title
SSC 2026 Bangla 1st paper question and answer with practice Link
নিচে Check Answers বাটনে ক্লিক করলে তোমার Score ও সব প্রশ্নের উত্তর পাবে। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নাও।
1. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি কীসের উপর পড়ে আছে?
ক) শিক্ষাদানের উপর
খ) সাহিত্যের উপর
গ) সামাজিক কর্মকাণ্ডের উপর
ঘ) অর্থের উপর
2. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
ক) ২২শে শ্রাবণ ১৩৪৮
খ) ২৪শে ভাদ্র ১৩৪৮
গ) ২৫শে বৈশাখ ১২৪৮
ঘ) ১২ই শ্রাবণ ১৩৫২
3. অপু মনে মনে কোন খেলার পরিকল্পনা করেছে?
ক) কানামাছি
খ) ডাঙ্গুলি
গ) গঙ্গা-যমুনা
ঘ) হা-ডু-ডু
4. “আমাকে সবাই ভুলিলেই বাচি।” সুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে -
i . হতাশা
ii. প্রত্যাশা
iii. বেদনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
5. “নিমগাছ” গল্পে শিকড় শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) গাছের মুল
খ) জীবনের বাস্তবতা
গ) নিমগাছের অস্তিত্ব
ঘ) পারিবারিক বন্ধন
6. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ?
ক) ভ্রান্তিবিলাস
খ) বিসর্জন
গ) পদচারণ
ঘ) দূরবীন
7. খলিফা মামুনকে মহামতি ও উন্নতচিত্ত পুরুষ বলা হয়েছে কেন?
ক) পরোপকারিতার জন্য
খ) কৃতজ্ঞতাবোধের জন্য
গ) সুশিক্ষিত হওয়ার জন্য
ঘ)সুবিবেচনার জন্য
8. নিমপাতা কোন রোগের মহৌষধ?
ক) চর্মের
খ) দাঁতের
গ) পেটের
ঘ) যকৃতের
9. “আবাদি” শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) পতিত জমি
খ) বাস্তুভিটা
গ) চাষযোগ্য জমি
ঘ) বাগানবাড়ি
10. বৃষ্টির দিনে মাঠ-ঘাট ঢেকে যায় -
ক) সবুজ ঘাসে
খ) কাজল ছায়ায়
গ) পানিতে
ঘ) কাদায়
11. কীসের সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান?
ক) সাহিত্যচর্চার
খ) বিজ্ঞানচর্চার
গ) দর্শনচর্চার
ঘ) ধর্মচর্চার
উদ্দীপক পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
আজি ঝর ঝর মুখর বাদল দিনে
জানিনে, জানিনে, কিছুতে কেন যেন মন লাগেনা।
12. উদ্দীপকের ভাবটি কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) সেই দিন এই মাঠ
খ) বৃষ্টি
গ) ঝর্ণার গান
কপোতাক্ষ নদ
13. সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো- i. বর্ষার দিনের মানসিক অবস্থা ii. বিরহকাতর মন iii. সুখময় অতীত
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i , ii ও iii
14. ‘আমি আমার আমিকে এই বাংলায় খুঁজে পাই’ চরণটিতে ‘কপোতাক্ষ নদ’ কবিতাটির কোন দিকটি ফুটে উঠেছে?
ক) আবেগ
খ) স্মৃতিকাতরতা
গ) অনুরাগ
ঘ) দেশপ্রেম
15. ‘ভ্রান্তির ছলনে’ অর্থ কী?
ক) ভুলের ছলনায়
খ) আশায় নৈরাশ্য
গ) পাওয়ার কল্পনা
ঘ) হারাবার বেদনা
16. মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়?
ক) মাছরাঙা
খ) হুতুম পেঁচা
গ) ডাহুক
ঘ) লক্ষ্মী পেঁচা
17. সুভাসিণী নামটি সার্থক হয়নি- কারণ সুভা-
ক) প্রতিবন্ধী বলে
খ) নির্বাক বলে
গ) অসহায় বলে
ঘ) মায়ের গর্ভের কলঙ্ক বলে
18. কাব্যামৃতে আমাদের অরুচি ধরার মূল কারণ-
ক) শিক্ষাগুরুর গাফিলতি
খ) শিক্ষার্থীল অমনোযোগিতা
গ) শিক্ষা ব্যবস্থার ত্রুটি
ঘ) পাঠ্যবই কঠিন হওয়া
19. ‘সুসার’ শব্দের অর্থ কী?
ক) অভিভূত
খ) সচ্ছলতা
গ) বিকাশ
ঘ) এলোমেলো
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও- মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ঐ ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। 20. উদ্দীপকের মৌমাছির সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের মিল আছে? ক) অপু
খ) দুর্গা
গ) হরিহর
ঘ) সর্বজয়া
21. উক্ত চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে- i. চঞ্চলতা ii. দূরন্তপনা iii. দায়িত্বশীলতা নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
22. ‘নিমগাছ’ গল্পে নিমগাছ রূপকে কাকে বোঝানো হয়েছে?
ক) প্রতিবাদী নারী
খ) সর্বংসহা নারী
গ) কর্মজীবী নারী
ঘ) নির্যাতিত নারী
23. খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন?
ক) বাগদাদ
খ) ডেমাস্কাস
গ) সিরিয়া
ঘ) ইরান
24. কপোতাক্ষ নদ কবিতায় ‘প্রজা’ বলা হয়েছে কাকে?
ক) কপোতাক্ষ নদকে
খ) দেশকে
গ) সাগরকে
ঘ) বারিকে
25. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘শ্রেষ্ঠ ধন’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে ?
ক) ধন-সম্পদকে
খ) নিজের জীবনকে
গ) সাম্রাজ্যকে
ঘ) সন্তানকে
26. গোলাম মোস্তফা রচিত অনুবাদ গ্রন্থ কোনটি?
ক) আল কুরআন
খ) রূপের নেশা
গ) বিশ্বনবী
ঘ) মরুদুলাল
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা তুমি ডাকলে তারার পানে চেয়ে চেয়ে, নাইবা মনে রাখলে। 27. উদ্ধৃত চরণগুলির মাঝে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে?
ক) মৃত্যুভাবনা
খ) প্রকৃতিচেতনা
গ) ভবিষ্যৎ হতাশা
ঘ) অতীত বেদনা
28. উক্ত ভাবটি যে কারণে কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ - জীবন নশ্বর প্রকৃতি নিরন্তর সভ্যতা স্থায়ী নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
29. ‘তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস’- চরণটিতে প্রতিফলিত হয়েছে-
ক) সূর্যোদয়
খ) আশার আলো
গ) বিজয় উল্লাস
ঘ) সন্তানের রোগমুক্তির লক্ষণ
30. ‘নেত্রপল্লব’ অর্থ কী?
ক) চোখের পাতা
খ) চোখের তারা
গ) চোখের মণি
ঘ) চোখের আলো