Payfixation করুন নিজে নিজেই মোবাইলফোনে
বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীর বেতনে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হয় অনলাইনে সয়ংক্রিয়ভাবে। ইনক্রিমেন্ট যোগ হয়ে নতুন মূলবেতন নির্ধারন হওয়ার পর তার কপি প্রিন্ট করে হিসাব রক্ষণ অফিসে অনুমোদন হওয়ার পর প্রিন্ট কপি সার্ভিসবুকে লিখে সংরক্ষণ করা হয়। এই কাজটির দায়িত্ব প্রতিটি বিভাগে কর্মরত হিসাব শাখার কর্মচারী বা করণীকের। অফিসের অন্যান্য কাজের সাথে বছরের এসময়ে তাদের উপর এটি বাড়তি চাপ হয়ে যায়| তাই, এ কাজ টি যার যার মতো নিজে নিজে করে ফেললে অফিসের কাজে গতিশীলতা আসবে। সকলের পক্ষে অনলাইনে এ কাজটি করা কঠিন বলে একাজটি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দোকানীকে দিয়ে এ কাজ করিয়ে ২০০-৩০০ টাকা খরচ করে একটি প্রিন্ট কপি উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়। তারপর তা দেখে সার্ভিসবুক হালনাগাদ করা হয়।
আমার মতে শিক্ষকগণের এ কাজটি নিজের শিখে নেওয়া উচিত। তাই অতি সহণশীল ও অক্লান্তকর্মী শিক্ষকগনসহ বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। আপনি আপনার এ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিজেই করে ফেলুন নিজের Payfixation.
শুরুতে আপনার মোবাইলের ডাটা কানেশনটি ওপেন করে নিন। এবার মোবাইলের গুগলক্রোম অ্যাপে গিয়ে (চিত্র: ০১) সার্স বারে টাইপ করুন: payfixation.gov.bd এবং কীবোর্ডের Go বাটনে (চিত্র: 02) চাপ দিন।
অনলাইনে বেতন নির্ধারনী শিরোনামে (চিত্র: ০৩)একটি পেইজ ওপেন হবে।পেইজটির নিচের দিকে (চিত্র: ০৪) “পরবর্তী ধাপ” লেখা বাটনে চাপ দিন।
জরুরী নির্দেশনা শিরোনামে (চিত্র: ০৫) আরেকটি পেইজ আসবে। নিচের দিকে নেমে (চিত্র: ০৬) “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি।” নামের অপশনে ক্লিক দিয়ে টিক চিহ্ন দিয়ে “পরবর্তী” লেখা বাটনে চাপুন।
অন্য একটি পেইজ ওপেন হবে।এতে (চিত্র:07) দুই পায়ের ছাপযুক্ত আইকন ও “ইনক্রিমেন্ট” লেখা এর মধ্যে ক্লিক করুন।
Information শিরোনামে একটি পপআপ ম্যাসেজ বক্স (চিত্র: 08)আসবে। এবার “হ্যা” বাটনে চাপুন।
এবার “অনলাইনে বেতন নির্ধারনী লগ ইন” শিরোনামে নতুন পেইজ (চিত্র:09) আসবে। টেক্স্ট বক্সে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং তারপর আপনার ২০১৫ সালে অনলাইনে বেতন নির্ধারণ হওয়ার ডকুমেন্ট যা আপনার সার্ভিসবুকের ভিতর সংরক্ষণ করে রাখা হয়েছে তাতে জেলা হিসাব রক্ষণ অফিস থেকে দেওয়া ভেরিফিকেশন নম্বর দেওয়া আছে। ভেরিফিকেশন নম্বরটি চার চার আট সংখ্যার এবং মাঝখানে একটি হাইফেন রয়েছে। হাইফেনসহ সেই নয় ক্যার্যাক্টারের ভেরিফিকেশন নম্বরটি লিখুন। তারপর নিচে লেখা দেখে বর্ন বা সংখ্যাগুলো উপরের টেক্স্টবক্সে লিখে “লগইন” বাটনে চাপুন।
“Information” নামে আরেকটি মেসেজবক্স আসবে।(চিত্র: 10) “OK” বাটনে চাপুন।
আপনার পূর্বে দেওয়া মোবাইল নম্বরে (চিত্র: 11) একটি মেসেজ যাবে। এবং নতুন আরেকটি পেইজ (চিত্র: 12) আসবে। এতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর থাকবে এবং নিচে একটি টেক্স্টবক্সে আপনার মোবাইলে যাওয়া মেসেজ থেকে চার সংখ্যার কোডটি বের করে লিখে “Validate” বাটনে চাপুন।
এবার বেতন নির্ধারনের একটি ব্ল্যাংক পেইজ (চিত্র: 13) আসবে। উপরের দিকের “ইনক্রিমেন্ট” লেখা লিস্টবক্স থেকে (চিত্র: 14) ইনক্রিমেন্টের তারিখ নির্বাচন করুন। “01-07-2018” তারিখটি নির্বাচন করে (চিত্র: 15)“GO” বাটনে ক্লিক করুন।
আপনার মূলবেতন সয়ংক্রিয়ভাবে নির্ধারণ হওয়া পেইজটি আসবে। এখন শুধু প্রিন্ট নিবেন। প্রিন্ট আইকনে চাপ দিলে (চিত্র: 17) “Save page as...” পেইজ আসবে। “PDF” লেখা ও নিচের দিকে তীর চিহ্ন দেওয়া বৃত্তাকার বাটনটিতে চাপ দিন। আরেকটি পেইজ (চিত্র: 18) আসবে। এবার “Save” লেখা বাটনে চাপ দিন। আপনার বেতন নির্ধারনী পেইজটি ডাউনলোড হয়ে আপনার মোবাইলের মেমোরিতে জমা হবে। ফাইলটি প্রিন্ট করে জমা দিয়ে দিন অফিসে। আর কোনোদিন আপনাকে আপনার payfixation এর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না (ইনশা আল্লাহ)।
বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীর বেতনে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হয় অনলাইনে সয়ংক্রিয়ভাবে। ইনক্রিমেন্ট যোগ হয়ে নতুন মূলবেতন নির্ধারন হওয়ার পর তার কপি প্রিন্ট করে হিসাব রক্ষণ অফিসে অনুমোদন হওয়ার পর প্রিন্ট কপি সার্ভিসবুকে লিখে সংরক্ষণ করা হয়। এই কাজটির দায়িত্ব প্রতিটি বিভাগে কর্মরত হিসাব শাখার কর্মচারী বা করণীকের। অফিসের অন্যান্য কাজের সাথে বছরের এসময়ে তাদের উপর এটি বাড়তি চাপ হয়ে যায়| তাই, এ কাজ টি যার যার মতো নিজে নিজে করে ফেললে অফিসের কাজে গতিশীলতা আসবে। সকলের পক্ষে অনলাইনে এ কাজটি করা কঠিন বলে একাজটি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দোকানীকে দিয়ে এ কাজ করিয়ে ২০০-৩০০ টাকা খরচ করে একটি প্রিন্ট কপি উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়। তারপর তা দেখে সার্ভিসবুক হালনাগাদ করা হয়।
আমার মতে শিক্ষকগণের এ কাজটি নিজের শিখে নেওয়া উচিত। তাই অতি সহণশীল ও অক্লান্তকর্মী শিক্ষকগনসহ বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। আপনি আপনার এ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিজেই করে ফেলুন নিজের Payfixation.
শুরুতে আপনার মোবাইলের ডাটা কানেশনটি ওপেন করে নিন। এবার মোবাইলের গুগলক্রোম অ্যাপে গিয়ে (চিত্র: ০১) সার্স বারে টাইপ করুন: payfixation.gov.bd এবং কীবোর্ডের Go বাটনে (চিত্র: 02) চাপ দিন।
অনলাইনে বেতন নির্ধারনী শিরোনামে (চিত্র: ০৩)একটি পেইজ ওপেন হবে।পেইজটির নিচের দিকে (চিত্র: ০৪) “পরবর্তী ধাপ” লেখা বাটনে চাপ দিন।
জরুরী নির্দেশনা শিরোনামে (চিত্র: ০৫) আরেকটি পেইজ আসবে। নিচের দিকে নেমে (চিত্র: ০৬) “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি।” নামের অপশনে ক্লিক দিয়ে টিক চিহ্ন দিয়ে “পরবর্তী” লেখা বাটনে চাপুন।
অন্য একটি পেইজ ওপেন হবে।এতে (চিত্র:07) দুই পায়ের ছাপযুক্ত আইকন ও “ইনক্রিমেন্ট” লেখা এর মধ্যে ক্লিক করুন।
Information শিরোনামে একটি পপআপ ম্যাসেজ বক্স (চিত্র: 08)আসবে। এবার “হ্যা” বাটনে চাপুন।
এবার “অনলাইনে বেতন নির্ধারনী লগ ইন” শিরোনামে নতুন পেইজ (চিত্র:09) আসবে। টেক্স্ট বক্সে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং তারপর আপনার ২০১৫ সালে অনলাইনে বেতন নির্ধারণ হওয়ার ডকুমেন্ট যা আপনার সার্ভিসবুকের ভিতর সংরক্ষণ করে রাখা হয়েছে তাতে জেলা হিসাব রক্ষণ অফিস থেকে দেওয়া ভেরিফিকেশন নম্বর দেওয়া আছে। ভেরিফিকেশন নম্বরটি চার চার আট সংখ্যার এবং মাঝখানে একটি হাইফেন রয়েছে। হাইফেনসহ সেই নয় ক্যার্যাক্টারের ভেরিফিকেশন নম্বরটি লিখুন। তারপর নিচে লেখা দেখে বর্ন বা সংখ্যাগুলো উপরের টেক্স্টবক্সে লিখে “লগইন” বাটনে চাপুন।
“Information” নামে আরেকটি মেসেজবক্স আসবে।(চিত্র: 10) “OK” বাটনে চাপুন।
আপনার পূর্বে দেওয়া মোবাইল নম্বরে (চিত্র: 11) একটি মেসেজ যাবে। এবং নতুন আরেকটি পেইজ (চিত্র: 12) আসবে। এতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর থাকবে এবং নিচে একটি টেক্স্টবক্সে আপনার মোবাইলে যাওয়া মেসেজ থেকে চার সংখ্যার কোডটি বের করে লিখে “Validate” বাটনে চাপুন।
এবার বেতন নির্ধারনের একটি ব্ল্যাংক পেইজ (চিত্র: 13) আসবে। উপরের দিকের “ইনক্রিমেন্ট” লেখা লিস্টবক্স থেকে (চিত্র: 14) ইনক্রিমেন্টের তারিখ নির্বাচন করুন। “01-07-2018” তারিখটি নির্বাচন করে (চিত্র: 15)“GO” বাটনে ক্লিক করুন।
আপনার মূলবেতন সয়ংক্রিয়ভাবে নির্ধারণ হওয়া পেইজটি আসবে। এখন শুধু প্রিন্ট নিবেন। প্রিন্ট আইকনে চাপ দিলে (চিত্র: 17) “Save page as...” পেইজ আসবে। “PDF” লেখা ও নিচের দিকে তীর চিহ্ন দেওয়া বৃত্তাকার বাটনটিতে চাপ দিন। আরেকটি পেইজ (চিত্র: 18) আসবে। এবার “Save” লেখা বাটনে চাপ দিন। আপনার বেতন নির্ধারনী পেইজটি ডাউনলোড হয়ে আপনার মোবাইলের মেমোরিতে জমা হবে। ফাইলটি প্রিন্ট করে জমা দিয়ে দিন অফিসে। আর কোনোদিন আপনাকে আপনার payfixation এর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না (ইনশা আল্লাহ)।
No comments:
Post a Comment