যেভাবে জমির মালিকানা তল্লাশি দিবেন আপনার মোবাইল ফোন থেকে !
ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা পেতে শুরু করেছি আমরা। এখন অনেক তথ্যই সংগ্রহের জন্য আর স্বশরীরে কোথাও উপস্থিত হতে হয় না। হয়না খুব বেশি শ্রম ব্যয় অথবা অর্থ ও সময় ব্যয়। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এখন আমরা যেকোনো তথ্য ঘরে বসেই সংগ্রহ করতে পারি। এজন্য এখন আর কম্পিউটার থাকা বা চালানো শেখার প্রয়োজন পড়ে না। এখন বাংলাদেশে হাজারে একজন পাবেন না যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালাতে জানেন না। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন না এমন লোকও খোঁজে পাওয়া দুষ্কর। তাহলে আর ভাবনা কি? শুধুমাত্র অক্ষরজ্ঞান থাকলেই যে কেউ অতি সহজেই তার নিজের জমির মালিকানা ঠিক আছে কিনা তল্লাশি দিয়ে দেখতে পারবেন।
এই অনুচ্ছেদে আমি একটি বিদ্যালয়ের দখলে থাকা জমির মালিকানা সম্পর্কে তল্লাশি দেব। প্রথমে আপনার মোবাইল ফোনের ডেটা কানেকশন অ্যাকটিভ করে নিন। এবার আপনার মোবাইলে থাকা ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করুন। আমার মোবাইলে গুগল ক্রোম ইন্সটল করা আছে, তাই আমি গুগল ক্রোম ওপেন করলাম।
গুগল সার্সবার অথবা অ্যাড্রেসবারে লিখুন - rsk.land.gov.bd অথবা এই লিংকে ক্লিক করুন : rsk.land.gov.bd