল্যবােধ দৃঢ় হয়—



200. কোন মূল্যবোেধ রাষ্ট্র, সরকার ও গােষ্ঠী কর্তৃক স্বীকৃত?