জাতীয় পতাকা ও পতাকাদন্ড এবং তাদের বিভিন্ন অংশ ও পরিমাপ (Bilingual Content)
National flag and flagpole as well as their parts and measurement
By Muhammad Abul Bashar
Khan
পতাকা
হচ্ছে প্রতিক হিসেবে ব্যবহৃত নির্দিষ্ট ডিজাইনের সাধারণত আয়তাকার কাপড়ের টুকরো
বিশেষ। পতাকা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন- জাতীয়তাবাদ, সংকেত প্রেরণ, বিজ্ঞাপন ও সাজ-সজ্জা ইত্যাদি। প্রাচিনকালে যুদ্ধক্ষেত্রে সৈনিকেরা ব্যবহার করতো এবং সামুদ্রিক জাহাজে পতাকা ব্যবহার করা হতো। ইরানের শাহদাদে পাওয়া
ব্রোঞ্জের পতাকাকে (খ্রীষ্টপূর্ব তিন
সহস্রাব্দে ব্যবহৃত) প্রথম পতাকা
বলে ধারনা
করা হয়।
১৭ শতকের শুরুতে সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশের সাথে সাথে পতাকা উড্ডয়ন প্রথা হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে। আঠারো শতকের শেষের দিকে দেশের সরকার কর্তক পতাকা উড্ডয়ণকে একটি আইনের আওতায় আনা হয়। এভাবেই একটি দেশের সার্বভৌমত্ব প্রকাশক হিসেবে জাতীয় পতাকার সূচনা করা হয়।প্রতিটি দেশের জাতীয় পতাকা কোনো বিশেষ ঘটনা অথবা ঐতিহ্য প্রকাশক হিসেবে ডিজাইন করা হয়। উদাহরণস্বরূপ, আমেরিকার জাতীয় পতাকায় আনুভূমিকভাবে ১৩টি লাল ও সাদা স্ট্রাইপ ব্রিটিশ সরকারের অধিন থেকে প্রথম স্বাধিনতা ঘোষনাকারী প্রদেশের এবং পঞ্চাশটি তারকার দ্বারা নতুন পঞ্চাশটি স্বাধিন প্রদেশের প্রতিনিধিত্ব করে।
ভারতের জাতীয় পতাকায় আনুভূমিকভাবে তিনটি স্ট্রাইপ রয়েছে। উপরের স্ট্রাইপ স্যাফ্রন, মাঝের স্ট্রাইপ সাদা এবং নিচের স্ট্রাইপ সবুজ বর্ণের। এখানে স্যাফ্রন স্ট্রাইপ দ্বারা ভাগ্যকে প্রত্যাখান করে নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ঈঙ্গিত করা হয়েছে।
সাদা স্ট্রাইপ দ্বারা সত্যপথে অবিচল থাকা এবং সবুজ স্ট্রাইপ দ্বারা মাটি ও সবুজ উদ্ভিদের সাথে সম্পর্ক প্রকাশ করা হয়েছে। সাদা স্ট্রাইপের মাঝখানে অশোকা চক্র বা ধর্মচক্র। যারা এই পতাকাতলে থেকে কাজ করবে তাদের চালিকা শক্তি হবে সততা। চক্র গতি নির্দেশক।স্থবিরতা মৃত্যু। গতিই জীবন। চক্র শান্তিপূর্ণ পরিবর্তনের গতিশীলতার প্রতিনিধিত্ব করে।
বিভিন্ন দেশের জাতীয়
পতাকার ধরণ
ও পরিমাপ বিভিন্ন। তবে বেশিরভাগ দেশের
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২, ৬:৪ এবং ১০:৬ বা ৫:৩। আমাদের বাংলাদেশের
পতাকার মাপ
১০:৬।
বাংলাদেশের জাতীয় পতাকা এদেশের প্রকৃতি ও আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন
করে। আমাদের দেশ চিরসবুজের দেশ। তাইতো পতাকার জমিনও সবুজ। আর ত্রিশ লক্ষ শহীদের
রক্তের বিনিময়ে আমাদের এ দেশ স্বাধীনতা পেয়েছে। আর তারই স্মৃতি বহন করে চলছে
পতাকার মাঝখানের লাল বৃত্ত। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০: ৬।
এসো পতাকাটি আঁকি। দৈর্ঘ্য ১০ একক, প্রস্থ ৬ একক নিই।
দৈর্ঘ্য ১০ একককে ক্ষুদ্র ২০ এককে বিভক্ত করি। প্রস্থের ৩ একক ও দৈর্ঘ্যের ক্ষুদ্র
৯ একক বরাবর সরলরেখা টেনে কেন্দ্র নির্ণয় করি। এবার দৈর্ঘ্যের ক্ষুদ্র ৪ একক ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি।
পতাকার বৃত্তটি লাল রং দিয়ে এবং বাকি অংশ সবুজ রং দিয়ে ভরাট করি। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাধারণত ৫ফুট ও ৩ফুট মাপের
পতাকা উত্তোলন করা হয়।
এবার আসা যাক পতাকা উত্তোলনের স্থান ও পতাকাদন্ডের দৈর্ঘ্য সম্পর্কে। পতাকা উত্তোলনের স্থান দুই ভাগে বিভক্ত। ইনডোর এবং আউটডোর। পতাকার আকার ও দন্ডের আকার পতাকা উত্তোলণ স্থানের উপর ভিন্ন ধরনের হয়।
বিভিন্ন দেশে ছকে প্রদত্ত পতাকা ও পতাকা দন্ডের আকার অনুযায়ি আউটডোর ও ইনডোরে পতাকা উত্তোলন করা হয়।
ইনডোর দন্ডের
উচ্চতা
|
ইনডোর পতাকার
আকার
|
৭’
|
৫’ x ৩’
|
৮’
|
৫’ x ৩’
|
৯’
|
৬’ x ৪’
|
১২’
|
৮’ x ৫’
|
আউটডোর পতাদন্ডের আকার
|
আউটডোর পতাকার আকার
|
৫' ফাইবারগ্লাস দন্ড
|
৪ x ২১/২’ অথবা ৫’ x ৩’
|
৬' মুক্ত ঘূর্ণন দন্ড
|
৫’ x ৩’
|
২০’
|
৫’ x ৩’
|
২৫’
|
৬’ x ৪’
|
৩০’
|
৮’ x ৫’
|
৩৫’
|
১০’ x ৬’
|
৪০’
|
১২’ x ৮’
|
৪৫’
|
১২’ x ৮’
|
৫০’
|
১৫’ x ১০’
|
৬০’
|
১৮’ x ১২’
|
৭০’
|
২৫’ x ১৫’
|
৮০’
|
৩০’ x ২০’
|
৯০’
|
৩৮’ x ২০’
|
১০০’
|
৫০’ x ৩০’
|
১২০’
|
৫০’ x ৩০’
|
১৩০’
|
৫০’ x ৩০’
|
বাংলাদেশে পতাকা উত্তোলনের স্থান অনুযায়ি নিম্নে প্রদত্ত আকারের পতাকা উত্তোলন করা হয়।
ভবনের জন্য জাতীয় পতাকার আকার- (ক) ১০'×৬'
(খ) ৫'×৩'
(গ)২১/২’×১১/২’
গাড়ির জন্য জাতীয় পতাকার আকার- (ক) ১৫’’×৯’’.................বড় গাড়ির জন্য।
(খ) ১০’’×৬’’.................ছোট ও মাঝারি গাড়ির
জন্য।
আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক
সম্মেলনের জন্য ‘টেবিল পতাকা’ এর আকার- ১০’’×৬’’।
পতাকা দন্ডের আকারের ক্ষেত্রে দুটি
মতবাদ বাংলাদেশে প্রচলিত আছে। একটি হলো পতাকার দৈর্ঘ্য ভিত্তিক এবং
অপরটি হলো
পতাকার প্রস্থ ভিত্তিক। এক মতবাদ অনুযায়ি বলা হয়ে
থাকে যে
পতাকা দন্ডের আকার পতাকার দৈর্ঘ্যের চারগুণ হয়। আবার অন্য মতবাদ
অনুযায়ি বলা
হয়ে থাকে
যে পতাকা
দন্ডের আকার
ভূমি থেকে
উপরে পতাকার প্রস্থের ছয়গুণ
হয়। পতাকা দন্ডের আকারের দ্বিতীয় মতবাদটি অধিকগ্রহণযোগ্য ও বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। এ মতবাদ অনুযায়ি পতাকা দন্ডের ভূমি থেকে
উপরের অংশকে
পতাকার প্রস্থের সমান করে
ছয়টি অংশে
ভাগ করা
হয়েছে।
ভূমি থেকে
উপরের প্রথম
অংশকে বলা
হয় নিষিদ্ধ অঞ্চল। এ অংশে জাতীয়
পতাকা নামানো নিষেধ এবং
দন্ডনীয় অপরাধ।
নিষিদ্ধ অঞ্চলের উপরের
অংশকে বলে
অপেক্ষা। এ অংশে পতাকা
উত্তোলনের রশির
দুই প্রান্তের সাথে পতাকার দুই প্রান্তের ফিতা দিয়ে
পাল গেরো
দিয়ে বেঁধে দেয়া হয়।
রশির বর্ধিত অংশ দিয়ে
পতাকাকে অপেক্ষা অংশে দন্ডের সাথে বড়শি
গেরো দিয়ে
বেধে রাখা হয়। আনুষ্ঠানিকভাবে পতাকা
উত্তোলনের অপেক্ষায় এ অংশে
পতাকা অবস্থান করে।
অপেক্ষা অংশের উপরের
অংশের নাম
জাতীয় সঙ্গীতাঞ্চল। পতাকা উত্তোলনের সময় পতাকার উপরের প্রান্ত এই অংশে
পৌঁছানো মাত্র
জাতীয় সঙ্গীত শুরু করতে
হয়।
জাতীয় সঙ্গীতাঞ্চলের উপরের
অংশের নাম
কৃতজ্ঞতা। এই অংশে পতাকা
উঠানোর সাথে
সাথে প্রত্যেকে বুক টান
করে মুখোমন্ডল ভূমির সাথে
১৩৮০ কোণে পতাকার দিকে তাকাবে এবং দেশ
মাতৃকার প্রতি
কৃতজ্ঞতা জ্ঞাপন করবে।
কৃতজ্ঞতা অংশের উপরের
অংশের নাম
শোক অঞ্চল। জাতীয় শোক দিবস অথবা
সরকার ঘোষিত
যে দিবসে
পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়, সেই দিনগুলোতে জাতীয় পতাকা
প্রথমে সম্পূর্ণ উত্তোলন করে
পুনরায় দন্ডের এই অংশে
নামিয়ে বেঁধে
রাখা হয়।
দন্ডের শোক অংশের
উপরের অংশের
নাম সম্মান। এই অংশে পতাকা উত্তোলনের সাথে সাথে
পতাকাকে সম্মান প্রদর্শণ করতে
হবে।
পতাকা দন্ডের শীর্ষে একটি গম্বুজাকার অংশ থাকে। এই অংশকে শোভা বলে। এই অংশটি পতাকাদন্ডের শোভা
বর্ধনের জন্য
থাকে। শোভা ও সম্মান অংশের সংযোগস্থলে একটি পুলি
থাকে। এই পুলির মধ্যদিয়ে রশি টেনে
পতাকা উত্তোলন ও নামানো হয়। পতাকা উত্তোলন হলে
রশি দন্ডের সাথে বড়শি
গেরো দিয়ে
বেঁধে রাখা
হয়।
Flag is generally a piece
of rectangular fabric with distinctive design used as a symbol. Flags are used
in various purposes, e.g. Nationalistic or patriotic, signals or messaging,
advertising and decorative etc. In ancient time, flag is used in the battle
field by army and in the ship. It is thought that the first flag made of bronze
(used in 3rd millennium of BC) is found in Shahdad in Iran.
In the beginning of the 17th
century, flag flying became a customary sign with the development of
nationalistic image in civil people. In the end of eighteenth century, flag
flying is brought to the low and order by the government. In this way national
flag is introduced as the symbol of the sovereignty of states. Every national
flag is designed to express any special event or traditions of a country. For
example, 13 horizontal red and white stripes of American national flag
represent the first 13 states that declare the independence from the British colony
and the fifty stars represent newly independent states.
There are three horizontal stripes in the National flag
of India. The upper part of the flag is saffron colored, middle stripe is white
colored and the lower stripe is green colored. Here it is pointed to be
respected to do own work with the renunciation of luck by saffron colored
stripe.
It is expressed to be steady in the path of truth by the
white stripe and to relate with soil and green plant by green stripe. There is
a Ashoka wheel or Dharma chokra in the middle of white stripe. He who will work
underneath the flag their controlling power will be the truth. Wheel denotes
movement. Stagnant is death. Movement is the life. The wheel represents the
dynamism of a peaceful change.
Shape and measurement of different countries are
different. But the ratio of length and width of the national flag of most
countries are 3:2, 6:4 and 10:6 or 5:3. The measurement of the national flag of
Bangladesh is 10:6.
The national flag of Bangladesh bears the memory of its
liberation war and its natural surroundings. Our country is the country of
evergreen. so, the background of our national flag is green. And our country
has won the independence by the blood of 30 lac martyrs. And the red circle of our
national flag represents the memory of that. The length and width ratio of our
national flag is 10:6. Come, draw the flag. At first draw a rectangle with the length of 10 units
and width 6 units. Divide the length into 20 smaller units. Now draw a vertical
straight line at the 9th smaller unit of length. Then draw a
horizontal straight line at the 3rd unit of width. Its center will
be placed on the intersecting point of the two straight lines. Now draw a
circle with the radius of smaller 4 units of length. Now fill the circle with
red and background with bottle green. The measurement of national flag of
Bangladesh that is hoisted in the primary school is 5 feet long and 3 feet
wide.
Now let’s come to point of
the flag hoisting place and the length of flagpole. The flag hoisting place is
divided into two. Indoor and Outdoor. The size of flag and flagpole differ in
different flag hoisting place.
In the
different country, they fly their flag according to the size of flag and
flagpole given below:
Indoor Pole
Height
|
Indoor Flag
Size
|
7’
|
5’ x 3’
|
8’
|
5’ x 3’
|
9’
|
6’ x 4’
|
12’
|
8’ x 5’
|
Outdoor
Flagpole Size
|
Outdoor
Flag Size
|
5'
Fiberglass Pole
|
4 x
2½' ' or 5’ x 3’
|
6'
Free Spin Pole
|
5’ x 3’
|
20’
|
5’ x 3’
|
25’
|
6’ x 4’
|
30’
|
8’ x 5’
|
35’
|
10’ x 6’
|
40’
|
12’ x 8’
|
45’
|
12’ x 8’
|
50’
|
15’ x 10’
|
60’
|
18’ x 12’
|
70’
|
25’ x 15’
|
80’
|
30’ x 20’
|
90’
|
38’ x 20’
|
100’
|
50’ x 30’
|
120’
|
50’ x 30’
|
130’
|
50’ x 30’
|
Size of the ‘Flag’ for
Building- (a) 10'×6'
(b) 5'×3'
(c)21/2’×1½’
Size of the ‘Flag’ for Car-
(a)
15’’×9’’.................For big cars.
(b)
10’’×6’’.................For small and medium size cars.
Size of the ‘Table Flag’
for international and bilateral conferences-
10’’×6’’.
In the case of the size of
the flagpole, two doctrines exist in Bangladesh. One is based on the length of the flag and the other is on the width of the
flag. According to one theory, the size of the flagpole is four times the size
of the flag. Again, according to another theory, the size of the flagpole (above
from the ground) is six times the size of the width of the flag.
The second doctrine of the
size of the flagpole was highly appreciated and widely acknowledged worldwide. According
to this theory, the upper part of the flagpole from the ground has been divided
into six parts, equal to the width of the flag.
The first part of the land
is called forbidden area. It is forbidden to bring the national flag to this
region and is punishable offense.
The upper part of
the forbidden region is called wait. In this part, with the two ends of the
flag hoisting rope, the ribbons on the two ends of the flags were tied by a
knot named sheet bent or weavers knot. With the extended part of the rope, the
flag is tied
by Clove Hitch around the waist in the waiting part of the flag. The flag remains here to hoist formally.
The upper part of
the Waiting
region is called the National
Music Region. At the time of hoisting the flag, when the flag reaches this part
of the flagpole, the national anthem is to start.
Name of the upper
part of national music region is gratitude.
As soon as the flag is lifted in this part, everybody will look at the
flag with the angle of 1380 between chest and face and will show the
gratefulness to the motherland.
The name of the
upper part of gratitude is called mourning region. National Mourning Day or the
day when the flag is ordered to be half-mast by the Government, in those days,
firstly the national flag is first fully lifted and then restored to this part
of the pole.
Name of the upper
part of the mourning is Honor. As soon as the flag is lifted in this part,
everybody should show respect to the flag.
There is a
dome-shaped round part at the top of the pole. This part is called Charm. This part is for the decoration of the
flagpole.
There is a pulley
at the junction of decoration and honor section. The flag is hoisted through
this pulley by pulling the rope. When the flag hoist, the rope was tied with
the pole by clove hitch.